![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
2-4 মাস ভালো খেললেই দেখি অনেকে মেসির সাথে তুলনা করেন । আমি বলি ভাই থামেন ।মেসি 9 বছর ধরে টানা ভালো খেলেছে । 4 টা ব্যালন ডি অর পেয়েছে । প্রতি মৌসুমে 50-60 টা গোল করেছে ।
.
তাই কোন প্লেয়ারকে মেসির সাথে তুলনা করতে হলে আগে ৮-৯ অপেক্ষা করেন । দেখেন এই ৮-৯ বছরে সে কি করেছে , কি পেয়েছে । ৮ বছর ধরে তার ফর্ম ঠিক আছে কিনা । এগুলো দেখার পর মেসির সাথে তুলনা করেন ।
.
অনেক স্টার উঠেছে 1-2 বছর পর আবার নিভে গেছে । তাই আগেই মাতামাতি কইরেন না । ভালো প্লেয়ার প্রতি বছরই উঠে আসে । কিন্তু মেসির মতো প্লেয়ার 30 বছরে একবার আসে কিনা সেটা সন্দেহ । তাই মেসির সাথে যে কারও তুলনা করার আগে 7 বার ভাবেন ।
।
বলছি না নেইমার ,রোনাল্ড এরা খারাপ , এরা যথেস্ট ভালো , নেইমার এর ক্যারিয়ার মাত্র শুরু , যতোদিন যাবে তত মেলে ধরবে নিজেকে , কোন সন্দেহ নাই সে অনেক সম্ভাবনাময় মেধাবী ফুটবলার কিন্তু তাকে অনেক কিছু এখনও প্রমান করতে হবে । রোনাল্ড ,,, তার আর কিছু প্রমান করার নাই , সে Best লেভেলের প্লেয়ার .. ।
কিন্তু ভাই সমস্যা তো এক জায়গায় তা হলো
.=================
মেসি Better than Best ...
=============================================
©somewhere in net ltd.