![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জি একদিনেই দেখে আশা সম্ভব জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ওতিথি পাখি এবং গোলাপ রাজ্য গোলাপ গ্রাম "সাদুল্লাপুর"
গোলাপের রাজ্য গোলাপ গ্রাম
২০১৬ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা
গোলাপ গ্রামে
উড়ে চলে শামুখখোল
যাত্রা পথ - উত্তরা ১৮ - মিরপুর বেড়িবাঁধ - বিরুলিয়া - আকরান বাজার - খাগান - চারাবাগ - সি এম বি হয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ১ঃ১৫ মিনি - বাঙালি হোটেলে খাওয়া দাওয়া - ২ ঘণ্টা ঘুরাঘুরি
গোলাপ গ্রামের গোলাপ
২০১৬ - মাছ রাঙা
৩:৩০ মিনি ফেরত - জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় - সাভার বাজার বাঁশ স্ট্যান্ড (অন্ধমার্কেট) - আঁকড়াইন বাজার - সাদুল্লাপুর / গোলাপ গ্রাম / গোলাপ রাজ্য ৪ঃ২০ মিনি (১ ঘণ্টা ঘুরাঘুরি)। খুব সুন্দর আর মন ভালো করে দেয়ার মতো একটি জায়গা হলো গোলাপ গ্রাম।
যারা যাবেন অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
ভাসমান অতিথি (পাতি সড়াইল)
মহিশ নিয়ে ঘরে ফিরছে রাখাল
ফুল চাষির মুখে হাশি
৩টি ফুলার বাগান
গ্লেডিওলাস বাগান
সাদা গোলাপ
শরিষা ফুল
হাটে যাবে গ্লেডিওলাস
দল পিপি / জল পিপি
গোলাপ গ্রামে কীভাবে যাবেন:
আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে - মিরপুর বেরিবাধ ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা গেলে আকরান বাজার , সেখান থেকে বেয়ে গেলেই মিলবে সুধু গোলাপ আর গোলাপ ।তবে নৌকায় গেলে আর ভাল - (যাত্রাবাড়ী, গুলিস্তান, ফার্মগেট হয়ে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার কাউন্টার বাস সার্ভিস আছে। এ ছাড়া মিরপুর এক নম্বর সেকশন কিংবা গাবতলী থেকে রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবেও যাওয়া যায় সেই ঘাটে। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা ১০ মিনিট পরপর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে।স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায় সাদুল্লাপুর। সে ক্ষেত্রে শুধু যেতে কোষা নৌকার ভাড়া ৩০০ টাকা, শ্যালো নৌকা ২৫০ টাকা, স্পিডবোট ৫০০ টাকা। সাদুল্লাপুর ঘাটের কাছে হোটেল আছে। দল বেঁধে গেলে হোটেলের লোকদের আগেই রান্না করার কথা বলতে হবে। হেঁটেই পুরো সাদুল্লাপুর চক্কর দেওয়া যায়। আবার গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে রিকশা নিয়েও ঘোরা যায়।জি একদিনেই দেখে আশা সম্ভব জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ওতিথি পাখি এবং গোলাপ রাজ্য গোলাপ গ্রাম "সাদুল্লাপুর"
২০১৬ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা
গোলাপ গ্রামে
উড়ে চলে শামুখখোল
যাত্রা পথ - উত্তরা ১৮ - মিরপুর বেড়িবাঁধ - বিরুলিয়া - আকরান বাজার - খাগান - চারাবাগ - সি এম বি হয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ১ঃ১৫ মিনি - বাঙালি হোটেলে খাওয়া দাওয়া - ২ ঘণ্টা ঘুরাঘুরি
গোলাপ গ্রামের গোলাপ
২০১৬ - মাছ রাঙা
৩:৩০ মিনি ফেরত - জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় - সাভার বাজার বাঁশ স্ট্যান্ড (অন্ধমার্কেট) - আঁকড়াইন বাজার - সাদুল্লাপুর / গোলাপ গ্রাম / গোলাপ রাজ্য ৪ঃ২০ মিনি (১ ঘণ্টা ঘুরাঘুরি)। খুব সুন্দর আর মন ভালো করে দেয়ার মতো একটি জায়গা হলো গোলাপ গ্রাম।
যারা যাবেন অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।
ভাসমান অতিথি (পাতি সড়াইল)
মহিশ নিয়ে ঘরে ফিরছে রাখাল
ফুল চাষির মুখে হাশি
৩টি ফুলার বাগান
গ্লেডিওলাস বাগান
সাদা গোলাপ
শরিষা ফুল
হাটে যাবে গ্লেডিওলাস
দল পিপি / জল পিপি
গোলাপ গ্রামে কীভাবে যাবেন:
আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে - মিরপুর বেরিবাধ ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা গেলে আকরান বাজার , সেখান থেকে বেয়ে গেলেই মিলবে সুধু গোলাপ আর গোলাপ ।তবে নৌকায় গেলে আর ভাল - (যাত্রাবাড়ী, গুলিস্তান, ফার্মগেট হয়ে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার কাউন্টার বাস সার্ভিস আছে। এ ছাড়া মিরপুর এক নম্বর সেকশন কিংবা গাবতলী থেকে রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবেও যাওয়া যায় সেই ঘাটে। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা ১০ মিনিট পরপর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে।