নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি কুরআনকে

২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩০

যদি তুমি ভাষার সৌন্দর্য্যে বিমোহিত হতে চাও তবে কুরআন পড়।



যদি তুমি ভালবাস কবিতা তবে কুরআনের চেয়ে ভাল ছন্দ আর কোথায় পাবে বল।



যদি গদ্য ভালবাস তবে কুরআনের গদ্য সর্বোৎকৃষ্ট।



যদি ভালবাস ইতিহাস তবে কুরআনে বর্ণিত ইতিহাসের চেয়ে নির্ভুল ইতিহাস আর কে দেবে তোমায় হে ঐতিহাসিক?



হে বিজ্ঞানমনস্ক মানুষ, কুরআনের সাথে যদি তোমাদের বিজ্ঞান কখনো না মিলে তবে কুরআনের বক্তব্য গ্রহণ কর। কারণ আজকের বৈজ্ঞানিক বক্তব্য আগামীকাল ভুল প্রমাণিত হতে পারে কিন্তু কুরআনের বক্তব্যকে বিজ্ঞান কখনো ভুল প্রমাণিত করতে পারবে না।



যদি তুমি হও আইনের ছাত্র তবে কুরআনের আইন গ্রহণ কর। এর চেয়ে উন্নত কোন মানবিক আইন পেরেছে কি অপরাধীকে সংশোধন করতে ও সমাজকে করতে নিরাপদ ও বাসযোগ্য?



যদি তোমার বিষয় হয় অর্থনীতি তবে কুরআনের চেয়ে মানবকল্যাণকামী অর্থশাস্ত্র আর কে শিক্ষা দিয়েছে কবে? কুরআন সুদকে নিষিদ্ধ করেছে ও দান সদকাকে করেছে উৎসাহিত এবং ব্যবসাকে করেছে হালাল।



যদি তুমি হও জেন্ডার সেন্সিটিভ অথবা নারীবাদী এবং চাও নারীর উন্নয়ন তবে কুরআনের চেয়ে জেন্ডার সেন্সিটিভ ও নারীবাদী আর কোন কর্তৃপক্ষ নেই। কুরআনই দিয়েছে নারীকে অগ্রাধিকার, মর্যাদা ও স্বীকৃতি দিয়েছে নারীর স্বভাবজাত দায়িত্বশীলতাকে।



যদি তুমি ভবিষ্যৎবেত্ত্বা হতে চাও তবে কুরআনের ভবিষ্যৎবানীর চেয়ে আর কোন নির্ভরযোগ্য ভবিষ্যৎবানী পারবে না দিতে তোমাকে কোন গবেষক। কুরআনের ভবিষ্যৎবানী এমন যা অবশ্যম্ভাবী।



যদি অদেখা ভুবন সম্পর্কে জানতে চাও তবে কুরআনে বর্ণিত কবর, জান্নাত ও জাহান্নামের ভুবন সম্পর্কে জেনে নাও।



"হে লোকেরা, এ কুরআন তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে তোমাদের জন্য নসীহত হিসেবে, অন্তরের ব্যাধিসমূহের জন্য শেফা হিসেবে এবং যা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত।



হে লোকজন, আল্লাহ তায়ালার এ দান ও মেহেরবানীর ওপর আনন্দিত হও। এ কুরআন মানুষের সঞ্চিত দুনিয়া হতে বহুগুণে উত্তম"। (সূরা ইউনূস, ৫৭ ও ৫৮ নং আয়াত অবলম্বনে)



অতএব তোমাদের মধ্যে যারা কুরআন শিখতে ইচ্ছুক তারা আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ করতে থাক। এজন্য দ্বীনদার, পরহেযগার এবং কুরআন ও সুন্নাহর এলেমওয়ালা ব্যক্তির সোহবত গ্রহণ কর।



হে মানুষ, এখনও কি সময় আসেনি কুরআনকে গ্রহণ করার? কুরআন শেখার ও কুরআন পড়ার?



হে মানুষ, এখনও কি সময় আসেনি অন্ধকারে দীপশিখা প্রজ্জলন করার যে দীপশিখা কখনো নিভে যাবে না?



কুরআন সে তো আলোকউজ্জ্বল প্রদীপ।





পড়ুনঃ



আসমানী কিতাবের পরিচয়



আসমানী কিতাবের পরিচয়

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

হুতুম বলেছেন: খুব ভাল লাগলো, ধনবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.