নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

ফসিলস : আমি কিছুতেই ভাববোনা তোমার কথা

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

গানের শিরোনাম: একলা ঘর

শিল্পী: রুপম ইসলাম

ব্যান্ড: ফসিলস

.................................



এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

আমি কিছুতেই ভাববোনা তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায় ।।



না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকে

তবু যাচ্ছি কি?

ফিরে যাচ্ছি কি?

সেই ফেলে আসা অতীতে

সেই ক্ষতিতে



বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পালটে যাওয়ায় দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাচে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় ।।



না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকে

তবু যাচ্ছি কি?

ফিরে যাচ্ছি কি?

সেই ভুলে যাওয়া তোমাকে

সেই তোমাকে



না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকে

তবু যাচ্ছি কি?

ফিরে যাচ্ছি কি?

সেই ফেলে আসা অতীতে





না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকে

তবু যাচ্ছি কি?

ফিরে যাচ্ছি কি?

সেই ভুলে যাওয়া তোমাকে

সেই তোমাকে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

নীল বরফ বলেছেন: আমার অসম্ভব রকমের প্রিয় গান। মূলত এই গানের মাধ্যমেই কলকাতার ব্যান্ড দলগুলো সাথে পরিচয়।এই গানের প্রভাব আমার উপর কতটুকু ছিলো/আছে তার এক ছোট্ট উদারন দেইঃ

প্রেমিকার সাথে সেই সময় ভয়ংকর মনোমানিল্য চলছে।তখন ঘোর বর্ষাকাল।আর আমাদের ঢাকাতে এক ছটাক বৃষ্টি অলি-গলিতে বনী আদমদের গু-মুতের পানি সাঁতরে বাড়ি যেতে হয়।তো উনি ফোন ধরলেন না।সেইদিন কি মনে করে সিন্দাবাদের বুড়ো ভূত আমার মাথায় চেপে বসলো। এসএমএস পাঠিয়ে দিলাম" আসছি আমি"। আমি আজো জানি না উনি সেই এসএমএস টা আদৌ পড়েছিলো কিনা। জানতেও চাইনা মাইরি বলছি।
চলে গেলাম ওদের এলাকাতে। ভয়ংকর বৃষ্টি।সাথে লোডশেডিং। হাটু পানি ভেঙ্গে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাত প্রায় ১১ বাজে।শুধু বৃষ্টি'র তাল করে পরা ঝুমঝুম একটানা শব্দ। আমি অপলক দৃষ্টি হালকা হলুদাভ মোমের আলোতে উনার রুমে তার ঝাপসা উপস্থিতি। জানি না কতটা সময় থেকে কখন চলে এসেছিলাম।পুরো জিনিষটাই আমার মাঝে অবেচেতনভাবে কাজ করেছিলো হাজারবার শোনা এই গানের মাঝের চয়নগুলো"তোমার বাড়ির পথে চলেছি আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাচে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়"



আপনার দেয়া এই গানের লিরিকে আমার মতে ২ জায়গায়
মনে হয় আপনাকে একটু এডিট করতে হতে পারে।

১। দ্বিতীয় প্যারাতে "সেই ফেলে আসা অতীতে
সেই অতীতে"
; এখানে আসলে হবে এরকম "সেই ফেলে আসা অতীতে...... সেই ক্ষতিতে" আসলে হেরে সম্পর্কের উত্তর অবস্থায় প্রথমদিকার নস্টালজিয়ার মেমরি ওই সময় বুকে শেল হয়ে বিঁধে সব প্রেমিক/প্রেমিকাকে পাগল করে দেয়।আমার মনে হয় রুপমদা এটাই বুঝিয়েছেন। B:-/ B:-/
গানের এই অংশটি পাবেন গানের ঠিক ২ মিনিট ৪৩ সেকেন্ডে।

২। ৫ম প্যারা'র শেষ লাইনটা। এখানে "সেই অতীতে" না হয়ে সরাসরি " না না যাচ্ছি না" ৬ষ্ঠ প্যারাতে চলে যায় গাওয়ক।গানের এই অংশটুকু পাবেন গানের ৫ মিনিট ১৩ সেকেন্ডের সময়।

আমার শোনার ভুল হতে পারে। আগাম ক্ষমা চেয়ে নিলাম। ভাল থাকুন। আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি ভালো ভালো সব গান শেয়ার করার জন্যে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

dream111rocks বলেছেন: আপনার অভিজ্ঞতা জেনে অনেক মজা পেলাম (মনে কইরেন না আপনার কষ্টে মজা পাইছি, ঘটনা টা আসলেই মজার, আপনি নিরিবিলি বসে নিরপেক্ষ ভাবে দেইখেন ব্যাপারটা !!)

হুম আপনার ভুল ধরা ঠিক আছে। আমি প্রথমে লেখার সময় "সেই ক্ষতিতে" লিখছিলাম। কিন্তু পরে এসে যখন শুনলাম "সেই তোমাকে" যেটা আগের লাইনের সাথে মিল রেখে তখন মনে হল আমি বোধ হয় ভুল শুনছি। যাক আমার শোনা তাহলে ঠিক ছিল , লেখা ভুল হইছে!

২য় ভুলটা খেয়াল করা হয় নি, উপর প্যারা কপি-পেস্ট (বুঝেনই তো!)

আপনাকে অশেষ ধন্য বাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

লিন্‌কিন পার্ক বলেছেন: ফসিলস এর আরও কিছু গান সাজেস্ট করেন ত :) :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

dream111rocks বলেছেন: বাই সাইকেল চোর,
কেন করলে এরকম,
নীল রং ছিল ভীষণ প্রিয় (এইটা রুপম এর গাওয়া কিন্তু ফসিলস ব্যান্ড গঠনের আগের গান)
এরোপ্লেন (এটাও ব্যান্ড গঠনের আগের গান)
হাসনুহেনা
..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.