স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায় সাদুল্লাপুর। সে ক্ষেত্রে শুধু যেতে কোষা নৌকার ভাড়া ৩০০ টাকা, শ্যালো নৌকা ২৫০ টাকা, স্পিডবোট ৫০০ টাকা। সাদুল্লাপুর ঘাটের কাছে হোটেল আছে। দল বেঁধে গেলে হোটেলের লোকদের আগেই রান্না করার কথা বলতে হবে। হেঁটেই পুরো সাদুল্লাপুর চক্কর দেওয়া যায়। আবার গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে রিকশা নিয়েও ঘোরা যায়।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো ।বাংলার আবহমান কালের ছবিগুলি দেখানোর জন্য ধন্যবাদ ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! চমৎকার, ফুল ও পাখির ছবি দারুন লাগলো, +++
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসাধারন ছবি গুলো। তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
আমি ইহতিব বলেছেন: গত বছর আপনার দেয়া পোস্ট দেখে ঘুরতে গিয়েছিলাম গোলাপ গ্রামে, দারুন লেগেছে। আবার যাওয়ার ইচ্ছা আছে।
এবার বলেন গ্লাডিওলাস আর সরিষার বাগান কোথায়? সামনে এদুটো বাগান দেখার ও ইচ্ছে হচ্ছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: পাইকারি বাজারের সামনের রোাড দিয়ে সামনে গেলে ৩/৪ টা বাগান পাবেন - লোকাল লোকদের সহায়তা নিতে পারেন
৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!!
আমি শ্যামলী থেকে কিভাবে গোলাপ বাগান দেখতে যাব, নির্দেশনা দিন।
আর পাখি দেখতে সুনামগঞ্জ যাবার কথা ভাবছি!!
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: শ্যামলী থেকে মিরপুর এক নম্বর সেকশন তারপর রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা ১০ মিনিট পরপর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে।স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায় সাদুল্লাপুর।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল্গাচ্ছে........।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
দুর্দান্ত কাফেলা বলেছেন:
৩/৪ গ্লাডিওলাস বাগান আছে এই দিকে
১০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
নতুন নকিব বলেছেন:
"যারা যাবেন অন্তত ১০০ টাকার গোলাপ কেনার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। গোলাপ চাষীদের সহায়তা করুন।" -ফুলচাষীদের প্রতি ভালবাসা! এ যে ফুলের প্রতিই নিখাদ ভালবাসার অনাবিল প্রকাশ!
ভাল থাকবেন।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ছবি ও বিবরণ খুবই ভাল লেগেছে, ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
শামীম সরদার নিশু বলেছেন: খুব ভালো লাগল
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২০
আমি মাধবীলতা বলেছেন: অসাধারণ !!! যাবো যাবো করেও যাওয়া হচ্ছিলো না... আপনার পোস্ট দেখে যাবার সিদ্ধান্তটা নিতেই হলো...!
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: এখন বাগান ফুলে ফুলে ভরপুর সাথে গোলাপ ছাড়াও অনেক ফুল পাবেন - যেমন গ্লাডিওলাস । কিছুদিন পর গেলে শধু গোলাপ , তাও পরিমানে কম - আকারে ছোট - শিতের পাখিও আর বেশিদিন নেই
শুভকামনা
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: এক ঢিলে দুই পাখি, সত্যিই বেশ ভালো করেছেন, গোলাপ গ্রামে এখনো যাওয়া হয়নি, যাবো যাবো করছি। পোষ্টে ভালোলাগা।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: এখন বাগান ফুলে ফুলে ভরপুর সাথে গোলাপ ছাড়াও অনেক ফুল পাবেন - যেমন গ্লাডিওলাস । কিছুদিন পর গেলে শধু গোলাপ , তাও পরিমানে কম - আকারে ছোট - শুভকামনা
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
সাদা মনের মানুষ বলেছেন:
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
ভাবুক কবি বলেছেন: ছবিগুলোই অনেক কিছু প্রকাশ করে। জানলাম অনেকিকিছুই
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
বিলিয়ার রহমান বলেছেন: দারুন সব ছবির সাথে আপনার বর্ননার নিজস্বতা পোস্টাকে দারুন করেছে!
এই পোস্টে ভালোলাগা না রেখে যাওয়ার কোন কারন দেখছি না!
লাইক!
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
টুনটুনি০৪ বলেছেন: অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য,ফুল,পাখি ইত্যাদি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
নাগরিক কবি বলেছেন: মন খারাপ ছিল, ভাল হয়ে গেছে।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: অপুর্ব!!
নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হইছে।