নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই অসীমকে......

দুখোমিয়া

সেন্টিমেন্টাল কিন্তু আড্ডাবাজ

দুখোমিয়া › বিস্তারিত পোস্টঃ

সভ্য দর্শক চাই,,,

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বাংলাদেশ-জিম্বাবুয়ের ১ম টি টুয়েন্টি খেলা শেষ হবার তিন বল আগে আমার পাশের চেয়ারের দর্শক সরাসরি চেয়ারের উপর দাড়িয়ে খেলা দেখা শুরু করলেন! আমি সহ আরেকজন বললাম ভাই নিচে দাড়িয়ে খেলা দেখুন তাহলে পিছনের জন ও ভালো ভাবে দেখতে পারবেন!! উনি কেয়ার করলেন না!
বললাম ভাই চেয়ার নষ্ট হলে আগামীদিনের কারো সমস্যা হবে বসতে!
উনি বললেন নষ্ট হলে আমার কি? চেয়ার নষ্ট হলে সরকার দেবে!
বললাম ভাই আমরাই যদি নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করি তবে কেমনে হবে?
তিনি আর উত্তর দিলেন না! অভদ্রের মত সেই জায়গায় দাড়িয়েই খেলা দেখলেন!
উল্লেখ্য উনি সম্ভবত ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছিলেন! এই যদি ভলান্টিয়ারের মানসিকতা হয় তবে খেলা দেখতে আসা কতক বেয়াদবের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত?
বাংলাদেশ ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করছে! উচ্চাশা থাকবে এই উন্নতি অব্যাহত থাকুক আর সেই সাথে আমাদের দর্শকদের মানসিকতা সভ্য সুন্দর হোক! আবারও বাংলাদেশের জন্য শুভকামনা!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

পুলহ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এরকম আরেকটা বিরক্তিকর ঘটনার মুখোমুখি হয়েছিলাম একবার- খুব সম্ভব ইন্ডিয়ার সাথে খেলায় জিতে যাওয়ার আনন্দে অতিরিক্ত উল্লাস দেখাতে গিয়ে লোকজন বোতল ছোড়াছুড়ি শুরু করেছিলো...
পোস্টে +

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

দুখোমিয়া বলেছেন: আসলে সব কাজেই লিমিট রেখে বিহেভ করা উচিত! যাতে আশেপাশের কেউ বিরক্ত না হয়!!! কারো ক্ষতি না হয়! কারো স্বাধীনতার ব্যাঘাত না ঘটে!! ধন্যবাদ আপনাকে!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



লোকটা কি উচ্চতায় খাটো ছিল, হাইহিল পরা ছিল? উনার শরীর কি স্বচ্চ কাঁচের ছিলো?

এগুলোর উত্তর দেন ঠিক মতো; বাকীটা আমার হাতে

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

দুখোমিয়া বলেছেন: নাহ!! উচ্চতা সাড়ে ৫ ফিট! সবগুলোর উত্তর না!

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি খেলা দেখ্তে গিয়ে প্রাইমারী স্কুলের অংকের ক্লাশে আছেন ভাবলে ত হবে না; ডাংগুলি খেলায় মারামারি ইথাদি সাধারণ ব্যাপার

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

দুখোমিয়া বলেছেন: মারামারি করতে ভাললাগেনা ভাই!! তবে অনিয়ম দেখলে খুব খারাপ লাগে!! চাই সবাই ভদ্রতা আর নিয়ম মেনে চলুক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.