নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অবসরটাকে কাজে লাগানঃ ভাষা শিখুন

০৭ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৪



আসসালামু য়ালাইকুম। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা ব্যস্ততার পূর্বে অবসরের মূল্য দাও।" আমরা আমাদের অবসর সময়গুলোকে ভাষা শিক্ষার জন্য কাজে লাগাতে পারি।



ধরে নিলাম বাংলা ও ইংরেজিতে আমরা মোটামুটি দক্ষ আছি। অথবা দক্ষতা অর্জনের চেষ্টা করে যাচ্ছি। এর পাশাপাশি আমরা এক বা একাধিক ভাষা শিখতে পারি। আমার সাজেশান হলো যদি আমরা নতুন একটি ভাষা শিখি তা হতে হবে আরবি। দ্বিতীয় নতুন ভাষাটি হবে ফ্রেঞ্চ।



আপনি যখন নতুন একটা ভাষা শিখবেন আপনার অন্তরে আপনি প্রশান্তি লাভ করবেন। আগের তুলনায় আপনি নিজেকে অনেক বেশি 'কনফিডেণ্ট' মনে করবেন। আপনার নিউরন হবে আগের তুলনায় অনেক বেশি 'রেসপন্সিভ'। প্রথম এক দু' সপ্তায় আপনি শ'খানেক শব্দ শিখে যাবেন। মোটামুটি নতুন ভাষাটি সম্পর্কে একটা ধারণা চলে আসবে। যদি ভাল গাইড পান নিশ্চিতভাবেই আপনি অনেক বেশি উৎসাহিত হবেন। এক দু' বছর সময়ে আপনি মোটামুটি একটা 'লেভেলে' চলে যাবেন। তার আগে আপনি নিয়্যত খালেছ করে নিন, যে আপনি দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভাষা শিখবেন। যদি তা করতে পারেন, ইনশা'আল্লাহ তা আপনার জন্য নূর হবে। বহু মানুষের হেদায়েতের উসিলা হবে।



ফ্রেঞ্চঃ

আপনি ফ্রেঞ্চ শিখার জন্য ধানমন্ডির আঁলিয়সে যোগাযোগ করতে পারেন। বছর ছয়েক আগে আমরা (আমি ও আমার স্ত্রী) যখন আঁলিয়সে ক্লাস শুরু করলাম তখন বারী স্যার ছিলেন আমাদের ক্লাস টিচার। প্রথম ক্লাসে তিনি কোন বাংলা বা ইংরেজি বলেননি। মসিওঁ! জোমাপেল বারী। ভূ ভুজাপেলে কোমো? জো পাল ফসঁ। মজার ব্যাপার হলো আমরা একটু পরে তার কথার সাথে রেস্পন্স করা শুরু করলাম। আজিব কান্ড। আঁলিয়সে আমাদের ছয় মাসের সময়টা ছিল খুবই সুন্দর ও বৈচিত্র্যময়। কোর্সটা শেষ করা হয়ে উঠেনি। ইচ্ছে আছে আবারও সুযোগ পেলে ভর্তি হব। ইনশা'আল্লাহ। তখন আমাদের ব্যাপারটা ছিল পুরোই ফান। ইণ্টারনেটে ফসেঁ পিপলের সাথে চ্যাটও করেছি। এবার ভর্তি হলে ইনশা'আল্লাহ 'দাওয়াতের' নিয়্যতেই ভর্তি হব। আপনারাও আপনাদের অবসর সময়টাকে ফসেঁ শিখে কাজে লাগাতে পারেন।



