নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখীর কথা

[email protected]

দুখী মানব

[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।

দুখী মানব › বিস্তারিত পোস্টঃ

রাজকান্দিঃ লুকানো রাজ্য

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩১

গুগল আর্থে রাজকান্দি রিজার্ভ ফরেস্টের স্যাটেলাইট ইমেজ দেখে বেশ কিছুক্ষন হতবম্ব হয়ে বসে রইলাম। সিলেট অঞ্চলে এখনো এত ঘন বন থাকতে পারে আমার বিশ্বাস হচ্ছিল না। গুগল আর্থে রুট সম্পর্কে মোটামুটি একটা ধারনা নিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে বেড়িয়ে পড়লাম আমি আর শিহাব ভাই। কমলাপুর থেকে স্ট্যান্ডিং টিকেট কেটে উপবনে চড়ে বসলাম-আমাদের গন্তব্য শ্রীমঙ্গল।

রাত ৩টায় আমরা নেমে পড়লাম শ্রীমঙ্গল স্টেশনে। আমার খুব প্রিয় একটি স্টেশন। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই প্ল্যাটফর্মের সাথে।

৩ঘন্টা ঝিমিয়ে কিছুটা চাঙ্গা হয়ে নিলাম। পূবের্র আকাশ ফিকে হয়ে আসতেই চা খেয়ে পথে নেমে গেলাম সিএনজির খোঁজে।

আমাদের ভাগ্য ভালই ছিল বলতে হবে। খুব সহজেই একটি সিএনজি পেয়ে গেলাম। ভোর ৬টায় রওনা দিয়ে কিছুক্ষনের মধ্যেই আমরা লাউয়াছড়ার পাশের মেইন রোডে উঠে গেলাম। এখানে এসে সবুজ প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিব না তাই কি হয়? সিএনজি থামিয়ে নেমে পড়লাম পিচ ঢালা রাস্তায়। দুপাশে সবুজ শ্যামল স্নিগ্ধ বনরাজি। অজস্র পাখির কিচিরমিচির, ভোরের শিশির আর শীতল কুয়াশার মাদকতাময় আবেশে বেশকিছুক্ষন স্বপ্নময় পথে হেঁটে গেলাম। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। আমাদের চোখের সামনেই ধুকে ধুকে মারা যাচ্ছে লাউয়াছড়া।



একবুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে আবার সিএনজিতে উঠে বসলাম। কমলগঞ্জ শ্রীপুর হয়ে যখন রাজকান্দি রিজার্ভ ফরেস্টের আদমপুর বিটে পৌছালাম তখন ঘড়িতে সকাল সাড়ে ৮টা। বাজারে চা নাস্তা খেতে খেতে স্থানীয় লোকজনের সাথে আড্ডা দিয়ে জানতে পারলাম আদমপুর বিট রাজকান্দি রেঞ্জের অংশ হলেও অপেক্ষাকৃত নতুন আর মূল অংশটি এখান থেকে বেশ কিছুটা দূরে কুরমা বিজিবি চেকপোস্টের কাছে। সেই বন অনেক গভীর আর একটি অপূর্ব সুন্দর পাহাড়ী ঝর্না আছে। এটা শুনেই মন খুশিতে নেচে উঠল। আদমপুরের বিট অফিসার মিজান ভাই বেশ অমায়িক আর আমুদে লোক। আদমপুর থেকে কুরমা ট্রেক করব শুনে উনি বেশ অবাক হলেন তবে রাস্তা চিনিয়ে দিয়ে খুব উপকার ও করলেন। আমি আর শিহাব ভাই সকালের ঝলমলে রোদে ট্রেকিং শুরু করলাম। কিছুক্ষনের মধ্যেই আমরা বাঘাইছড়ি চা বাগানের ভিতর ঢুকে গেলাম। ছায়া গাছ গুলোর কোমল হাওয়ার স্পর্শ আর সবুজ চা বাগানের দৃশ্য শরীরের সব ক্লান্তি দূর করে দিচ্ছিল।



প্রায় ১০টার দিকে আমরা কুরমা বাজার পৌছলাম। আমাদের ঘিরে একটা জটলা হয়ে গেল। আমাদের কাধের বিরাট ব্যাকপ্যাক আর ট্রেকিং এর বেশভূষা দেখে তারা নানা রকম প্রশ্ন করতে লাগল।

ঐ জায়গায় আমরা কেন যেতে চাই?

ওখানে তো কেউ যায় না।

তারাই যেতে সাহস পায় না।

আমরা আত্মহত্যা করতে ওখানে যাচ্ছি কিনা এমন প্রশ্ন ও একজন করল।



হাসি মুখে তাদের থেকে বিদায় নিয়ে আবার ট্রেকিং শুরু করলাম আমরা দুজন। পিছনে আমাদের নিয়ে বাজারে জোর জল্পনা কল্পনা চলছিল। ৪৫মিনিটের মধ্যেই আমরা চাম্পারাই টি স্টেটে চলে আসলাম। ১৯১০সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই অপূর্ব সুন্দর চা বাগানটি।

চা বাগানের শেষ প্রান্তে আদিবাসিদের ছোট্ট একটি পাড়ায় পৌছালাম আমরা ১১টার । ছবির মত সুন্দর কলাবাগান পারা। পারার ঠিক পিছন থেকেই সবুজ পাহাড়ের সাড়ি স্তরে স্তরে উঠে গেছে। পাশেই ভারতের ত্রিপুরা রাজ্য। ১৫-১৬ বছরের মিন্টু আমাদের পথ দেখানোর জন্য রাজী হয়ে গেল। উঁচু নিচু টিলা পথে আমরা বনে ঢুকে গেলাম।





