![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ মিসেস মুখার্জী
অ্যালবামঃ কেউ গান গায়
......................................
সাবধান মিসেস মুখার্জী একটু ভেবে দেখবেন
মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেনপেন
আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়
চোখে চোখে রাখা মানে কিন্তু মনে ধরে রাখা নয়
সাবধান মিসেস মুখার্জী তাকিয়ে দেখুন একবার
বলতে কি চায় চোখ দুটো তার চাপা অহংকার
জামার মাপটা তার জানেন ভালোই, মনের খবর কি রাখেন
সাবধান মিসেস মুখার্জী, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন
সময়ের মার নেই বলছি যে তাই এখনো সময় আছে
যতই তাকে আগলে রাখুন নাচ আর গানের ক্লাসে
অন্ধ যে নয় তার চোখ দুটো তাই বন্ধ যে নয় তার মন
এই মনের সাথে কত হাজার কথা হয় তার যখন তখন
ষোল বছরের এই মনটার ভেতরে রোজ রোজ কত কি ঘটে
কত কত স্বপ্নকে জন্ম সে দেয় কত স্বপ্নকে দেয় পুড়িয়ে
একদিন মনের এই শশ্মানটা যদি দাও দাও করে জ্বলে ওঠে
সাবধান মিসেস মুখার্জী, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন
ন নটা মাস ধরে পেটের ভেতর নিয়ে হাজার যন্ত্রণা
একটু একটু করে একদিন আপনি হয়ে গেলেন মা
একটু একটু করে যৌবন আপনার কোথায় গেল হারিয়ে
স্বপ্ন দেখার সেই মনটাও কেমন হয়ে গেল ঘোলাটে
বদলে গেছে সময়টা নাকি আপনি বদলে গেছেন
ষোল বছরের সেই স্বপ্নগুলো আপনি ভুলে বসেছেন
বলতেই পারেন আমার এই গানের নেই কোন মুণ্ডু মানে
তবে সাবধান মিসেস দত্ত, সাবধান মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে সে কি করে বলুন
আপনার ছোটো খাটো শাসন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
dream111rocks বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
ভিটামিন সি বলেছেন: দাদারে, সেই ২০০৩/০৪/০৫ সালে শুনেছিলাম এই গানগুলো। এখন আর আমার হাডিডতে নাই। বড় ভালো পাইতাম অঞ্জন দত্তর গান।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
dream111rocks বলেছেন: হাড্ডিতে না থাকলে সমস্যা নাই। নেট আছে না!
আমি এই সাইট থেকে ওপার বাংলার গান নামাই শুনি-
http://webmusic.in/bengali-artist.html
আন্নেরে ধইন্যাপাতা
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
আহমেদ আলিফ বলেছেন:
আপনার পোস্ট গুলো আমার ভালোই লাগছে !
চালিয়ে যান !!!