নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তওবা করুন

১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

প্রথমত, বর্তমান গুনাহ সমূহ ছেড়ে দিন।



দ্বিতীয়ত, পূর্বের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান



তৃতীয়ত, ভবিষ্যতে গুনাহ করবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ হোন। ভবিষ্যতে পুনরায় গুনাহ হয়ে গেলে যেন পুনরায় তওবা করতে পারেন এজন্য আল্লাহতায়ালার কাছে 'তৌফিক' প্রার্থনা করেন।



এ দু'আটি পড়তে পারেনঃ



استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولاحول ولاقوة الابالله العلي العظيم



"আমার প্রতিপালক আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আমার সমস্ত পাপ থেকে; তাঁর দিকেই আমি মুখ ফেরালাম; সর্বশক্তিমান আল্লাহর সাহায্য ছাড়া কোন কিছু করার শক্তি সামর্থ্য নেই।"



মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা করার সুযোগ আছে। কিয়ামতের কিছু নির্দিষ্ট আলামত প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত তওবা করার সুযোগ আছে।



গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতে হয়। কারণ আমরা জানি না পরমুহূর্তে বেঁচে থাকব কিনা।



পড়ুনঃ



Click here



পড়ুনঃ



সূরা আল-আনয়াম

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.