তেজী সূর্যের কিরন তখন আমাদের জ্বালিয়ে দিচ্ছিল। মিন্টু বারবার আমাদের তাড়া দিতে লাগল। কিন্তু আমরা বেশ আরাম আয়েশ করে ট্রেক করছিলাম।

মিন্টু বলল, দাদা সন্ধ্যার আগে আমাদের পারায় ফিরতে হবে। একটু পা চালায় হাঁটেন।

মিন্টুর চোখে মুখে অস্থিরতা দেখে ভয়ঙ্কর কথাটা তাকে বলেই ফেললাম।

মিন্টু, আমরা আজকে ফিরব না।

ফিরবেন না মানে? কোথায় থাকবেন?

কেন বনে থাকব ঝর্নার পাশে?

মিন্টু খুব ভয় পেয়ে গেল। ওকে দেখে মনে হল এমন গাঁজাখুরি কথা সে জীবনেও শুনেনি। মিন্টু বুঝি আমাদের পাগলই ভেবে বসল। ভীত গলায় বলল,

বনে কোথায় থাকবেন দাদা? যখন তখন বৃষ্টি পড়ে এখানে। ভাল্লুক ও আছে।

আরে চিন্তা কর না। আমাদের কাছে তাঁবু আছে, চাল ডাল আছে। রান্না করব, ঝিড়িতে মাছ ধরব। অনেক মজা করব। তুমিও থেকে যেও আমাদের সাথে।

মিন্টু এবার পারলে কেঁদে দেয়। দাদা শিবের কিড়া কেটে বলছি, এটা খুব খারাপ জায়গা। এখানে অনেক বিপদ। সন্ধ্যার পর এখানে কেউ থাকে না। আমি থাকতে পারব না দাদা। মাফ করে দিবেন। ঘরে আমার মাই একা আছে।

এরপর আর মিন্টুকে সামনে নিয়ে যাওয়া গেল না। মাঝপথ থেকেই সে চলে গেল।আমি আর শিহাব ভাই আবার আপন মনে বনের বন্য সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে লাগলাম। যে দিকে চোখ যায় শুধু বাঁশ আর বাঁশ। পুরো ট্রেইন ভর্তি বাঁশ পাতা আর কাটা বাঁশ। বনে বিরাট বিরাট গাছ দেখে খুব ভাল লাগল। এখনো কাঠচোরেরা এই বনটাকে সাবাড় করে দেয়নি ভেবেই অবাক হচ্ছি। ঘন্টা দুই ট্রেক করে আমরা একটি ঝিড়িতে এসে পড়লাম। অপূর্ব সুন্দর সেই ঝিড়ি। ছায়াময় দুপাশে পাহাড় দিয়ে ঘেড়া সেই ঝিড়ি। হঠাত্‍ করেই পুরো ট্রেইলটা ঠান্ডা হয়ে গেল। অসংখ্য পাখির কলকাকলিতে মুখরিত ঝিড়ি। ঝিড়ির ঠান্ডা পানি ধরে আমরা আপ স্ট্রীম ধরে ট্রেক করা শুরু করলাম।





পুরো ঝিড়ি পথে বড় বড় পাথরের বোল্ডার। হঠাত্‍ করেই পাহাড়ের খাঁজ থেকে চঞ্চলা কিশোরীর মত ফুটে উঠল হাম্মাম জলপ্রপাত। চারদিক দিয়ে পাহাড় ঘেরা ছোট্ট একটু ফাকা জমি আছে পাশে। প্রায় ৭০ফিট উপর থেকে পানি ধারা নীচে নেমে আসছে। ক্যাসকেডের সামনে বিশাল বিশাল কয়েকটি বোল্ডার যেন পাহাড়া দিচ্ছে প্রকৃতির এই সম্পদকে। নানা রকম পোকা অর ঝিঁঝিঁর ডাকে পুরো খাঁজটা টটস্ত।আমাদের সাড়া পেয়ে কয়েকটি কাঠবিড়ালি তিড়িং বিড়িং করে পালিয়ে গেল।



প্রকৃতির এই খেলা দেখে সারাদিনের ক্লান্তি ভুলে গেলাম। নতুন উদ্যোমে আমরা ক্যাম্প সাজানোর রসদ পেয়ে গেলাম। শিহাব ভাই শুকনো কাঠ যোগার করতে লাগল, এই ফাঁকে আমি টেন্ট খাটানোর জায়গা পরিষ্কার করে শুকনো পাতার কুশন বানিয়ে টেন্ট সেটআপ করে ফেললাম। বৃষ্টির দিনে শুকনো কাঠ খুঁজে পাওয়া খড়ের মধ্যে সুঁই খুঁজে পাবার মতই প্রায় অসম্ভব একটা কাজ। ভিজে থাকা ড্যাম্প কাঠ আর বাঁশ দিয়ে আগুন জ্বালানো টা যে কি রকম কষ্টকর ছিল বলে বুঝানো যাবে না। এদিকে দিনের আলো নিভে যাচ্ছে আর সারাদিনের অভুক্ত পাকস্থলিতে ছুঁচোরা ডনবৈঠক মারছে।

জীবনে শ্রেষ্ঠ খিচুরি টা মনে হয় সেদিনই খেয়েছিলাম আমরা। সূর্য ডুবে গেলে জঙ্গল জেগে উঠে জিম করবেটের এই কথাটার প্রমান দিতেই বুঝি হঠাত্‍ করেই পুরো রাজকান্দি জেগে উঠল। চেনা অচেনা নানারকম আওয়াজে খুব অস্বস্তি হচ্ছিল। নিকষ কালো অন্ধকারে পাহাড়ী খাঁজটা ডুবে গেলে অন্য রকম এক আতঙ্ক এসে ভর করল আমাদের উপর। আমরা যেখানে আছি তার কিছুটা দূরেই বিএসএফ এর ক্যাম্প। আসার সময়ই তাদের টিনের চালা গুলোর ঝলকানি দেখেছিলাম।





আমাদের ক্যাম্প ফায়ারের আলো লক্ষ করে যদি তার টহল দিতে আসে, কি হবে?

