নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম সময়ে কাছে কোথাও ঘুরে আসতে পারবেন এমন অনেক জায়গাই আছে ঢাকার আশে পাশে। তারমধ্যে খুব সুন্দর আর মন ভালো করে দেয়ার মতো একটি জায়গা হলো গোলাপ গ্রাম। বিশ্বাস করুন, এই গ্রাম আপনার যান্ত্রিক জীবনের অনেকটা ক্লান্তিই দূর করে দিবে।
একটি-দু’টি নয়, চোখ যতদূর যায়, শুধু লাল-সাদা গোলাপের সমারোহ! ঘাট থেকেই ভেসে আসবে গোলাপের সুগন্ধ। সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। রাস্তার দু’ধারে দেখা যায় অসংখ্য গোলাপের বাগান। গোলাপের নয়নাভিরাম দৃশ্য ও মনোমুগ্ধকর সুবাস। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। ফুটে থাকা গোলাপের সৌরভ ছড়িয়ে আছে সর্বত্র। নানা রঙের গোলাপ ফুলের সঙ্গে আছে জারভারা, গ্লাডিওলাস। সাদুল্লাপুর গ্রাম হলেও পুরোটাই গোলাপের বাগান দিয়ে পরিপূর্ণ।
গ্রামে প্রতিদিন সন্ধ্যায় বসে গোলাপের হাট। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ব্যবসায়ী এসে ভিড় জমান সেখানে। জমতে থাকে বেচাকেনা, চলে রাত পর্যন্ত। আমিও ৫০ টাকায় ১ গুচ্ছ (১২টি) গোলাপ কিনেছিলাম। যেকোনো বাগান থেকে কথা বলে আপনি গোলাপ কিনে নিতে পারেন। তবে ওরা ওখানে ১০০-১৫০ এর কম গোলাপ বিক্রি করে না। দুপুরের দিকে গ্রামের ছোট হোটেল গুলোতে খাওয়া দাওয়া করে নিতে পারেন। অথবা সাথে খাবার নিয়ে গেলেও ভালো হয়।
কীভাবে যাবেন:
আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে - মিরপুর বেরিবাধ ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা গেলে আকরান বাজার , সেখান থেকে বেয়ে গেলেই মিলবে সুধু গোলাপ আর গোলাপ ।তবে নৌকায় গেলে আর ভাল - (যাত্রাবাড়ী, গুলিস্তান, ফার্মগেট হয়ে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার কাউন্টার বাস সার্ভিস আছে। এ ছাড়া মিরপুর এক নম্বর সেকশন কিংবা গাবতলী থেকে রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবেও যাওয়া যায় সেই ঘাটে। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা ১০ মিনিট পরপর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে।স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায় সাদুল্লাপুর। সে ক্ষেত্রে শুধু যেতে কোষা নৌকার ভাড়া ৩০০ টাকা, শ্যালো নৌকা ২৫০ টাকা, স্পিডবোট ৫০০ টাকা। সাদুল্লাপুর ঘাটের কাছে হোটেল আছে। দল বেঁধে গেলে হোটেলের লোকদের আগেই রান্না করার কথা বলতে হবে। হেঁটেই পুরো সাদুল্লাপুর চক্কর দেওয়া যায়। আবার গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে রিকশা নিয়েও ঘোরা যায়।
বি দ্র : যারা যাবেন অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
মামুন ইসলাম বলেছেন: সময় করে যেতে হবে । চমৎকার তথ্য
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৪
দুর্দান্ত কাফেলা বলেছেন: অবস্যই কিছু গোলাপ কিনে আনবেন - চাষিদের সাজায্য করুন
৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভাল লাগল পোস্ট।
গোলাপ গ্রাম দেখতে চাই
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: বস্যই কিছু গোলাপ কিনে আনবেন - চাষিদের সাজায্য করুন
৪| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার গ্রাম যেতে হবে।
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: বস্যই কিছু গোলাপ কিনে আনবেন - চাষিদের সাজায্য করুন
৫| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
আহলান বলেছেন: হুমম ..সাদুল্যাপুর ভুমি অফিসে গিয়ে দেখেছিলাম ...
৬| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬
বার্ণিক বলেছেন: যাব বেড়াতে।
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৭
দুর্দান্ত কাফেলা বলেছেন: বস্যই কিছু গোলাপ কিনে আনবেন - চাষিদের সাজায্য করুন
৭| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন:
মাক্সিমাম কতটুকু সময় সেখানে অবস্থান করা যাবে যদি পরিবার নিয়ে যাই... মানে মিরপুর থেকে ক'টার দিকে বের হলে সবকিছু দেখে আবার সন্ধার আগেই ফিরে আসা সম্ভব...
আমি আগেও শুনেছি কিন্তু যাওয়া হয়নি... আবারো আগ্রহী হলাম...
