![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ ববি রায়
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
..................................
আকাশের রং কালো হয়ে এল বৃষ্টি নামবে এখনি জানি তবু
ছেড়া ছাতা নিয়ে ভিজে ভিজে আমি থাকব দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
আরো একবার একই পথে চলে একই কথা বলে কাটবে সন্ধ্যেটাও
তবু রাস্তা বদলে তুমি যেও না তুমি যেও না ফেলে আমায়
স্বপ্নের রং ফিকে হয়ে গেছে ভবিষৎ আমার অনিশ্চিত
পিছনে আমার কানাগলি আর সামনে শুধুই গাঢ় অন্ধকার
গোলাপ কেনার সামর্থ্য নেই দেবার আছে শুধুই একটা গান
গানে গানে তাই করে যাই আমি তোমার কাছে একটাই আবদার
ববি রায়ের সাথে চলে যেও না
ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না
ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না
এ অসময়
ছাপোষা এই টাইপিস্টকেই ভালো লেগেছিল তোমার একদিন
টাইপ করার ফাঁকে তুমি চেয়েছিলে ভালোবাসার দাম
আঙুল আমাদের যন্ত্রের মত লিখেছিল শুধু ফরমায়েশী চিঠি
মন বলেছিল অন্য কথা মন লিখেছিল তোমার আমার নাম
বছর ঘুরে পদোন্নতির জোয়ারে তুমি ভেসে চলে গেলে দূরে
মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেলে তুমি ববি রায়ের ঘরে
আজ তারই আবদারে বাড়ছে তোমার ওভারটাইম বাড়ছে ঠোঁটের রং
তারই আবদারে তারই গাড়ি চড়ে হয়ত ফিরবে তুমি তোমার ঘর
ববি রায়ের সাথে চলে যেও না
ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না
ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না
এ অসময়
পৌনে একটা বাজতে চলল এখনো জ্বলছে ববির ঘরের আলো
ঘুমিয়ে পড়েছে অফিসপাড়া ঘুমিয়ে পড়েছে গেটের দারোয়ান
টাইপ মেশিন নীরব তোমার শুনতে পাচ্ছি শুধুই তোমার হাসি
হাসতে হাসতে করছ কি তুমি আমার ভালোবাসার অপমান
জানি আমার মতোই তোমার ঘরে টনটন করে নিদারুণ অভাব
তবুও পারবে কি কেউ দিতে তোমায় সত্যিকারের ভালোবাসার দাম
পারবে কি তুমি ভুলতে তোমার ভাঙা দেয়াল তোমার কানাগলি
পারবে কি তুমি ফেলতে মুছে মনের ভিতর টাইপ করা নাম
ববি রায়ের সাথে চলে যেও না
ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না
ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না
এ অসময়
আবার বলছি তোমায়
ববি রায়ের সাথে চলে যেও না
ছেড়ে যেও না
শোনো ববি রায়ের কথায় বয়ে যেও না
ফেলে আমায়
জানি টাকাকড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না
এ দুঃসময
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
dream111rocks বলেছেন: অ্যালবামটার লিঙ্ক দিলাম তৃতীয় গান 'ববি রায়' সাথে 'মালা' গানটাও নামিয়ে শুনেন। এই জন্যই পুরা অ্যালবামের লিঙ্ক দেওয়া!
অ্যালবাম লিঙ্ক : http://webmusic.in/bengali-artist-375.html
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
বদিউজ্জামান মিলন বলেছেন: আমার খুব প্রিয় একটা গান। অঞ্জন দার।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
dream111rocks বলেছেন: আমারও
থ্যাঙ্কু!
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
অ্যামাটার বলেছেন: ডাউনলোড?