নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

একটু খানি বিশ্বকাপ

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮



ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল ২০১৪-এর পর্দা উঠবে আর কয়েক ঘন্টা পর।



অনেকে তার ফেভারিট টিম নিয়ে মেতে আছে। বোদ্ধারা এক বা একাধিক দিক বিবেচনা করে কিছু দলের পিঠে ফেভারিট তকমা সেঠে দিচ্ছেন। আমি ফুটবল বোদ্ধা নই। একটু-আধটু ফলো করি। সেই থেকে আমি টিমগুলোকে দেখছি ক্লাবের পারেস্পেকটিভে।



সারা পৃথিবীর মতো আমরাও আগামী এক মাস মেতে থাকব বিশ্বকাপে। এই মেতে থাকার একটা বৃহৎ অংশ শুধু এই বিশ্বকাপেই আন্তর্জাতিক ফুটবলটা দেখে বা এই এক মাসেই একটু খোজ খবর নেয়। আর যারা খোজ খবর রাখেন তারা অবশ্য জানেন ফুটবল খেলাটা আসলে ক্লাব ভিত্তিক। ক্রিকেটে খেলাটা যেমন দেশ ভিত্তিক, দ্বিপাক্ষিক সিরিজ অথবা তিন বা ততোধিক দেশ নিয়ে দেশ ভিত্তিক টুর্নামেন্ট হয়। ফুটবলে এ রকমটা জনপ্রিয় নয় বা দেশ ভিত্তিক টুর্নামেন্ট হাতে গোনা কয়েকটা হয়। ফুটবল্টা পুরোই ক্লাব ভিত্তিক।



আবার এই ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট সব দেশ বা মহাদেশের মান সমান নয়। লাতিন আমেরিকা অনেক বিশ্ব মানের প্লেয়ার উপহার দিতে পারলেও তাদের ক্লাবের মান তুলনামূলক পিছিয়ে। ক্লাব বলতে ইউরোপের ক্লাব গুলোই বোঝায়। তন্মধ্যে জার্মানির বুন্দেসলিগা; স্পেনের লা লিগা; ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ; ইতালির সিরি আ; ফ্রান্সের লিগ ওয়ান সেরা। ইউরোপের অন্যান্য দেশের ক্লাবগুলো থেকে এরা অনেক অনেক খানি এগিয়ে। এসব দেশের ক্লাব গুলোতেই সেরা প্লেয়াররা খেলে থাকে। সেই নিরিখে এইসব দেশের ক্লাবে খেলে থাকে এবং এবার অংশগ্রহণকারী দেশের স্কোয়াডে সংখ্যাটা কেমন তা দেখে নেই।





আমার চোখে এবার সেমিফাইনালের চারটা টিম আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইটালি, স্পেনের মাঝে থাকবে। এই পাঁচ টিম সহ ফ্রান্স ও ইংল্যান্ডকে নিয়ে তাদের স্কোয়াডের প্লেয়াররা কোন দেশের ক্লাবে কত সংখ্যক খেলে --



আর্জেন্টিনা



আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াডের১৯ জনই ইউরোপের ক্লাবে খেলে। বাকি চার জনের তিনজন আর্জেন্টিনার ক্লাবে একজন মেক্সিকান ক্লাবে খেলে।



ইটালি - ৭ জন

স্পেন - ৪ জন

ইংল্যান্ড - ৩ জন

পর্তুগাল - ৩ জন

ফ্রান্স - ২ জন



আর্জেন্টিনা - ৩ জন

মেক্সিকো - ১ জন





ব্রাজিল



ব্রাজিল টিমের ১৮ জন ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে, ৬ জন খেলে ব্রাজিলে, ১ জন কানাডাতে- সে গোলকিপার 'সিজার'।



ইংল্যান্ড - ৬ জন

স্পেন - ৩ জন

ইটালি - ৩ জন

জার্মানি - ২ জন

ফ্রান্স - ২ জন



ব্রাজিল - ৬ জন

কানাডা - ১ জন

আদারস ইউরোপিয়ান ক্লাব - ২ জন





জার্মানি



জার্মানির স্কোয়াডের সবাই ইউরোপে খেলে এবং তাদের মধ্যে ১৬ জনই বুন্দেসলিগার।



জার্মানি - ১৬ জন

ইংল্যান্ড - ৪ জন

ইটালি - ২ জন

স্পেন - ১ জন





স্পেন



স্পেনের স্কোয়াডও জার্মানির মত সবাই ইউরোপে খেলে যাদের ১৪ জনই 'লা লিগা'র।



স্পেন - ১৪ জন

ইংল্যান্ড - ৬ জন

ইটালি - ২ জন

জার্মানি - ১ জন





ইটালি



ইটালির গত বিশ্বকাপের ফুল স্কোয়াড ছিল 'সিরি আ'র। এবারো প্রায় পুরোটাই। তিনজন ইটালির বাইরে খেলে। তারা ফ্রান্সের 'লিগ ওয়ান'এর।



ইটালি - ২০ জন

ফ্রান্স - ৩ জন





ইংল্যান্ড



ইংল্যান্ডের সবাই যুক্তরাজ্যের। ২২ জন 'প্রিমিয়ার লিগের' ১ জন মাত্র সেল্টিকে খেলে।



ইংল্যান্ড - ২২ জন

স্কটল্যান্ড - ১ জন





ফ্রান্স



এই পাঁচ ইউরোপিয়ান টিমের মধ্যে শুধু ফ্রান্সের স্কোয়াডেই নিজ দেশের আধিপত্য কম। তাদের স্কোয়াডের 'প্রিমিয়ার লিগের' ১০ জন, 'লিগ ওয়ানের' ৮ জন। তবে সবাই ইউরোপের ক্লাবে খেলে।



ইংল্যান্ড - ১০ জন

ফ্রান্স - ৮ জন

স্পেন - ৩ জন

ইটালি - ১ জন

পর্তুগাল -১ জন





* একমাত্র রাশিয়ার স্কোয়াডই পুরো রাশিয়ান। তাদের স্কোয়াডের ২৩ জনই রাশিয়ার ক্লাবে খেলে থাকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১২

সুইট টর্চার বলেছেন: সবই জানলাম, কিন্ত এখনো জানতে পারলাম না উদ্ভুধনী অনুষ্ঠান কখন শুরু হবে?

১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:০২

dream111rocks বলেছেন:

উদ্বোধনি অনুষ্ঠান রাত ১২ টায়।

প্রথম ম্যাচ রাত ২টায়

২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৩

পাজল্‌ড ডক বলেছেন: ভালো লিখেছেন।
কুইজে অংশগ্রহণ করতে পারেন Click This Link

৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪২

প্রবাসী পাঠক বলেছেন: আমার দৃষ্টিতে এইবারের বিশ্বকাপ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এবং স্পেন এই চারটা দলের যে কোন এক দল চ্যাম্পিয়ান হবে। আর টিম হিসাবে জার্মানি সবচেয়ে ব্যালেন্সড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.