নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

অঞ্জন - ৬ : একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০



গানের শিরোনামঃ একদিন বৃষ্টিতে

অ্যালবামঃ কোলকাতা-16

...................................................



একদিন বৃষ্টিতে বিকেলে

থাকবেনা সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়

ভিজে যাবে চটি জামা মাথা

থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া

দোকান পাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে

ভিজে মাটির সোদা গন্ধ



একদিন বৃষ্টিতে বিকেলে

মনে পড়ে যাবে সব কথা

কথা দিয়ে কথাটা না রাখা

ফেলে আসা চেনা চেনা ব্যাথা

অদূরে কোথাও কোন রেডিওতে

এই পথ যদি না শেষ হয়

আজ বৃষ্টির রং হয়ে যাবে নীল

আর আকাশের রংটা ছাই

একদিন বৃষ্টিতে একদিন

বৃষ্টিতে বিকেলে



ভাঙা দেয়ালের গায়ে সাতপাকে বাঁধা

কবেকার নুন শোতে কোথাও

আর বৃষ্টির ছাটে যাবে না দেখা

দুজনের চোখের জল

ঝমঝম ঝমঝম চোখের জল



একদিন বৃষ্টিতে বিকেলে

আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক

ধুয়ে যাবে যত আছে অভিমান

ধুয়ে যাবে সিঁদুরের টিপ

আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি

তাই পালানো যাবে না যে কোথাও

রাস্তা যেমন তেমনই

শুধু লোকজন সব উধাও



একদিন বৃষ্টিতে বিকেলে

থাকবেনা সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়

ভিজে যাবে চটি জামা মাথা

থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া

দোকানপাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে

ভিজে মাটির সোদা গন্ধ

একদিন বৃষ্টিতে একদিন

বৃষ্টিতে বিকেলে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.