শুভকামনা...
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২
দুর্দান্ত কাফেলা বলেছেন: এখন দিন অনেক বর - মিরপুর থেকে ১:৩০ মিনিটের মত সময় লাগবে - আর পুর গ্রাম ঘুরতে ২/৩ ঘন্টা - সন্ধায় বট তলায় চা খেয়ে আবার নৌকায় উঠে পরবেন
মিরপুর থেকে দুপুর ১টা / ১:৩০টায় বের হতে পারেন
৮| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: আপনি কি সেখানে (সাদুল্লাপুর গ্রাম) থাকেন...আপনার ফোন নম্বর দেন, ঐখানে গিয়ে আপনার সাথে যোগাযোগ করবো...
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২
দুর্দান্ত কাফেলা বলেছেন: আমি সাদুল্লাপুর গ্রামে থাকি না - "আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে - মিরপুর বেরিবাধ ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা গেলে আকরান বাজার , সেখান থেকে বেয়ে গেলেই মিলবে সুধু গোলাপ আর গোলাপ ।"
৯| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮
সিগনেচার নসিব বলেছেন: অপূর্ব !!
শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সব সময়
১০| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: বিরুলিয়া ব্রিজ থেকে কি সোজা পশ্চিম দিকে? ব্রিজ থেকে এই গ্রামের দুরুত্ব কতটুকু?
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০
দুর্দান্ত কাফেলা বলেছেন: বিরুলিয়া ব্রিজ থেকে ৩.৩ কি মি দুরে আকরান বাজার , বাজার থেকে বায়ে কিছুদুর গেলেই শুরু গোলাপের বাগান । আকরান বাজারে যে কাউকে জিঙ্গেস করবেন সাদুল্লাপুর গ্রাম কোনদিকে .....
১১| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
তুষার রায় প্রিন্স বলেছেন: দারুন ভালো লাগলো ।
১২| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
আবুল হায়াত রকি বলেছেন: গোলপে আর গোলাপে সমৃদ্ধশালী একটি লেখা। ভালোলাগা।
১৩| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
পুলহ বলেছেন: লুকানো মুক্তোর মত একটা গ্রামের খোজ দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঘুরে আসার ইচ্ছে রইলো।
পোস্ট প্রিয়তে
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
১৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: একটি গুরুত্বপুর্ণ বিষয়ের উপর লিখা পোস্ট ।
কামনা করি একরকম সৌন্দর্যময় ও
বৈচিত্রময় কৃষির প্রসার ঘটুক
দেশের সর্বত্র ।
শুভেচ্ছা রইল ।
১৫| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: যেতে হবে একদিন
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭
দুর্দান্ত কাফেলা বলেছেন: অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
১৬| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
নতুন বিচারক বলেছেন: ভালো লাগলো ।একদিন যেতে হবে ।
১৭| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: যেতে হবে একদিন
আমিও.......
গেলে জানিও
১৮| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: জানা ছিল না, শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৮
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর গোলাপ গ্রাম
২০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল জেনে। বিষয়টা জানা ছিল না ।
২১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:০০
ডি মুন বলেছেন:
বাহ, দারুণ !
+++
২২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৮
মাদিহা মৌ বলেছেন: গ্রামের নামই গোলাপ গ্রাম? চমৎকার! শুধু লাল গোলাপই পাওয়া যায়?
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: সব ধরনের গোলাপ আছে - -
২৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬
অশ্রুকারিগর বলেছেন: আহা। কি চমৎকার গ্রাম। আচ্ছা, এই গ্রামের বাতাসে কি শুধুই গোলাপের ঘ্রাণ পাওয়া যায় ? না টিপিক্যাল গ্রামীন ঘ্রাণ ? জানতে হলে যেতে হবে।
২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
২৪| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ মনে থাকবে
২৫| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: যেতে হবে।
২৬| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩
আমিই মিসির আলী বলেছেন: যাবেন নাকি আরেকবার?
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে একবার যাওয়ে উচিত.......
২৭| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪১
আমি ইহতিব বলেছেন: অসাধারণ, যাওয়ার ইচ্ছে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
২৮| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৩
দুর্দান্ত কাফেলা বলেছেন: আজকের আপডেট :পানি বেড়ে যাওয়ায় প্রচুর কচুরিপানা জমে বোট চলাচলে অসুবিধা হওয়ায় বোটঘাট স্থানান্তরিত হয়েছে।এখন আর বোটঘাটে কোনই আকর্ষণ নাই।পানি কম থাকলেই যত মজা।
২৯| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল লাগল পোস্ট।
৩০| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
রবিউল ইসলাম রক্সী বলেছেন: অসাধারণ, অসম্ভব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৩
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: চোখ জুড়ানো দৃশ্য।