![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪ আগষ্ট ২০১৬ বৃহস্পতিবার - বিকেল ৫টায় প্ল্যান কোথাও ঘুরতে যাব -
মুখপোড়া হনুমান বা লালচে হনুমান-ইংরেজি: Capped langur, Capped Monkey, Capped leafed monkey, Bonneted Langur-বানর প্রজাতির একটি স্তন্যপায়ী প্রানী।
চশমাপরা হনুমান-ইংরেজি: Phayre's Leaf Monkey-বৈজ্ঞানিক নাম: Trachypithecus phayrei-হনুমানের একটি বিশেষ জাত।
পশ্চিমা উল্লুক-বৈজ্ঞানিক নাম: Hoolock hoolock-গিবন পরিবারের একটি প্রাইমেট উল্লুক। এদের বাংলাদেশ, ভারতের অসম, ও মায়ানমারে দেখতে পাওয়া যায়।
প্ল্যান - লাউয়াছড়া - মাধবপুর লেক - নভেম ইক রিসোর্ট - সংগ্রামপুঞ্জি - জিরো পয়েন্ট - খাসিয়া পল্লি - চা বাগান
রাত ১১টায় এনা বাস পেয়ে গেলাম - ৪:৩০ মিনিটে শ্রীমংগল - নাস্তা সেরে ৩০ টাকা করে সি এন জি করে ৬:০০ টায় ঢুকে পড়লাম বনে (টিকেট ছাড়া) - এর পর ছবিতে
লাউয়াছড়ার জীবন চিত্র - বিস্তারিত আসছে
লাউছড়াতে বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক প্রজাতের প্রজাপতি পাওয়া যায় -
প্রজাতি - ১
প্রজাতি - ২
প্রজাতি - ৩
প্রজাতি - ৪
প্রজাতি - ৫
মুখপোড়া হনুমান - বাচ্চা
চশমাপরা হনুমান
বনের ভেতর দিয়ে রেল লাইন
চশমাপরা হনুমান
০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪
দুর্দান্ত কাফেলা বলেছেন: আমার ২য় বার - এখনও সাদ মেটেনি !!!!
২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
পুলহ বলেছেন: ভাই আপনি তো খুবই লাকি মনে হচ্ছে। আমি দুই বার গিয়েও কোন প্রাণী দেখতে পাই নি লাউয়াছড়ায়।
খুব ভালো লাগলো আপনার পোস্ট।
শুভকামনা এবং +++
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৯
দুর্দান্ত কাফেলা বলেছেন: আমরা যে সময় বনে ঢুকি তখন কোন মানুষ ছিল না - আমরা হরিনের ডাক ও সুনেছি - হুল্লুকের জন্য ভেতরে ঢুকতে পারিনি
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫
সোহাগ সকাল বলেছেন: ছবিগুলো খুবই প্রাণবন্ত মনে হচ্ছে।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০
মহা সমন্বয় বলেছেন: দারুণ দারুণ, প্রজাপতি আর হুনুমানের ছবি বেশি ভাললাগছে।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৪
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো, ভাইয়ু। বিশেষ করে প্রজাপতির ছবি গুলা
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩২
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ ভাইয়ু
৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ অসাধারণ অস্বাধারণ লাগল আপনার তোলা ছবিগুলো!!!
প্রজাপতি আর মাকড়শার ছবি থেকে চোখ সরাতে পারছি না!!!
এত এত রঙের প্রজাপতি ওখানে!!
লাউয়াছড়া দেখার সবথেকে সুন্দর সময় কোনটা,মানে কোন ঋতু?
যেতে হবে আমাকে।
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: বছরের যেকোন সময় লাউয়াছরা যাওয়া যায় - তবে খুব ভোরে নিরিবিলি ঢুকলে বেশি প্রানি দেখাযাবে - সকাল ৫টার আগে ঢুকলে হরিন দেখাযেতে পারে । অনেকে বলে লাউয়াছরা কোন প্রানি নেই - আসলে তারা নিজেরা সময় মত যায়না আর বনে ঢুকে চেচামেচি করে পরিবাস নস্ট করে --- সুভকামনা রইল
৭| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৭
সুমন কর বলেছেন: ক্যাপশন দিলে আরো ভালো হতো। ছবিগুলো সুন্দর।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: বিস্তারিত আসছে
৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮
মাদিহা মৌ বলেছেন: চমৎকার ছবি! ছবি তোলার সময় প্রজাপতি গুলি উড়ে যায় নাই?
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫২
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ - ৫৫-৩০০ ল্যান্স ব্যাবহার করে দুর থেকে ছবি তুলেছি - বন্য জীবনকে যতটা সম্ভব কম ডিস্টার্ব করা ভাল
৯| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: বাহ সুন্দর ছবি
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১০| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো সুন্দর।
১১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১২| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ, ভালোলাগা জানিয়ে গেলাম
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৩| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮
হাসান রাজু বলেছেন: অসাধারণ । সুন্দর । প্রাণবন্ত ।
সবচেয়ে ভালো ছিল আপনাদের সময়জ্ঞান । যারা বেড়াতে যায় তারা সাধারণত ওই রেল লাইন পর্যন্ত ঘুরে আসে । ভিতর টা আরো সুন্দর । কিন্তু অনিরাপদ ।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ভিতর টা আরো সুন্দর ও নিরাপদ - অনিরাপদ কেন??
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: হনুমানের ছবি রেললাইনের উপর থেকে নেয়া
১৪| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
খোলা চিঠি (হতাশ) বলেছেন: দ্বিতীয় ছবিটির হনুমানটি দেখে অনেক ভালো লাগছে। অবাক বিশ্বয়ে তাকিয়ে আছে। আপনাকে দেখছে যেন নতুন এক অচেনা অতিথি। মাকড়শার জালের এতো সুন্দর ছবি খুব কম দেখেছি ।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৫| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭
হাসান রাজু বলেছেন: লাউয়াছড়া যেহেতু অভয়ারণ্য তাই ভিতরের দিকে অনেক বিষাক্ত ও হিংস্র প্রাণী থাকবে । এটাই স্বাভাবিক । বিভিন্ন সময়ে লোকালয়ে ধরা পড়া হিংস্র প্রাণীদের এনে এই বনে ছাড়া হয়েছে । তাই বলেছি " অনিরাপদ " । তাই যারা ঘুরতে যান কর্তৃপক্ষ তাদের বনের গভীরে ঢুকতে মানা করেন।
০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: কর্তৃপক্ষ এখন গাছ কাটা নিয়ে ব্যাস্ত - ২৫০০০ গাছ কাটা হচ্ছে নতুন রেল লাইনের জন্য- ৪০০০ কাটা হয়ে গেছে -
১৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার সব ছবি !
ভাল লাগা জানুন
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর ছবি। আমি গিয়েছি তিনবার লাওয়াছড়া। আরো যাওয়ার ইচ্ছে আছে।