নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

ভূমি-১ : কন্যা তোমার ঠিকানা, লিখে দাও না

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

গানের শিরোনামঃ কোন রূপনগরে

অ্যালবামঃ সুরজিৎ ও বন্ধুরা

ব্যান্ডঃ ভূমি

.................................................................



কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি

আমি তোমার দেশে দিতে চাই পাড়ি ।।



কন্যা তোমার ঠিকানা

আকাশে লিখে দাও না

আমি মেঘেদের থেকে নেব

চেয়ে চেয়ে

কন্যারে, কন্যারে

কন্যারে

কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি



কোন পক্ষীরাজে তুমি আছ বসে

আমি শঙ্খচিলের ডানায় ভেসে ভেসে ।।



কন্যা তোমার ঠিকানা

বাতাসে লিখে দাও না

আমি ফুলেদের থেকে নেব

চেয়ে চেয়ে

কন্যারে, কন্যারে

কন্যারে

কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি



আমি দিন সারাদিন

আমি রাত সারা রাত

তোমারই ইশারায়

আমি ছন্নছাড়া মেঘেদের আড়ালে নীলে নীল নীলিমায়

আমি অন্য কোন পৃথিবীর সীমান্তে দাঁড়িয়ে

আমি সব থেকে দূরের গ্রহদের বুকে আজ সব বাঁধা ছাড়িয়ে



কন্যা তোমার ঠিকানা

আঁধারে লিখে দাও না

আমি তারাদের থেকে নেব

চেয়ে চেয়ে

কন্যারে, কন্যারে

কন্যারে

কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি

আমি তোমার দেশে দিতে চাই পাড়ি



কন্যা তোমার ঠিকানা

সাগরে লিখে দাও না

আমি ঢেউদের থেকে নেব

চেয়ে চেয়ে

কন্যারে, কন্যারে

কন্যারে

কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২

বোকামন বলেছেন:
গানের সুরখানা খুব পছন্দের !!

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

dream111rocks বলেছেন: হুম।

আমার কাছে অনেক ভালো লাগে কথা ও সুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.