![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি এ খুশির দিনে,ক্রোশ ক্রোশ পথ ঘুরিয়া,
খুঁজিয়াছি মোর হৃদয় রত্নটারে, বারে বারে ফিরিয়া ফিরিয়া।
খুঁজিয়াছি তারে বিজন বনে, পথে ঘাটে মাঠে বাটে,
খুজিয়াছি তারে নীলনভে, জ্যোৎস্না শোভিত রাতে।
শ্রান্ত ,ক্লান্ত, পথিক হইয়া , ভিড়িয়াছি একদ্বীপে
হইয়াছি আমি পিপাসায় ব্যাকুল, জীবন প্রদ্বীপ যাবে কি নিভে ?
ততক্ষণে মহী আন্ধার হইয়া ,মিলিয়াছে চার সীমান্ত,
তেজস্বী রবি ঘুরিয়া ঘুরিয়া, হইয়াছে কেবলি শান্ত।
পশ্চীমাকাশ রঙ্গীন আভায়, রঞ্জিত হইয়াছে বেশি,
হঠাৎ আমি দেখা পাইলাম, স্বেতাঙ্গিনী এলোকেশী।
নবীন চন্দ্রটা দেখা দিয়াছে, জ্যোৎস্না ছড়িয়াছে ক্ষীণ
উহাতো এখনি ফুরাইয়া যাইবে, অবিনশ্বরবিহীন।
জ্যোৎস্না সাগরে ডুবিয়াছি, আমি ক্ষুদ্র একটা মীন
যে জ্যোৎস্না কভু ফুরিবেনা, জ্বলীবে রাত দিন।
আমি নির্বাক- ভীতি সংকুল, নিথর মোর প্রাণ
ওহে মানবী হিয়াটা তোমার, করিবে কি মোরে ত্রাণ।
আমি হীন, আমি সামান্য, আমি নির্জনতা ভালবাসি
আর ভালবাসি তোমার ঐ, ভ্রমর কালো এলোকেশী।
ওহে তোমার গোলাপ রঞ্জিত,কোমল ওষ্ঠ দুটি
টানিয়াছে মোর পিপাসিত হিয়া ,চলিয়াছে ছুটি ছুটি।
আমি ন ই কোনো গায়ক শিল্পী,নতুবা অমর কবি
আমি সাধনা করিতেছি নীরবে নিথরে আমি তোমার প্রেমের লোভী।
ওহে –তুমি কি নির্জীব,বুঝনা কভু কিছু
আমি নিরবে ভালোবেসে গেছি ,তোমারি পিছু পিছু।
কিছু তারারা জাগি
কাঁদিছে কিবা হাসিছে জানিনা
মোর দিকে চাহিয়া থাকি।
ওহে মানবী নির্জীব তনয়া, দানিবে কি তব হিয়া
হইবে কি মোর জীবনের, দুঃখ সুখের পিয়া?
আমি আর পারিনা সহিতে জ্বালা, নীরব প্রেমের মহী
আমি খোদার সৃজিত এক বান্দা, নির্জীব চীজ নহী।
ওহে মানবী রক্ষা কর তবু মোরে
মোর হিয়া নিয়া পিয়াস মেটাও
তোমার হিয়ার তরে।
নির্জন রজনী কাটিয়া চলে
স্বপ্ন পুরীর পরে।
অবিরত মহাকাল বহিয়া চলে
নিরবে নিথরে হাসি,
আমি রয়েছি প্রেম সাগরে ডুবিয়া
তাহারেই ভালোবাসি।
©somewhere in net ltd.