নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্রোহ আর বিদ্রোহের ফিনিক্স

দ্রোহ আর বিদ্রোহের ফিনিক্স

দ্রোহি

"নিজেরে করেছি যেটুকু আবিস্কার তারও বেশী অচেনা অন্ধকার........"

দ্রোহি › বিস্তারিত পোস্টঃ

পথ - হারানো কবিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

এই সমতলে পথের অন্ত নেই

পথের মাঝে পথ গড়ে ওঠে

সামান্য কারণেই

সব পথ তাঁর শাখা-প্রশাখা নিয়ে

হয়েছে কত যে বাঁকা

এমনি কোন বাঁকে দাড়িয়ে

হারিয়ে ফেলেছি খেই

এই সমতলে পথের অন্ত নেই।



এই সমতলে সহজ পথ গড়া

পথ আছে শুধু ধুলোয় ধুলোয় ভরা।









পাদটিকাঃ অনেক দিন আগের একটা নোটবুক খুঁজে পেলাম। কিছু বিচ্ছিন্ন লেখা ছিল সেখানে। ভাল লাগা এই কবিতাটির কবি আমি কিনা সে নিয়ে আমারই বিস্ময় আছে।

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১১

আকাশ অম্বর বলেছেন:

এই সমতলে পথের অন্ত নেই।
পথ আছে শুধু ধুলোয় ধুলোয় ভরা।

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৪

দ্রোহি বলেছেন: পথ আছে শুধু ধুলোয় ধুলোয় ভরা.............

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২২

তারার হাসি বলেছেন:
হারিয়ে ফেলেছি সেই পথের পথিক
আর তাই...
পথটি ধুলোয় ধুলোয় ভরা আজ।

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭

দ্রোহি বলেছেন:
খুঁজে নিও হারানো পথিক কে;
ধুলোর গন্ধ মুছে ................


৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবি যে তুমি তাতে কোন সন্দেহ নেই...........
"এই সমতলে সহজ পথ গড়া
পথ আছে শুধু ধুলোয় ধুলোয় ভরা।"

শুভেচ্ছা দ্রোহি।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১২

দ্রোহি বলেছেন:
আমার কাঁধে জিম মরিসনের ভূত। জানি নই, তবুও কখনো নিজেকে 'কবি' ভাবতে ইচ্ছে করে।

শুভেচ্ছা এবং ঈদ মোবারক!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৮

মুক্তি মণ্ডল বলেছেন: এই সমতলে সহজ পথ গড়া
পথ আছে শুধু ধুলোয় ধুলোয় ভরা।

পুরো কবিতাটাই ভাল লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫

দ্রোহি বলেছেন:
অনেক ধন্যবাদ দাদা!

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০১

রাহামনি বৃষ্টি বলেছেন:
পথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠেপথের মাঝে পথ গড়ে ওঠে

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৬

দ্রোহি বলেছেন: পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই পথের অন্ত নেই ..........

অনেক শুভেচ্ছা!

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮

দ্রোহি বলেছেন:
আপনার ভাল লাগা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। বোধ করি আমার ব্লগে আপনাকে প্রথম দেখলাম। অনেক ভাল লাগল এক নীরব পাঠকের ঘরে আপনার উপস্থিতি।

শুভেচ্ছা ও ঈদ মোবারক!

৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কোথায় যে হারাও........
ঘুরে যেও কখনো.....।
শুভকামনা সবসময়।

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭

দ্রোহি বলেছেন: হারাইনি তো.... আছি...

তোমার ব্লগবাড়ি ঘুরে এসেছি কয়েকবার তবে চিহ্ন রেখে আসিনি.. এই যা :)

৮| ০১ লা জুন, ২০১৫ রাত ৩:৩১

স্বপ্ন সতীর্থ বলেছেন: ভালো লাগলো.।.।.।.।। অনেক.।.।
শুভেচ্ছা সতত............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.