![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ চুপি চুপি
অ্যালবামঃ সুরজিৎ ও বন্ধুরা
.........................................
চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে যায় ।।
ঝাপসা জুঁই ফুল আর আফসা কুয়াশা
কিছু নিলাম হাওয়া স্বপ্নবুকে
গাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো না
একে একে গ্রাম
একে একে মাঠ
একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে
গুঁড়িসুড়ি ভোর
নেমে আসে রোজ
ফেলে আসা ছবিগুলো ঠাঁই দাঁড়িয়ে ।।
অন্ধকার বাড়ে ধোয়াশায়
স্বপ্নমন হাওয়ায় উড়ে যায়
হয়ত বা কোন মোড় ঘুরে
গাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো না
ষোল আনা চাঁদ
আলো ঘেরা রাত
ছাঁয়া ছাঁয়া স্মৃতিমেঘ যায় পেরিয়ে
পরবাসী মন
শিশিরে এখন
দেখেও দেখে না যায় প্রায় হারিয়ে ।।
গল্প সেই শুনলে পুরোটাই
বর্ষাকাল হতাশার সময় তাই
কি যে করি পথ ক্রোশ খানেক
গাড়ি দূর দূরে
অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো নআ
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪
dream111rocks বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন +