নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ রহমান

অশিক্ষিতের সাক্ষর

বিশিষ্ট দুশ্চিন্তাবিদ ও বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ )

অশিক্ষিতের সাক্ষর › বিস্তারিত পোস্টঃ

এদেশের রাজনীতিবিদরা কি পুষ্টিহীনতায় ভোগে ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

এদেশের রাজনীতিবিদরা হয়তো পুষ্টিহীনতায় ভোগে । কোথায় কি বলতে হবে বা কি বলা উচিৎ এ সম্পর্কে অনেকেরই সামান্যতম কমনসেন্স আছে বলে মনে হয় না । এসব আবুল মার্কা রাজনীতিবিদদের ধারনা হয়তো তারা যা বলবেন সেটাই হয়তো বিশ্বের একমাত্র হতভাগ্য বাংলাদেশের আমজনতারা মেনে নেবেন ।
.
নুরুল কাকার বক্তব্যের রেশ কাটতে না কাটতেই নতুন আবুল হাজির তার ধর্মীয় ব্যাখ্যা নিয়ে

পবিত্র হজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোন কাম নাই। এদের কোন প্রডাকশন নাই। শুধু রিডাকশন আছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। (২৯।১০।২০১৪ তারিখের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেওয়া)
.
আরও কিছু /////
.
@ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে——বস্ত্র ও পাট মন্ত্রী আ। লতিফ সিদ্দিকী।
.
@”আল্লাহ্র মাল আল্লায় নিসে” - আলতাফ হোসেন।
.
@”ভাতের বদলে বাঁধাকপি খান” -সাইফুর রহমান।
.
@”বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান”-মইন ইউ আহমেদ।
.
@ ”উই আর লুকিং ফর ‘শত্রুস’” -লুৎফুজ্জামান বাবর।
.
@“একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”- আবুল মাল আব্দুল মুহিত।
.
@”দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন” -শাজাহান খান
.
@ আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।- সা কা চৌ
.
@”সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই”- আবুল হোসেন
.
@ “মোবাইল বেশী চার্জ দেয়া হয় বলে বিদ্যুৎ সংকট”- গয়েশ্বর রায়
.
@”পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে।”- সাকাচৌ।
“পেঁয়াজ না খেলে কি হয়?” -ফারুক খান
.
@ আগস্ট পাশের দেশ ভারত স্বাধীনতা দিবস পালন না করলে খালেদা জিয়াও তার জন্মদিন পালন করবেন না। -হান্নান শাহ্
.
@গাবতলী গরুর হাটটি আমাদের প্রাণপ্রিয় নেতার নামে ‘‘এরশাদ গরুর হাট” রাখা হোক-এটা আমাদের প্রাণের দাবী————-এস এ খালেক, এমপি।
.
@মৃতদের প্রতিটি পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে ১ টি করে ছাগল দেওয়া হবে—কর্নেল আকবর, নৌপরিবহন মন্ত্রী(সাবেক)/চাঁদপুরে লঞ্চডুবির পর নিহতদের কান্না থামানোর চেষ্টায় তিনি এই মন্তব্য করেন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: মজা পাইলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

অশিক্ষিতের সাক্ষর বলেছেন: কত গ্রাম মজা পাইলেন দাদা ?

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

ইমরুল_কায়েস বলেছেন: বিনে পয়সায় বেপুক বিনুদন :#) :#) :#) :#) :#) :#) :#) :#) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) ‘‘এরশাদ গরুর হাট” হাসি থামতেছে না B-)) B-)) B-)) B-)) B-)) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :(( :(( :(( :(( :(( :((

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

অশিক্ষিতের সাক্ষর বলেছেন: এর পর এরশাদ বলেছিল যে এই গরুটাকে কেউ স্টেজ থেকে নামিয়ে দে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.