নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

অঞ্জন - ১৭ : তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯



গানের শিরোনামঃ তুমি আসবে বলে

অ্যালবামঃ পুরোনো গিটার

.......................................





তুমি আসবে বলে তাই

আমি স্বপ্ন দেখে যাই

আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জালায়

আর হাজার হাজার মানুষ মরে যায়

দেখবে বলে আকাশটাকে মাথা উচু করে

শুধুই নোংরা কালো ধোয়া দেখে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা

তবু শরীর দুটো থাকে আলাদা

আমার মনটা তবু আশা করে যায়

এই মনটা তবু ভালোবাসতে চায়

এই মন আশা করে যায়



সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই

আমার রাস্তা ঘাটে আমি হাঁটি না

চোখে নিয়ে স্বপ্ন বুকে অনেক অনেক কথা

আমার বয়স বাড়ে আমি বাড়ি না

তুমি আসবে বলে তাই

আমি স্বপ্ন দেখে যাই

আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জালায়

আর বেকার কিছু মানুষ মরে যায়

আমার মনটা তবু আশা করে যায়

এই মনটা তবু ভালোবাসতে চায়

এই মন আশা করে যায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.