নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই অসীমকে......

দুখোমিয়া

সেন্টিমেন্টাল কিন্তু আড্ডাবাজ

দুখোমিয়া › বিস্তারিত পোস্টঃ

পান্তাভাতের আপেক্ষিক তত্ব

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

বি সি এস এর কিছু জয়েন গ্রুপে একটা প্রশ্ন করেছিলাম

বলুন তো বাংলা তারিখ কখন গণনা করা হয়?
ক) সূর্যাস্তের পূর্বে
খ) সূর্যোদয়ের পরে
গ) রাত ১২ টার পরে
ঘ) সূর্যাস্তের পরে।

উত্তরে ৫০% ফেল মেরেছে। অনেকেই আবার রাত বারোটার পরে বলেছে! (যদিও বাংলা একাডেমী ১৯৯৫ সালে পশ্চিমা ধাচে বাংলা দিন রাত বারোটার পর থেকে শুরু করেছে কিন্তু আসল বা খাটি বাঙালীগণ সেটা গ্রহণ করেনি, সেই শর্তে ) তার মানে পহেলা বৈশাখের আগের রাত তাদের কাছে থার্টি ফার্স্ট নাইটের মতই।

বাঙালী হুজুগে মাতাল হোক আর বহু সংষ্কৃতিক হোক যাই হোক না কেন সবই স্রোতে ভেসে যাওয়া শেওলার মতই। এদের কোন রুট নেই। যারা দিন এনে দিন খায়। অভাবের তাড়নায় দু মুঠো খাবার নিয়মিতই পাবার আশায় পচাঁ বাসি পান্তা খায় তাদের পান্তাকে এখন একদিনের জন্য কর্পোরেট করা হয়েছে। ধনী হয়ে গরীবের স্বপ্ন দেখা এ এক অন্যরকম বিলাসীতা। গ্রাম্য কৃষকের পচা পান্তা ভাত এখন আপেক্ষিক হয়ে গিয়েছে। স্থান কাল পাত্র ভেদে #পান্তা_ভাত এখন আপেক্ষিক!

আচ্ছা নিত্যই পচা বাসি খাওয়া এই হতভাগ্য মানুষগুলোকে সুশীল সমাজ ছিন্নমুল বলে। কিন্তু যারা প্রকৃত ইতিহাস বা সাধারণ জ্ঞান না রেখে বাঙালীয়ানার ভাব দেখায়, লোক দেখানো বড়াই করে তাদের তো জ্ঞানের ভান্ডার রুটলেস মানে ছিন্নমূল। এদেরকে মনে হয় ছিন্নমুল বললে প্রকৃত ছিন্নমূলদের অপমান করা হবে। এদেরকে রুটলেস বলা ঠিক হবে।তাহলে অন্তত ইংরেজি দিয়ে এদের ছিন্নমুলকে সম্মান (অপমান) করা যাবে।

সমালোচনা করেছি। আর সমালোচনা করা বেশ সহজ। কেউ কিছু বলতে চাইলে যুক্তি দিয়ে বলতে পারেন।
সবশেষে অনাগত আগামী সবার জন্য শুভ আর সাফল্যমন্ডিত হোক। #শুভ_নববর্ষ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.