কাঠ চোরাকারবারি রা যদি ভেবে বসে তাদের উপর স্পায়িং করতে আমরা এসেছি?

কিছু তো বলার ও সুযোগ পাব না। তার আগেই গলা আর ধড় আলাদা করে দিবে।

এটা ভাবার সাথে সাথেই মনে হচ্ছিল কেউ পাহাড়ের উপর থেকে আমাদের লক্ষ করছে। হঠাত্‍ করেই জঙ্গল অস্বাভাবিক ভাবে শান্ত হয়ে গেল।

আতঙ্ক আর সময় কাটানোর জন্য আমরা জাল বুনে ঝিড়িতে চিড়িং মাছ ধরতে লাগলাম। এক সময় ব্যাপারটা নেশার মত হয়ে গেল।টর্চের আলোয় চিংড়ির চোখ জ্বলে উঠলেই জাল দিয়ে ঘাত মারো।



আগুন জ্বালানো টাও খুব মজাদার একটা খেলা ছিল। মাঝরাত পর্যন্ত আগুন নিয়ে খেলা করে এক মগ কড়া ব্ল্যাক কফি খেয়ে শুতে চলে গেলাম।

টেন্টে ঢোকার আগে আকাশের দিকে তাকালাম। আকাশে একটাও তারা নেই। রাতে বৃষ্টি পরবে।



সারাদিনের পরিশ্রম আর খাটুনির ফলে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাই নি। রাত প্রায় ৩টার দিকে শুরু হল বজ্র বৃষ্টি সাথে তুমুল বাতাস। বাতাসের তোড়ে টেন্টের উপরের কভারের একটি ফ্ল্যাপ ছুটে গেল। সাইডের নেট দিয়ে পানির ছিটে স্লিপিং ব্যাগ ভিজিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে ফ্ল্যাপ লাগিয়ে আবার মড়ার মত ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল ৮টায়। ক্যাম্পের সব গুছিয়ে, প্লাস্টিকের প্যাকেট সহ সব লিটারিং প্যাক করে আমরা ফেরার জন্য রওনা দিলাম। মাঝপথে মিন্টু আর পারার একজন বয়স্ক লোক সাথে দেখা হয়ে গেল তারা আমাদের খোঁজেই আসছিল। পুরো গ্রাম নাকি আমাদের জন্য চিন্তায় রাতে ঘুমাতে পারে নাই। তাদের ব্যবহারে উষ্ণতা আমাদের ছুঁয়ে গেল। ঝিড়ি ধরে ধরে আমরা এগিয়ে গেলাম পারার দিকে।পারার সবাই আমাদের দেখে খুব খুশি হল। তাদের সরলতা দেখে ক্রমেই মুগ্ধ হচ্ছিলাম। আবার চাম্পারাই হয়ে কুরমা ট্রেক করলাম। বাস দিয়ে বিকেলেই পৌছে গেলাম শ্রীমঙ্গল। সেখান থেকে রাতে ঢাকা।







এমন অসাধারন একটি ট্রিপের জন্য আমি শিহাব ভাইয়ের কাছে কৃতজ্ঞ। উনি না থাকলে এই নির্জন পাহাড়ী বন্যতা এভাবে হয়ত উপভোগ করতে পারতাম না।



ছবিঃ চৌধুরী শাহ্ আহমেদ শিহাব।



একটা অনুরোধ থাকবে... যেখানেই যান, পরিবেশের দিকে খেয়াল রাখবেন... যেখানে সেখানে পলি ব্যগ ও ড্রিঙ্কস এর বোতল ফেলবেন না...আসলে কোন কিছু না ফেলাই ভাল... কস্ট করে ডাস্টবিন এ ফেলুন বা ময়লা যেখান থেকে সরিয়ে নেয়া হয় এমন জায়গায় ফেলুন... আমরা সধারনত ময়লা ফেলার জন্য নিজেরা ব্যগ সাথে নেই, সব একত্র করে পরে ডাস্টবিনে ফেলি... আশা করি ভ্রমন বিলাসীরা মনে রাখবেন... ভ্রমন শুভ হোক..

