নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংশ নয়

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:৫১



الحمد لله رب العلمين

والصلوة والسلام علي رسوله الكريم





আল কুরআনে আল্লাহ রব্বুল য়ালামীন বলেন,

ان الله يحب التوابين ويحب المتطهرين (البقرة ٢٢٢)

"নিশ্চয়ই আল্লাহ তায়ালা যারা ফিরে আসে তাদের এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের ভালোবাসেন।"



হাদীসে বর্ণিত আছে,

الطهور شطر الايمان (رواه مسلم)

"পবিত্রতা ঈমানের অঙ্গ।"



য়ালেম ওলামারা বলেন, এখানে الطهرة দ্বারা উদ্দেশ্য পবিত্রতা। পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়। হ্যা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অনেক ভালো য়ামল। সুন্নত য়ামল। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতেন। কিন্তু তা ঈমানের অঙ্গ নয় মোটেই। তো যারা বলেন বা দেয়ালে লিখেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তারা আসলে না জেনেই বলেন। অনেক কাফের, মুশরিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। তাই বলে তারা ঈমানদার নাকি? একজন ঈমানওয়ালা আর একজন কাফির কি কখনও সমান হয় নাকি?



ঈমানের একটা সরিষা দানা পরিমাণও যদি কারো থাকে তবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। সুবহানাল্লাহ। কাফেরতো জাহান্নামেই বিশ্বাস করেনা। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংশ হলে তারাও ঈমানদার হয়ে গেল না? একথা কি সে স্বীকার করবে নাকি যে আমি ঈমানদার! আর যদি আল্লাহ করুন, একথা সে স্বীকার করেই ফেলে আমি ঈমানদার তবে তো সে মুসলমানই হয়ে গেল।



দেখেন ঈমানের কী দামঃ



হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেন, যখন জান্নাতীগণ জান্নাতে ও দোযখীরা দোযখে চলে যাবে, তখন আল্লাহ তায়ালা বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নাও। সুতরাং তাদেরকেও বের করা হবে। তাদের অবস্থা এরূপ হবে যে জ্বলে কালো বর্ণ হয়ে গেছে। অতঃপর তাদেরকে নহরে হায়াতে ফেলা হবে। তখন তারা এমনভাবে বের হয়ে আসবে যেমন ঢলের আবর্জনাতে দানা অঙ্কুরিত হয়ে আসে। তোমরা কি দেখনা যে উহা কেমন সোনালী ও কোঁকড়ানো অবস্থায় বের হয়ে আসে? (বোখারী)



ও হ্যা, পবিত্রতা অর্জন করার নির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন, অযু, গোসল, তায়াম্মুম ইত্যাদি। অন্তরের পবিত্রতা অর্জনেরও কিছু পদ্ধতি আছে। যেমন, হালাল খাদ্য গ্রহণ করা, আল্লাহর যিকির করা ইত্যাদি।



এসব বিষয়ে আরো ভালোভাবে জানতে, বুঝতে চাইলে য়ালেম ওলামা ও আল্লাহওয়ালা লোকদের সংস্পর্শে থাকুন ও অবসরটাকে কাজে লাগান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

মুদ্‌দাকির বলেছেন: ভালো লাগল ++++

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসসালামু য়ালাইকুম। আল্লাহর মেহেরবানীতে আমি ফেসবুক ও সামহো্য়্যার ইন ব্লগে লেখালেখি করি। আমি ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরতে চাই যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেয়। আপনাদের সকলকে পড়ার আমন্ত্রণ রইল।
ডাঃ জহির।

সামহোয়্যারের ঠিকানাঃ
http://www.somewhereinblog.net/blog/drzahirul

ফেসবুকঃ
http://www.facebook.com/dr.zahirul

২| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

মুদ্‌দাকির বলেছেন: আমি আপনাকে অনুসরন করছি, চালিয়ে জান , দায়িত্ব নিয়ে করবেন আশা রাখি, মাশাল্লাহ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.