নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

অঞ্জন - ৩ : ঐ অ্যালুমিনিয়ামের চাঁদ দেয়নি পালাতে আমায়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

গানের শিরোনামঃ বসে আছি ইষ্টিশানেতে

অ্যালবামঃ শুনতে কি চাও?

...........................................



বসে আছি ইশটিশানেতে

লেবু-লজেন্সের শিশিটা হাতে

খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ

গাড়ি আজ লেটে দৌড়চ্ছে

বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে

পালাতে হয় নি দাদা তাড়িয়েছে

ফিরতে হলে আড়াইশো টাকা

দিতে হবে মাসের শেষে



অঙ্কতে আশি পেয়েছিলাম একবার

মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার

বাবা কিছুই ভাবতে পারে নি

বাবা ছিল না যে আমার

কালো ঘরবাড়ি শনশন যায় সরে

ট্রেনের দোলাতে রোজ দুপুরে

মায়ের কোলের সেই দোলাটা

যায় মনে পড়ে যায় আমার

কু ঝিকঝিক করে যখন রাত আসে

চাঁদটা মনে হয় অ্যালুমিনিয়ামের

কারখানার ঐ কালো ধোঁয়াটা

কেন যে আমায় কাঁদায়



দাদা একটা মিনি হবে কি

একটাও লেবু হয়নি বিক্রি

গতকালের পনের টাকা থেকে

চেকারকে দিতে হবে দশ



একবার ভেবেছিলাম এই গলাটা

যায় যদি যাক ট্রেনের তলাতে

কিন্তু ঐ অ্যালুমিনিয়ামের চাঁদ

দেয়নি পালাতে আমায়

একটু আগে গড়ি আর শিবু

দম দিতে বলল বোমশংকরে

মাথাটা তাই কেমন ঝিমঝিম করছে

গলাটা শুকিয়ে কাঠ



দাদা একটা মিনি হবে কি

একটাও লেবু হয়নি বিক্রি

গতকালের পনের টাকা থেকে

চেকারকে দিতে হবে দশ



বসে আছি ইশটিশানেতে

লেবু-লজেন্সের শিশিটা হাতে

খোকাখুকি তার গলা শুকিয়ে কাঠ

গাড়ি আজ লেটে দৌড়চ্ছে

বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে

পালাতে হয় নি দাদা তাড়িয়েছে

ফিরতে হলে আড়াইশো টাকা

দিতে হবে মাসের শেষে



অঙ্কতে আশি পেয়েছিলাম একবার

মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার

বাবা কিছুই ভাবতে পারে নি

বাবা ছিল না যে আমার



বসে আছি ইশটিশানেতে

বসে আছি ইশটিশানেতে

গাড়ি চড়েছি ডিসেম্বর মাসে

বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে

বসে আছি ইশটিশানেতে



গাড়ি চড়েছি ডিসেম্বর মাস

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

শাহীন ভূইঁয়া বলেছেন: Anjan Da jug jug jeo

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

dream111rocks বলেছেন: Anjan Da jug jug jeo



ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.