মন্তব্য ১৪৪ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪২

আশিক হাসান বলেছেন: অসাধারন অনূভুতি । সে কতদিন হল পাহাড়ের রোমান্চ থেকে বন্চিত । আপনার বর্ননা আবার আমাকে সেই পাহাড়ে কাটানো কত আনন্দ আর রোমান্চকর স্মৃতির কথা মনে করিয়ে দিলো।

ধন্যবাদ অভিযানের গল্পটি শেয়ারের জন্য ।
প্রি্য়তে রেখে দিলাম।

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩২

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪২

ইমন জুবায়ের বলেছেন: মুগ্ধ +++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই

৩| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

সুরঞ্জনা বলেছেন: অপূর্ব!!!! ফেঞ্চুগঞ্জ সার কারখানার ভিতরে একটি ফলের বাগান করেছে। চারিদিকে পাহাড় ঘেরা। দুর্লভ প্রজাতির সব ফলের গাছ। অপরুপ সুন্দর একটি জায়গা। কিন্তু সর্ব-সাধারনের প্রবেশ নিষেধ। সার-কারখানার কেউ যদি জানা-শোনা থাকে তবে যেতে পারেন। সুরমা ভ্যালি।

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০৬

দুখী মানব বলেছেন: অবশ্যই যাব আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

আর.এইচ.সুমন বলেছেন: অসাধারণ একটা কাজ করেছেন ভাই :)

আপনাদের জন্য শুভকামনা :)

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১৩

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫২

রাইসুল জুহালা বলেছেন: আপনি বা আপনার শিহাব ভাই, ক্যামেরায় যেইই ছিলেন, দারুন সব ছবি তুলেছেন। হাতে যদি একটা ভিডিও ক্যামেরা থাকত আপনাদের, একটা দুর্দান্ত ডকুমেন্টারি বানিয়ে ফেলতে পারতেন। বর্ননাটাও খুব প্রাঞ্জল হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল জুহালা বলেছেন: বিশেষভাবে বলতে হয় শেষ থেকে দ্বিতীয় ছবিটার কথা।

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১১

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

র হাসান বলেছেন: অসাধারন! এটা বাংলাদেশ-ট্রাভেল-এসিসটেন্সে কখন দিবেন? আপাতত আমি বরং ছবিগুলো দিয়ে দেই! ছবিগুলো কি আমাকে একটা মেইল করে দিতে পারেন??

বাংলাদেশ-ট্রাভেল-এসিসটেন্সে কি আপনার রেজিষ্ট্রেশন করা আছে? না থাকলে করে আইডিটাও দিয়ে দিবেন। আপনার ক্রেডিটে এটা পাবলিশ করে দিব।

(অটো অনুমতি দেয়া আছে ধরে নিলাম! :) )

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

দুখী মানব বলেছেন: খুব তাড়াতাড়ি পোস্ট করে দিব।
ছবি গুলো আপাতত banglatrek.org এর কপিরাইটকৃত।
অন্য কোথাও পাবলিশ করলে যথাযত ক্রেডিট দিলেই হবে। আবার ও ধন্যবাদ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

রাব্বি ! বলেছেন: ফেরার পথে যে ভাল্লুক তাড়া করেছিল এইটা চেপে গেলা কেনো?

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫২

দুখী মানব বলেছেন: মানুষকে অযথা ভয় দেখানোর কি দরকার। আমাদের সাথে মধুর চাক ছিল তাই ভাল্লুক হামলা করসিলো। একটা হালুম হুংকার ছাড়তেই পালাইসে /:) /:)

৯| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

শব্দহীন জোছনা বলেছেন: ব্যাপক রোমাঞ্চিত হলাম । এক কথায় অসাধারন।


ঝর্না টা তো বড়ই সৌন্দর্য :) :)

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২০

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৫

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: খুব ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২২

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৮

গুরুজী বলেছেন: +++++

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৩

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ গুরুজী

১২| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৭

রাতুল রেজা বলেছেন: প্রিয়তে রাখলাম। যাক আরেকটা যায়গার সন্ধান পেলাম। আজ রাতে বান্দরবন যাচ্ছি। তিন্দু, রেমাক্রি দেখবো। আপনার দেয়া যায়গাটা হবে আমার পরবর্তি গন্তব্য। অনেক ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫০

দুখী মানব বলেছেন: হাহাহা। হ্যাভ এ এডভেন্চারাস জার্নি

১৩| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৭

িনদাল বলেছেন: সময় পেলে ট্রাই মারবো

২৩ শে জুন, ২০১১ দুপুর ১২:২৪

দুখী মানব বলেছেন: হ্যাভ এ এডভেন্চারাস জার্নি

১৪| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪২

শারমিন আসমা বলেছেন: মুগ্ধস্য মুগ্ধ!


যাতি মুঞ্ছায়, তবে ভাল্লুক কি আসলেই খেদানি দিছিলো?

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৪

দুখী মানব বলেছেন: আমাদের সাথে মধুর চাক ছিল তাই ভাল্লুক হামলা করসিলো। একটা হালুম হুংকার ছাড়তেই পালাইসে :-<

১৫| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

মুসাফির... বলেছেন: অসাধারন! রোমাঞ্চিত ! শিহরিত! অভিভুত!!!!

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১০

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০১

দ্যা ডক্টর বলেছেন: অসাধারণ বর্ণনা, সালেহিন। জায়গাটা দেখেই যেতে ইচ্চে করছে।

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯

দুখী মানব বলেছেন: আপনে দেশে আসলে যামু নে। :#) :#)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১১

ত্রিনিত্রি বলেছেন: +++++++++

প্রিয়তে রাখলাম! যদি যাওয়া হয়!

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০০

দুখী মানব বলেছেন: ধন্যবাদ

১৮| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১৮

জামিনদার বলেছেন: অনেকদিন পর++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৪

দুখী মানব বলেছেন: এই তো জামিনদার ভাই। কেমন আছেন?