আরবিঃ

সুবহানাল্লাহ। একটি পরিপূর্ণ ভাষা হলো আরবি। অল্প শব্দে ব্যাপক অর্থবোধক ভাব প্রকাশ করা যায়। কুরআনের ভাষা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষা। জান্নাতের ভাষা। এখনও শিখছি। কুরআনের 'মজা' যদি পেতে চান আরবি আপনাকে শিখতে হবে। খুবই সহজ ভাষা। অনেকে ইণ্টারনেটে কুরআনের আয়াতের অর্থানুবাদ ব্যবহার করে লিখালিখি করে। তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা 'টুল' হবে আরবি শিক্ষা করা। অনেক পাঠক সন্দেহে থাকেন কুরআনের যে অর্থ আরবি না জানা লেখকরা তাদের সামনে পেশ করেন তা মূলের প্রকৃত অর্থ বা কাছাকাছি অর্থ কিনা। অথবা শাব্দিক অর্থ ও ভাবগত অর্থের মধ্যে পার্থক্য আছে কিনা। এসব সন্দেহ থেকে মুক্তি পেতে আরবি ভাষা শিখে ফেলুন। ইনশা'আল্লাহ এক দু' সপ্তাহের মধ্যে আপনি টুকটাক আরবিতে কথাও বলতে পারবেন। এক বছরে আপনি বেশ ভাল দক্ষতা অর্জন করার কথা। জুমার খুৎবা বুঝতে পারবেন। আমার প্রাথমিক শিক্ষাটা হয়েছিল মাদ্রাসা দারুর রাশাদে। ওখানে বড়দের জন্য আরবি শিক্ষার সু্যোগ আছে। ওখানে যখন আমাদের এক বছর ক্লাস শেষ হল, আমাদের ডিনারের দাওয়াত করা হলো। আমাদের উস্তাদরা নিজ হাতে রান্না করেছিলেন আমাদের জন্য। নিজ হাতে পরিবেশন করেছিলেন। এত সুস্বাদু লেগেছিল আজও ভুলতে পারিনা। ভুলতে পারিনা হুযুরদের মহব্বত ও স্নেহকে।



আরবি শিক্ষার জন্য আপনি দু' ভাবে আগাতে পারেন। প্রথমত, মাদ্রাসা দারুর রাশাদে ভর্তি হয়ে যেতে পারেন। মিরপুর সাড়ে এগারতে। মুসলিম বাজারের কাছাকাছি পানির ট্যাঙ্কির পাশে। সপ্তাহে তিনদিন ক্লাস। মাগরিব থেকে এশা পর্যন্ত। দ্বিতীয়ত, যদি আপনার ওখানে ভর্তি হওয়ার সুযোগ না হয়, তবে আপনি কয়েকটি কিতাব কিনতে পারেন। সব মিলে সাড়ে তিনশ, চারশ টাকা দাম হতে পারে। তারপর আপনি আপনার কাছের কোন মাদ্রাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য যেতে পারেন। সব শিক্ষকই কিন্তু আপনাকে বিষয়গুলো পড়াতে পারবেনা। মাদ্রাসায় উপরের ক্লাসে যারা পড়ায় তারা পারবে। মুফতি সাহেব হলে ভাল হয়। অন্তত দাওরা ফারেগ হতে হবে। কিতাবগুলো এইঃ



(১) এসো আরবী শিখি - আবু তাহের মেসবাহ। দারুল কলম প্রকাশনীর।একটা অতুলনীয় বই। যেকোন ভাষা শিক্ষার জন্য এ বইয়ের থিওরি কাজে লাগতে পারে। অদ্ভুত সুন্দর একটা বই। আমার এক কলিগকে দিয়েছিলাম বইটা। সে এটা দেখে নিজে নিজে আরবি শিখে ফেলতেছে। ভাই, আপনারা এ কাজটা কখনো করবেন না। এটা আল্লাহরই একটা নিয়ম যে শুধু কিতাব দিয়ে হবে না, শিক্ষকও লাগবে। এজন্য আল্লাহ রব্বুল য়ালামীন কুরআন নাযিল করেছেন এবং তার শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন।



(২) মিযান ও মুনশা'ইব



(৩) নাহবেমীর - আল কাউসার প্রকাশনী



(৪) ছফওয়াতুল মাছাদির।



কিতাবগুলো সংগ্রহ করুন এবং যেভাবে বললাম সেভাবে আপনার অবসরটাকে কাজে লাগান। এর পূর্বে দু' রাকাত সালাতুল হাযত পড়ে নিন যেন আল্লাহ রব্বুল য়ালামীন আপনার ভাষা শিক্ষার পথে দীর্ঘ সফরকে সহজ ও আনন্দদায়ক করেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।

২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

বিবেকের কথা বলেছেন: ++

৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২৭

মরণের আগে বলেছেন: সুন্দর পোস্ট

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

চিন্তায় আছি বলেছেন: "ছফওয়াতুল মাছাদির" এর ডাউনলোড লিংকটা দিতে পারবেন ?

০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৬

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছফওয়াতুল মাছাদির কিনে ফেলেন। ৫০-৬০ টাকা দাম মাত্র। সবচেয়ে ভাল হয় এসো আরবী শিখি বইটা কিনলে। তিন খন্ড একত্রে পাওয়া যায় এক দেড়শ টাকা দাম নিবে। ডাউনলোড লিঙ্ক আছে কেনা জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.