![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ বারান্দায় রোদ্দুর
অ্যালবামঃ যাত্রা শুরু
...................................................
বারান্দায় রোদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু-পা নাচাইরে ।।
গরম চায় চুমুক দিই
আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দারোয়ান দাঁড়ায় এসে
তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই ....
চতুর্দিক আগোছাল
আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময় ।।
ঘড়ড় ঘড় ফ্যানের ব্লেড
আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনাই রে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দুধওয়ালার গোঁফে মাছি
তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই ....
টেবিলে মানি প্ল্যান্ট
শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে ।।
বারান্দায় রোদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু-পা নাচাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
সেলসম্যান টাই গোছায়
তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই .........
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
dream111rocks বলেছেন: না, ভূমির পরিবেশনা সামনা-সামনি শোনা হয় নাই, একটা টিভিশোতে ওদের পেছনের কিছু কথা শুনেছিল। আপনার মত আমিও মুগ্ধ হয়েছিলাম । ওরা এত যত্ন নিয়ে গান করে বলেই মনে হয় সবাইকে এমন করে ছুঁইয়ে যায়।
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
নীল বরফ বলেছেন: প্রায় ঘরোয়া পরিবেশে এই ভূমি ব্যান্ডের কনসার্ট দেখেছিলাম। ওদের উপস্থাপনা আর প্রতিটি গানের পিছনের ইতিহাস বলেছিলো সেদিন। জাস্ট কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম। আপনি ওদের কনসার্ট দেখেছেন কিনা জানিনা, কিন্ত ওরা যে কতটা মায়ামমতা আর যত্ন-আত্তি করে গান বানায়, তা হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। গেরুয়া রঙের সাথে একদম গ্রামীন সাজ!, সাথে দেশি সব বাদ্যযন্ত্র। একদম জাত শিল্পী।