১৯| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৪

চিকন আলি বলেছেন: ঝর্ণাটা অসম্ভব রকম সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৬

দুখী মানব বলেছেন: আসলেই

২০| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৪

আসিফ মুভি পাগলা বলেছেন: মৃদুল ভাইয়ের কাছে রাজকান্দির কিছু কাহিনী শুনতেসিলাম । আপনার থেকে ডিটেইল শোনা লাগবে । অনেকদিন পর আবার ভ্রমণকাহিনী লিখলেন :)

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০২

দুখী মানব বলেছেন: ২৮ তারিখে সবাই যাচ্ছে।

২১| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: চাদনী রাতে নিশ্চয় অনেক মজা হবে। দেখি বন্ধুবান্ধবদের রাজী করাতে পারি কিনা।

০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১২

দুখী মানব বলেছেন: হুমম চাঁদনী রাতে নিশ্চয়ই আরো অনেক বেশী মজা হবে। কেমন আছেন শূন্যদা?

২২| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: প্রথম পড়ামাত্রই কমেন্টাইতে ইচ্ছা করসিলো, কিন্তু একটা কাজ পড়ে যাওয়াতে করা হয়ে উঠেনি | সত্যি, পিকটোরিয়াল বর্ণনা আর চমৎকার সব ছবি ।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৪

বাল্যবন্ধু বলেছেন: আমিও যাইবার চাই।

০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৩

দুখী মানব বলেছেন: আমিও যাইবার চাই

২৪| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৯

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার বর্ণনা। মুগ্ধ হয়ে গেলাম...

০৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪

দুখী মানব বলেছেন: :D :D :D

২৫| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৪

শূণ্য উপত্যকা বলেছেন: ভাল। আপনি সুখে আছেন বুঝতে পারছি। ভাল আজেন তো?

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৮

দুখী মানব বলেছেন: এই তো ভাই, আছি আর কি...

২৬| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ২:৫৭

দ্যা ডক্টর বলেছেন: এমন একটা পাহাড়ী খাল ধরে ট্রেক করার চিন্তা করছি যেটায় সবসময় হাঁটু পানি থাকে তবে সাডেন ফ্লাড হলে ভয়ংকর রূপ ধারণ করে।
২২° ৪১' ১০" উ __ ৯১° ৫৬' ০৫" পূ থেকে উত্তরপূর্বে একটু গুগল করে দেখেনতো জায়গাটা পচন্ত হয় কিনা?
পছন্দ হলে আমি আসলেই একটা ট্রেক হয়ে যাবে :)

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৮

দুখী মানব বলেছেন: যাব

২৭| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ৩:১৮

ফাহাদ চৌধুরী বলেছেন:
ছবি আর বর্ননা দুই মিলিয়ে অসাধারন উপস্থাপন!!

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪২

দুখী মানব বলেছেন: ধন্যবাদ ভাই

২৮| ০৮ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:০৯

পয়গম্বর বলেছেন: মন ছুঁয়ে যাবার মতো বর্ণনা হয়েছে। প্রিয়তে রেখেছি।

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৯

দুখী মানব বলেছেন: ধন্যবাদ

২৯| ০৮ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৫

অনিন্দিতা_একা বলেছেন: আর রাতের বেলা যে কে যেন টর্চ মারল? ওইটাও লিখনাই ঃ)

" হঠাত্‍ করেই পাহাড়ের খাঁজ থেকে চঞ্চলা কিশোরীর মত ফুটে উঠল হাম্মাম জলপ্রপাত।"

এই লাইনটা বেশ পছন্দ হইছে ;) :P :P

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৭

দুখী মানব বলেছেন: খ্যাক। সব কিছু কি আর লিখা যায়?

৩০| ০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: :( :( :(( :(( :(( :(( :((

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৯

দুখী মানব বলেছেন: কান্দেন কেন ভাই? :( :( :(

৩১| ০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৯

সুরঞ্জনা বলেছেন: আগের দেয়া তথ্যে ভুল ছিলো। ওটা ফেচুগঞ্জ সার-কারখানা নয়। ওটা শাহজীবাজার সার-কারখানায়। নাম ফ্রুটস ভ্যালি।

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২২

দুখী মানব বলেছেন: সময় করে চলে যাব আপু :)

৩২| ০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৫

শায়েরী বলেছেন: +++++++++

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩০

দুখী মানব বলেছেন: :) :) :) :)

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৮

জুন বলেছেন: দারুন সুন্দর ছবি দুঃখী আর বর্ননা ও তেমন সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০১

দুখী মানব বলেছেন: :D :D :D
কেমন আছেন আপু?

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩১

নীরব 009 বলেছেন: বন্য অনুভূতি নিয়েই বিশ্ববিদ্যালয়ের অনার্স লাইফের ৫ বছর পাড় করলাম।বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়েও আপনাদের মতো ক্যাম্প ফায়ার করা কিম্বা টেন্থ এ রাত কাটানো সম্ভব হয়নি, সেদিক দিয়ে আপনারা অনেক ভাগ্যবান।সিলেট বিভাগে লাউয়াছড়া ছাড়াও সাতছড়ি ন্যাশনাল পার্ক, রেমা কালেঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চয়ারী, খাদিম নগর ন্যাশনাল পার্ক প্রভৃতি তাদের ন্যাচারালন্যাস হারালেও তাদের প্রাকৃতিক সৌন্দর্য বিন্দুমাত্র কমেনি।সুযোগ করে আবার আসবেন।


শুভ কামনা রইল।ভাল থাকবেন।

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৩

দুখী মানব বলেছেন: ইনশাল্লাহ। আপনিও ভাল থাকবেন :)

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৯

তারানা_শব্দ বলেছেন: ভাবতেই গর্ব হচ্ছে যে আমি তোর দোস্ত !!! :D

লেখাটা খুব ভালো লাগসে, ছবিগুলা অপূর্ব...পড়তে পড়তে মনে হইসে তোদের সাথে আমিও চলে গেসিলাম ঐখানে..

