নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নেক য়ামল

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

নেক য়ামল,

এটি ছোটদের ঈমান শিক্ষার ধারাবাহিক লিখা। আল্লাহ রব্বুল য়ালামীনের অসীম রহমতে ঈমানের অত্যাবশকীয় বিষয়গুলো লিখে শেষ করেছি। আজকে নেক য়ামলের বিষয়গুলো মোটামুটি চূড়ান্ত করলাম। আমার সন্তানকে ঈমান ও য়ামলের বেসিক বিষয়গুলো শিক্ষা দেয়ার উদ্দেশ্যে আমি কিছু নোট লিখেছিলাম। এগুলো আসলে তারই বহির্প্রকাশ। নিজে পড়ার জন্য, নিজ সন্তানকে পড়ানো অথবা দ্বীন প্রচারের কাজে আপনি হয়তো নোটগুলো ব্যবহার করতে পারবেন। আল্লাহ তায়ালা তৌফিক দান করুন। পড়ুনঃ

ছোটদের ঈমান শিক্ষা,

কালিমা তায়্যিবা,

আল্লাহতায়ালার পরিচয়,

ফেরেশতাদের পরিচয়,

নবীদের পরিচয়,

আসমানী কিতাবের পরিচয়,

তাক্বদীরের পরিচয় ও আখিরাতের পরিচয়।



ঈমান



আমরা ঈমান আনি মহান আল্লাহ্তায়ালার একত্ব ও সার্বভৌমত্বের প্রতি এবং তাঁর সকল গুণসমূহের প্রতি, তাঁর ফেরেশতাগনের প্রতি, তাঁর প্রেরিত নবী-রাসুলগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি,

ভাগ্যের ভালমন্দ আল্লাহ্ তায়ালার হাতে এ কথার প্রতি, আখিরাতের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।





নেক য়ামল



এই কথার সাক্ষ্য দাও যে, আল্লাহ তায়ালা ছাড়া কোন মা’বুদ নেই, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল। অতঃপর তোমার রব আল্লাহর সাথে শিরক্ করো না। আল্লাহতায়ালার পরিচয় লাভ কর। তোমার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহ তায়ালার হাতে এই বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হয়োনা। আল্লাহ তায়ালাকে অসন্তুষ্ট করে এক মহূর্তের জন্যও কোন মানুষকে সন্তুষ্ট করতে যেওনা। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে অধিক প্রাধান্য দাও।



রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ কর। রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের জীবনের উদ্দেশ্যকে তোমারও জীবনের উদ্দেশ্য বানাও। রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের দ্বীনের দাওয়াতের মেহনতকে সচল রাখ।



হালাল রিযিক তালাশ কর। হালাল খাদ্য আহার কর। হালাল জিনিস ব্যবহার কর।



আল্লাহ রব্বুল য়ালামীন তোমাকে কম-বেশী যা দেন তাতে সন্তুষ্ট থাক। অপরের পার্থিব সম্পদ, সাফল্যের দিকে ভ্রূক্ষেপ কর না। সম্পদ অর্জনে ততটুকু মনোযোগী হও যতটুকু তোমার প্রয়োজন। প্রয়োজনকে সীমিত কর। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করার পেছনে মূল্যবান জীবন ব্যয় করে শূন্য হাতে কবরে যেও না। পার্থিব খ্যাতির আকাঙ্খা কর না। আল্লাহ তায়ালার কাছে বেইজ্জতি থেকে আশ্রয় চাও ও ইজ্জত প্রার্থনা কর।



নামায কায়েম কর। যাকাত আদায় কর। হজ্ব কর। রমজানের রোজা রাখ। কুরআন হাদীসের এলেম অর্জন কর। এলেম অনুযায়ী আমল কর। নিয়মিত কুরআন পাক তিলাওয়াত কর। সৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ কর। জিহাদ কর। জিহাদের ময়দান থেকে পলায়ন কর না। আল্লাহর রাস্তায় তোমার জান, মাল, সময়কে ব্যয় কর।



আাল্লাহওয়ালা বান্দাদের সাথে সুসম্পর্ক রাখ। আল্লাহভীতি আছে এমন য়ালেম উলামাদের সাথে দ্বীনের ও দুনিয়ার বিষয়াদী নিয়ে পরামর্শ কর। দ্বীনের বিষয়ে ফিতনাহর সৃষ্টি কর না।



শরীয়তের সীমা লঙ্ঘন কর না। যেমন, পর্দা করতে হবে এ বিষয়ে তোমার এলেম অর্জন হওয়ার পর শরীয়তের নির্ধারিত সীমার অতিরিক্ত প্রকাশ কর না।



মা-বাবার খেদমত কর। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ। সকল মাখলুক্বের হক্ব পূরণ কর। ধৈর্য্য ধর। আল্লাহর সাহায্যের আশা কর। গুনাহ থেকে বেঁচে থাক। ইবাদতের সময় নষ্টকারী কোন বদভ্যাসের বশবর্তী হয়ো না। তওবা কর। সকল অবস্থায় আল্লাহর যিকিরে দিল জিন্দা রাখ।



পড়ুনঃ



আমার পরিচয়



আমার পরিচয়



আমার পরিচয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.