![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় 32 জন নিহত হওয়ার দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করা হয়েছে । তারা তদন্ত করতে করতে কয়েকমাস কাটিয়ে দেবে । তারা কিছু রিকমেন্ড করবে যেগুলোর দৌড়ঝাপ থাকবে তদন্ত পত্রের মধ্যেই সীমাবদ্ধ । ততক্ষনে এ জাতি যে ঘটনা তদন্ত করা হয়েছে সেটা বেমালুম ভূলে যাবে । তাই সবকিছুই আবার আগের মতো স্বাভাবিক ভাবে চলবে ।তাই ইচ্ছা না থাকলেও বলতে হচ্ছে এ ##গোল্ড_ফিস জাতির একজন সদস্য হিসাবে গর্বিত ।
.
আমাদের দেশের তদন্ত কমিটি গুলো শুধু আইওয়াশ এর জন্য গঠন করা হয় সেটা রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যাক্তি দ্বারা হউক বা নিম্মপর্যায়ের ব্যাক্তি দ্বারা হউক । এদেশে গাছ থেকে পাতা পড়লেও তার জন্য তদন্ত কমিটি করা হয় । অথচ গত 15 বছরে দেখলাম না কোন এদেশে কোন তদন্ত কমিটি দ্বারা উৎগঠিত তদন্তকাজ সঠিক সময়ে হয়েছে ও তা বাস্তবায়ন করা হয়েছে। অথচ যে দুঘর্টনাগুলো হচ্ছে তার কারন কিন্তু খুব সীমিত আর তা বাস্তবায়ন করাও খুব কষ্টকর না শুধু দরকার সরকার বা সামাজিক /রাজনৈতিক দলগুলোর একটু আন্তরিকতা ও ব্যক্তিগত সচেতনতা
আমাদের রাজনৈতিক সরকারগুলোর জনসমস্যা সমাধানের কোন চিন্তা ভাবনাই কিন্তু থাকে না । কারন এ সমস্যা গুলো তাদের ফেজ করতে হয় না । তাদের যানযট পোহাতে হয় কারন তারা আসলে রাস্তা ফাকা করে দিতে হয় । তাদের জলাবদ্ধতার সমস্যা মুখোমুখি হতে হয় কারন তারা গাড়ি ছাড়া চলতে পারে না । যতো সমস্যা সব পোহাতে হয় এ দেশের অভাগা জনতাকে ।
আসলে দলের বড় নেতাকে দশের বড় মন্ত্রী করার একটা ট্রেডিশন চালু আছে আমাদের দেশে । দল চালানো আর দেশ চালানো এক কথা না । কোন বড় নেতাকে যে মন্ত্রলয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সে হয়তো সে মন্ত্রলয়ের স্কোপ বা কার্বিধি সম্পর্কেযই জানে না আবার হয়তো তার মন্ত্রীত্বে জন্য ব্যক্তিগত স্বার্থ ও দেশের স্বার্থে র মধ্যে কনফ্লিক্ট হতে পারে । কিন্তু যদি সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় সে হয়তো জনসমস্যা দূরীকরনে কিছু করতে পারে
=============================================
ফেজবুকে আমি
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮
অশিক্ষিতের সাক্ষর বলেছেন: জি দাদা ..লুল লুল
:#> :-& :!>
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: তদন্ত কমিটি হলো ধোকা দেয়ার অস্ত্র। আর মন্ত্রী! এক মন্ত্রী আবার বলে গাড়ী চালাতে লেখাপড়া লাগে নাকি গরুছাগল চিনলেই তো হয়! তিনি আবার ড্রাইভারদের নেতা গার্মেন্টস শ্রমিকদের নেতা, মালে মালামাল.
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬
অশিক্ষিতের সাক্ষর বলেছেন: ঠিক ভাই , তবে আমিও মনে করি গাড়ি চালাতে লেখাপড়া দরকার নাই দরকার সচেতনতা বাড়ানো ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫
এহসান সাবির বলেছেন: তদন্ত কমিটি =