![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ বসে আছি ইষ্টিশানেতে
অ্যালবামঃ শুনতে কি চাও?
...........................................
বসে আছি ইশটিশানেতে
লেবু-লজেন্সের শিশিটা হাতে
খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
পালাতে হয় নি দাদা তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশো টাকা
দিতে হবে মাসের শেষে
অঙ্কতে আশি পেয়েছিলাম একবার
মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে পারে নি
বাবা ছিল না যে আমার
কালো ঘরবাড়ি শনশন যায় সরে
ট্রেনের দোলাতে রোজ দুপুরে
মায়ের কোলের সেই দোলাটা
যায় মনে পড়ে যায় আমার
কু ঝিকঝিক করে যখন রাত আসে
চাঁদটা মনে হয় অ্যালুমিনিয়ামের
কারখানার ঐ কালো ধোঁয়াটা
কেন যে আমায় কাঁদায়
দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয়নি বিক্রি
গতকালের পনের টাকা থেকে
চেকারকে দিতে হবে দশ
একবার ভেবেছিলাম এই গলাটা
যায় যদি যাক ট্রেনের তলাতে
কিন্তু ঐ অ্যালুমিনিয়ামের চাঁদ
দেয়নি পালাতে আমায়
একটু আগে গড়ি আর শিবু
দম দিতে বলল বোমশংকরে
মাথাটা তাই কেমন ঝিমঝিম করছে
গলাটা শুকিয়ে কাঠ
দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয়নি বিক্রি
গতকালের পনের টাকা থেকে
চেকারকে দিতে হবে দশ
বসে আছি ইশটিশানেতে
লেবু-লজেন্সের শিশিটা হাতে
খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
পালাতে হয় নি দাদা তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশো টাকা
দিতে হবে মাসের শেষে
অঙ্কতে আশি পেয়েছিলাম একবার
মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে পারে নি
বাবা ছিল না যে আমার
বসে আছি ইশটিশানেতে
বসে আছি ইশটিশানেতে
গাড়ি চড়েছি ডিসেম্বর মাসে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে
বসে আছি ইশটিশানেতে
গাড়ি চড়েছি ডিসেম্বর মাস
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
dream111rocks বলেছেন: Anjan Da jug jug jeo
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
শাহীন ভূইঁয়া বলেছেন: Anjan Da jug jug jeo