ক্রিটিসিসম এর কিছু পাই নাই রে :((

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩২

দুখী মানব বলেছেন: তারু এই প্রথমবার মনে হয় তুই আমার প্রশংসা করলি :D X( X( X(

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৯

সকাল রয় বলেছেন:
খুব সুন্দর লাগলো।
কেমন আছেন?

০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ সকাল ভাই

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
ওখানে তো কেউ যায় না।
তারাই যেতে সাহস পায় না।
আমরা আত্মহত্যা করতে ওখানে যাচ্ছি কিনা এমন প্রশ্ন ও একজন করল।



হুম!!! মজা পেলাম!!!

আপনারা দুজন গেলেন!অথচ একটা ছবিতে দুজনকেই দেখা যাচ্ছিল। তাহলে যে ছবি তুলল সেই তৃতীয় ব্যাক্তিটি কে?? ঐ বাচ্চাটি??



খুব ভালো লাগল!!!:)

০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২

দুখী মানব বলেছেন: খুব ভাল প্রশ্ন। বনের গভীরে প্রবেশ করার পর থেকে আমরা দুজন একাই ছিলাম। সাথে তৃতীয় কেউ ছিল না। আমাদের দুজনের একসাথের ছবিগুলো ট্রাই পড আর সেলফ টাইমার ব্যবহার করে তুলেছিলাম। অনেক ধন্যবাদ

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: এ মাসের শেষের দিকে সিলেট যাচ্ছি।কিন্তু এইখানে ভ্রমনে যাওয়া হবেনা নিশ্চয়ই।তাই আপনার পোষ্ট পড়েই সন্তুষ্টি নিলাম। :)

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫২

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: দিলেন তো লোভ ধরায়। রাজকান্দি যাওয়ার জন্য কানতেছি। :#)

সুন্দর একটা স্পট। ঐদিকে গেলে ঘুরে আসা যাবে।

আছেন কেমন দুখী ভাই? :)

১১ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৯

দুখী মানব বলেছেন: আছি ভাল। আপনি কেমন? :)

৪০| ১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১১

রেজোওয়ানা বলেছেন:
দারুন, রোমাঞ্চকর, অসাধারণ.......আর কি কি বলা যায় চিন্তা করছি।

"টর্চের আলোয় চিংড়ির চোখ জ্বলে উঠলেই জাল দিয়ে ঘাত মারো"......এ জায়গাটে পড়ে খুব লোভ হচ্ছে যাবার জন্য!!

১১ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩২

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ আপু। চলে যান সময় করে। অনেক সুন্দর জায়গা

৪১| ১১ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
এমন ভাবে ছবি আর বর্ননা দিলে , যেন নিজের চোখেই সব দেখলাম।

খুব ভালো লেগেছে দুখি :)

১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৯

দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ জিসান ভাই। আছেন কেমন?

৪২| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৯

পাপতাড়ুয়া বলেছেন: আমারে নিলেই পারতেন লগে!


ভ্রমণ কাহিনী গুলোর আড়ষ্টতা ছুঁতে পারে নাই আপনার কীবোর্ড!

০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৬

দুখী মানব বলেছেন: পরেরবার নিয়ে যাব

৪৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৫

পয়গম্বর বলেছেন: দুখী মানব ভাই, বগা লেক যাব খুব শীঘ্রই, যদি রুমার হোটেল হিলটনের মালিকের কন্ট্যাক্ট নম্বরটা দিতেন, বড়ই উপকৃত হতাম। বেশ বড় একটা গ্রুপ আমরা যাবার প্ল্যান করছি, আগে থেকেই তাহলে রুম বুক করে রাখতাম। আমার ই-মেইল আই.ডি টা দিচ্ছি:
[email protected]

০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৯

দুখী মানব বলেছেন: কতদিন পর দেখলাম। সরি ভাই :(

৪৪| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:২১

সৌম্য বলেছেন: কঠিন হইছে দুখি। মাথা খারাপের মতো জটিল।
তোমার লগে আলীকদম যাবার প্ল্যান করছিলাম, যে কারনেই হোক ঐটা হয় নাই। এই শুক্রবার যাইতাছি, লামা-আলী কদম। কেভের মধ্যে থাকবো, আর রক ক্লাইম্বিং হবে। যাইবা নাকি?

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৯

দুখী মানব বলেছেন: কেমনে কি :||

৪৫| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৯

শোশমিতা বলেছেন: আমি সিলেটে থাকি কিন্তু আপনার মতো ঘুরে দেখা হয়নি :(
ভ্রমনের ছবি, বর্ননা চমৎকার!

শুভ নববর্ষ :)

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৬

দুখী মানব বলেছেন: শুভ নববর্ষ :)

৪৬| ১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

জিসান শা ইকরাম বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০২

দুখী মানব বলেছেন: শুভ নববর্ষ :)

৪৭| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: দুখী ভাই আপনাকে আমি খুজছিলাম। মোবাইল নাম্বার কি চেন্জ করছেন নাকি? করলে নতুন নাম্বারটা দিয়েন। ইমেইল এ।

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৫

দুখী মানব বলেছেন: নারে ভাই। আমার একটাই নাম্বার। কিন্তু নেটওয়ার্কে থাকিনা :(

৪৮| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: কোথায় আছেন এখন?

