নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আলহামদুলিল্লাহ। শেষ হলো বিশ্বকাপের যন্ত্রণা।

১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৮



আজকে যেমন আর্জেণ্টিনার পরাজয়ে তোমাদের মুখের হাসি থেমে গেছে, কয়েকদিন আগে যেমন ব্রাজিলের পরাজয়ে তোমাদের মুখের হাসি থেমে গিয়েছিল••••



আমি ভয় করছি, কাল কিয়ামতের দিন তোমাদের মুখের হাসি চিরদিনের জন্য থেমে যায় কিনা।



তোমরা আমার ভাই, তোমরা আমার আর্থমেট, আমার কথা বুঝার চেষ্টা কর। এই যে আমরা কতিপয় আল্লাহর বান্দারা খেলা দেখলাম না, এতে কী আমরা পরাজিত হয়েছি? নাকি তোমরা খেলা দেখে পরাজিত হয়েছ? যে কাজ দুনিয়ায় তোমাদের জয়ী করতে পারে না, তোমরা কিভাবে মনে কর, সে কাজ আখিরাতে তোমাদের জয়ী করবে?



হাদীস শরীফে এসেছে, দুনিয়ায় তোমরা মুসাফিরের মতো থাক।



এ' দুনিয়ায় আমরা মুসাফির। কিন্তু আমাদের আমলে, চিন্তায়, চেতনায় কি মনে হয় আমরা মুসাফির? মনে হয় আমরা আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, তাইনা? কিন্তু না, আমার ভাই, আমার দোস্ত, আমার আর্থমেট, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ৫ টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না।



তোমার জীবনকে তুমি কিভাবে ব্যয় করেছ? যৌবনকাল কিভাবে কাটিয়েছ? অর্থ কিভাবে কামিয়েছ? অর্থ কিভাবে ব্যয় করেছ? অর্জিত জ্ঞান কিভাবে ব্যবহার করেছ?



তো ভাই আপনাদের জ্ঞান দেয়া আমার উদ্দেশ্য না। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বহু বড় বড় ডাক্তার, ইঞ্জিনীয়র, প্রফেসর, গবেষক আছে। আমি তাদের তুলনায় দুগ্ধপোষ্য। কিন্তু দেখেন না, অনেক সময় পথের ছোট ছেলেটা বলে দেয়, "স্যার ও' রাস্তায় যাইয়েন না। সমস্যা আছে।" আমি হলাম ওই ছোট ছেলেটি।



রোযাতো রাখলেন সবই মাশা'আল্লাহ, দেখলাম। কিন্তু এসব খেলার যন্ত্রণা কাঁধে বহন করে রোযার শিক্ষার বিপরীতে গেলেন কেন? আপনি কি জানেন না, আপনাকে নেশাগ্রস্থ করে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনারই ভাই, বোনকে হিংস্র হায়েনারা দেশে দেশে মেরে ফেলবে?



শুনেন, শয়তানকে শয়তান বানাল কে? এর জন্য অন্য কোন শয়তান লাগেনি। ওর নফস বা প্রবৃত্তিই ওকে শয়তান বানিয়েছে। আসুন ভাই, নফসের গোলামী ছেড়ে আল্লাহ রব্বুল য়ালামীনের গোলামী করি। আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের অনুসরণ করি।



কথা দিলাম, ঠকবেন না, ইনশা'আল্লাহ।







পড়ুনঃ



নাস্তিকতা থেকে ধার্মিকতা





ইনশা'আল্লাহ আসিতেছেঃ



বাচ্চাদের জন্য "বর্ণে বর্ণে জ্ঞানশিক্ষা"

আপনার ছেলে, মেয়ে, ছোট ভাইবোন, ভাতিজার জন্য। এটাচড থাকুন।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: খেলাটা আমোদ মাত্র, যদিও আজকাল এটাকে আমোদ কম পয়সার আখড়াই বেশী ।

তবু নাস্তিকতা এখানে দেখি না । বিশ্বের পরাশক্তিরা ভিন্ন ধর্মের সুতরাং খেলায় তাদের প্রভাব থাকবে স্বাভাবিক, তাই নয়কি ?

তাই বলে একে পূর্ণরূপে বজর্ন করা উচিত নয় বলে মনে করি ।

২| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৬

এম এস নিলয় বলেছেন: আচ্ছা এই বিশ্বকাপে সর্বোচ্চ গোল খাইসে কোন দল???
সবচাইতে বেশী গোল খাওয়ার জন্য কোন পুরষ্কার নাই???

সবাই দেখি সেদিন 7UP আর আজকে ২ ম্যাচে Upper 10 এর কথা কইতাসে :/
এইগুলাই কি সর্বোচ্চ গোল খাওয়ার ট্রফি??


ইফতারে 7UP Upper 10 এর সাথে বাংলা খাইয়া লিখসিলেন মনেহয়। মাতালের ধর্ম প্রেম বেশী ;) বুঝি আমরা বুঝি। এক কালে আমরাও ধর্ম প্রেমী ছিলাম আর এরাম মাইনসেরে ধর্মের কথা তাব্লিক কইরা বেড়াইতাম ;)

৩| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৭

এম এস নিলয় বলেছেন: ব্রাজিল প্রেমীরা মাড়া খাইয়া এলা ভং ধরসে। ভালই ;)

৪| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৭

যান্ত্রিক বলেছেন: আসসালামু আলাইকুম জহির ভাই,

মূর্খদের এড়িয়ে আপনার সুন্দর লেখা চালিয়ে যান।

যাঝাকাল্লাহু খাইরান।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৪

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম। আমার আযান আমি দিয়ে যাচ্ছি ভাই। মানুষের অন্তর্মূলে আল্লাহ রব্বুল য়ালামীনই গেঁথে দিবেন। দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সৎ পথ বিচ্যুত না করেন।

ডাঃ জহির।

৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

হেডস্যার বলেছেন:
ভাল লাগলো।

৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:
















+++++++++++











আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.