![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সামুতে ক্যামেরা নিয়ে কিছু পোষ্ট এবং ওয়েব সাইট ঘেটে মোটামুটি বুঝলাম, যাদের সখ DSLR ক্যামেরা ব্যবহার করার তাদের জন্য ক্যানন ও নিকন/নাইকনের কিছু মডেল আছে। আমি মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়েছি নিকন/নাইকন ডি ৫১০০ ক্যামেরাটি কিনব।
এখন মূল ব্যাপার হল আমি বেশ দ্বিধায় পরেছি .... আমার কিছু প্রশ্ন আছে যেমনঃ
১। এই মডেলটিতে ফোকাসমটর নাই ,এখন কথা হল ফোকাসমটর এর গুরুত্ব কতখানি?
২। আমি কি ফোকাসমটর হীন লেন্স ব্যাবহার করতে পারব , পারলেও সমস্যা কি কি হতে পারে?
৩। আমার পুরা কনসেপ্ট ক্লিয়ার না কেন নাইকন/নিকন ডি৫১০০ যদিও এই দামেই ক্যাননের ফোকাসমটর সহ ক্যামেরা পাওয়া যায়?
৪। আমি মূলত বাজেটের দিক বিবেচনা করে নাইকন/নিকনের এই মডেল চয়েজ করেছি এখন ৫০০০০-৬০০০০ টাকার মাঝে কি এর থেকে ভাল ক্যামেরা পাওয়া যাবে?
৫। আমি যদি দূরের পাখি বা চাঁদের ছবি তুলতে চাই তবে AF Zoom-Nikkor 70-300mm f/4-5.6G( ফোকাসমটর হীন লেন্স) লেন্সটি কতখানি কার্যকর?
যারা অভিজ্ঞ এবং ক্যামেরা সম্পর্কে ভাল বুঝেন তাদের মূল্যবান মতামত চাচ্ছি।
২| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১
ধ্রুব... বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
ক্লিকবাজ বলেছেন: আপনার এই বাজেটে বর্তমান-ভবিষ্যত চিন্তা করে আপনার জন্য বেস্ট ক্যামেরা হবে ঃ নাইকন ডি ৭০০০ অথবা ক্যানন- ৬০ডি। এই দুইটি মিড ল্যাভেল প্রফেশনাল ক্যামেরা তাই নিকট ভবিষ্যতে ক্যামেরা আপগ্রেড নিয়ে চিন্তা করতে হবে না। এই দুটুতেই ফোকাস মোট বিল্টইন আছে।
নাইকনের ডি সিরিজ লেন্সে ফোকাস মোটর নাই, শুধুমাত্র জি সিরিজ লেন্স গুলিতে ফোকাস মটর আছে তাই ডি ৭০০০ ক্যামেরায় আপনি যে কোনটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তবে ক্যাননের তুলনায় নাইকনের ল্যান্স এর দাম একটু বেশী।
ক্যানের ক্ষেত্রে এ ধরণের কোন প্রবলেম নাই কারণ ক্যাননের বর্তমান সব লেন্সেই ফোকাস মোটর বিল্টইন।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২
ধ্রুব... বলেছেন: ধন্যবাদ....
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬
ধ্রুব... বলেছেন: ভাই নাইকন ডি ৭০০০ কেনার মত অত টাকা নাই
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই লিঙ্কটি পড়ুন। উত্তর পেয়ে যাবেন।
চাঁদের ছবি তোলার জন্য ফোকাস মটর কোনো প্রবলেম না। আপনি স্থির একটা জিনিসের ম্যানুয়েল ফোকাস করতে পারবেন। কিন্তু উড়ন্ত পাখির ফোকাস করার জন্য অটো ফোকাস দরকার। আর ফোকাস মোটর না হলে উড়ন্ত পাখির ফোকাস করা একটু না বেশ কঠিনই বটে।
লেন্স বিষয়ে আমার অভিজ্ঞতা কম। তাই আরো যারা এক্সপার্ট তারা এই ব্যাপারে বলবে আশা করি। তবে লেন্সটা দূরের ছবি তোলার জন্য যথেষ্ট। চাদের ছবি তোলার জন্য এই জুম লেন্স খুব জরুরী না। তবে পাখির ছবি তোলার জন্য অবশ্যই জরুরী।