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৩

দুখী মানব বলেছেন: এখন বাসায় :)

৪৯| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩১

অতি সাধারন বলেছেন: চমৎকার

২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:২৭

দুখী মানব বলেছেন: :) :)

৫০| ০৫ ই জুন, ২০১১ রাত ৯:০৬

কাদা মাটি জল বলেছেন: প্রেমে পড়ে গেলাম।
যদিও না বলে পারছিনা, এরকম জায়গা গুলোর কথা যত কম লোক জানে ততো ভালো।
প্রিয়তে।

০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৪

দুখী মানব বলেছেন: একমত

৫১| ০৬ ই জুন, ২০১১ রাত ১:৫০

শায়েরী বলেছেন: ++

০৯ ই জুন, ২০১১ রাত ১২:৫০

দুখী মানব বলেছেন: :) :)

৫২| ০৭ ই জুন, ২০১১ দুপুর ২:০৭

ইষ্টিকুটুম বলেছেন: গত রাতে ত্রিনিত্রি'র হরর গল্পটা পড়ে আজ আপনার লেখাটা পড়তে ছুটে এলাম।

ভালো লাগলো। ++++ :D

০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩

দুখী মানব বলেছেন: :) :)

৫৩| ১০ ই জুন, ২০১১ সকাল ১০:৩৫

স্নিগ্ধ গাংচিল বলেছেন: অসাধারণ ভাই...আমি অত্যন্ত ভাগ্যবান যে এর পরের বার আপনার সাথে এই রোমাঞ্চকর জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল । আরো বেশি ট্রেকিং করেন এই প্রত্যাসায় আছি... :)

১১ ই জুন, ২০১১ রাত ১০:০৮

দুখী মানব বলেছেন: তাই নাকি? :#) :#)

৫৪| ১২ ই জুন, ২০১১ রাত ১০:২২

ইলুসন বলেছেন: ত্রিনিত্রি আপুর একটা গল্পে এটার লিঙ্ক পেলাম, গল্প পড়ার আগেই তাই আপনার লেখাটা পড়ে নিয়েছিলাম। কিন্তু আপনার এখানে কমেন্ট করার পরেই দেখলাম কমেন্ট আর পোস্ট হচ্ছে না। সামু কি কারণে যেন অফলাইন হয়ে গেছে। অনেক বড় কমেন্ট লিখেছিলাম, আবার পুরোটা লিখতে হচ্ছে। শ্রীমঙ্গলে গিয়েছিলাম তবে রাজকান্দি বা হাম্মাম ঝরণা দেখা হয়নি। আপনার বর্ণনা শুনে আবার যেতে ইচ্ছে করছে! ভ্রমণ কাহিনী সাধারণত খুব বোরিং হয় তবে আপনার বর্ণনা ভাল হয়েছে, বিশেষ করে জঙ্গলে রাত কাটানো আর বৃষ্টির বর্ণনা পড়ে সত্যি খুব মজা পেয়েছি।

১৬ ই জুন, ২০১১ রাত ১:০৪

দুখী মানব বলেছেন: একবার দেখে আসবেন। খুব সুন্দর জায়গা

৫৫| ২৭ শে জুন, ২০১১ রাত ১:৪৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: :(....যাইতে মন চা্য় যে!

১৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:১২

দুখী মানব বলেছেন: চলে যান :)

৫৬| ৩০ শে জুন, ২০১১ রাত ২:৪৬

পাংখাবা বলেছেন: ভাই আমি কিছু দিন আগে ঘুরে আসলাম..আপনার দলে আমাকে নেন..প্লিজ..

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩১

দুখী মানব বলেছেন: [email protected]

৫৭| ০৫ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪০

সানজিদা হোসেন বলেছেন: কবে যাব পাহাড়ে আহারে আহারে...........
একসময় পাহাড় নিয়ে অসম্ভব ফ্যাসিনেশন ছিল । বোধহয় তাই এখন চাকরীসূত্রে আমার বসবাস পাহাড়ী এলাকায়

১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:১৬

দুখী মানব বলেছেন: একসময় পাহাড় নিয়ে অসম্ভব ফ্যাসিনেশন ছিল । এখন নাই কেনো...? :O

৫৮| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫০

আরিফ আহমেদ বলেছেন: আপনাকে অনেক হিংসা হচ্ছে

১৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:১৩

দুখী মানব বলেছেন: ভাই হিংসা করার কি পাইলেন

৫৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫

অচেনা রাজ্যের রাজা বলেছেন: হামহাম ঝর্ণা আর রাজকান্দি বন থেকে ঈদের পরদিন আমরা ৫ বন্ধু ঘুরে এসেছি..... এতো চমৎকার একটা জায়গা না গেলে কেউ বিশ্বাস করবে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৫

দুখী মানব বলেছেন: জ্বী । আসলেই সুন্দর।

একটা অনুরোধ থাকবে... যেখানেই যান, পরিবেশের দিকে খেয়াল রাখবেন... যেখানে সেখানে পলি ব্যগ ও ড্রিঙ্কস এর বোতল ফেলবেন না...আসলে কোন কিছু না ফেলাই ভাল... কস্ট করে ডাস্টবিন এ ফেলুন বা ময়লা যেখান থেকে সরিয়ে নেয়া হয় এমন জায়গায় ফেলুন... আমরা সধারনত ময়লা ফেলার জন্য নিজেরা ব্যগ সাথে নেই, সব একত্র করে পরে ডাস্টবিনে ফেলি... আশা করি ভ্রমন বিলাসীরা মনে রাখবেন... ভ্রমন শুভ হোক..

৬০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৪

নাজিরুম মুবিন বলেছেন: সময় পেলে আমাদের ভ্রমণ কাহিনীতে একবার ঢুঁ মেরে আসবেন।

ভালো থাকুন সবসময় :-)

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৩

দুখী মানব বলেছেন: অবশ্যই। ভালো থাকবেন :)

৬১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

কাউসার রুশো বলেছেন: আপনে ভাই পুরাই একটা জিনিস!!!!!
কেমনে থাকলেন রাতে???? B:-) B:-)

আমিও ঘুরে এসছি হাম্মাম। সময়-সুযোগ পেলে দেখবেন-
হামহামের খোঁজে

দুখী ভাইয়ের জন্য শুভকামনা :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫১

দুখী মানব বলেছেন: শুভ কামনা কাঊসার ভাই :)

৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২২

অনিন্দিতা_একা বলেছেন: একটা অনুরোধ থাকবে... যেখানেই যান, পরিবেশের দিকে খেয়াল রাখবেন... যেখানে সেখানে পলি ব্যগ ও ড্রিঙ্কস এর বোতল ফেলবেন না...আসলে কোন কিছু না ফেলাই ভাল... কস্ট করে ডাস্টবিন এ ফেলুন বা ময়লা যেখান থেকে সরিয়ে নেয়া হয় এমন জায়গায় ফেলুন... আমরা সধারনত ময়লা ফেলার জন্য নিজেরা ব্যগ সাথে নেই, সব একত্র করে পরে ডাস্টবিনে ফেলি... আশা করি ভ্রমন বিলাসীরা মনে রাখবেন... ভ্রমন শুভ হোক...

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫০

দুখী মানব বলেছেন: পোস্টে দিয়ে দিসি :)

৬৩| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৭

যাযাবরমন বলেছেন: banglatrek.org সাইট টা দারুন!
কে বানিয়েছে, আপনি?

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫০

দুখী মানব বলেছেন: না। ব্লগার রাব্বী বানিয়েছে :)

৬৪| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২৮

নষ্ট কবি বলেছেন: জোস :|| :||

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৯

দুখী মানব বলেছেন: ধন্যবাদ :)

৬৫| ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৮

আমাজোন বলেছেন: সকালে গিয়ে কি সন্ধায় আবার ফিরে আসা যাবে?

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৫

দুখী মানব বলেছেন: যাবে :)

৬৬| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার এই পোস্টই আমাকে সেখানে নিয়ে গেছে।

শ্রীমঙ্গল-কমলগন্জ-আদমপুর-কুরমা-চাম্পারাই-কলাবন-হাম্মাম(হামহাম) ঘুরে এলাম গতকাল।

মোট কথা, রাজকান্দির দারুন এক অভিজ্ঞতা !

আচ্ছা, রাজকান্দি এই নামটার উৎপত্তি কিভাবে ?

০৫ ই মার্চ, ২০১২ রাত ১:২৫

দুখী মানব বলেছেন: রাজকান্দি নামটার উৎপত্তি কিভাবে আমি জানিনা। জানতে পারলে অবশ্যই জানাব।

৬৭| ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৬

ফেরারী... বলেছেন: মুগ্ধ ++++++++++

এগুলা আমাদের ট্যুরের :)





জঙ্গলটা ছিলো ভয়াবহ রকম সুন্দর

অবশেষে ঝরনাধারা...

০৫ ই মার্চ, ২০১২ রাত ১:২৭

দুখী মানব বলেছেন: 8-| 8-|

৬৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৬

সীমানা পেরিয়ে বলেছেন:

আবার আসো আমাদের মাঝে
হীরা-মুক্তা-মনি নিয়ে
খুঁজে খুঁজে জড়ো করে
দেশের নানা প্রান্ত থেকে....


সুস্থ হও তাড়াতাড়ি এটাই কামনা...................

০৫ ই মার্চ, ২০১২ রাত ১:২৮

দুখী মানব বলেছেন: আশা করি খুব তাড়াতাড়ি ফিরতে পারব। দোয়া করবেন :)

৬৯| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪২

মিন্ট বলেছেন: দারুণ,
ইনশাল্লাহ যাব একদিন

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩

দুখী মানব বলেছেন: ঈখনো যান নাই? বলেন কি? :||

৭০| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮

উলম্ভ বলেছেন: একটা অনুরোধ থাকবে... যেখানেই যান, পরিবেশের দিকে খেয়াল রাখবেন... যেখানে সেখানে পলি ব্যগ ও ড্রিঙ্কস এর বোতল ফেলবেন না...আসলে কোন কিছু না ফেলাই ভাল... কস্ট করে ডাস্টবিন এ ফেলুন বা ময়লা যেখান থেকে সরিয়ে নেয়া হয় এমন জায়গায় ফেলুন... আমরা সধারনত ময়লা ফেলার জন্য নিজেরা ব্যগ সাথে নেই, সব একত্র করে পরে ডাস্টবিনে ফেলি... আশা করি ভ্রমন বিলাসীরা মনে রাখবেন... ভ্রমন শুভ হোক..

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩

দুখী মানব বলেছেন: চোর না শুনে ধর্মের কাহিনী :)

৭১| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: তোমার লেখার হাত আর ঘোরাঘুরির পা, এত টাই ভাল যে, খালি হিংসা হয়। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা। তোমার সাহস আর নিবেদন কে স্যালুট।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৪

দুখী মানব বলেছেন: আহা রুমি ভাই.।লজ্জা দিয়েন না মিয়া :P

৭২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

আবু সালেহ বলেছেন: আপনার পোস্ট লিংন্কটা সেভ করে রাখলাম যাওয়ার পথে কাজে লাগবে....

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২

দুখী মানব বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.