নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নেহকাতর

দুর্দান্ত কাফেলা

আমি আমার মনের খাচায় বন্দী পাখী...

দুর্দান্ত কাফেলা › বিস্তারিত পোস্টঃ

পাখির দেশ, বাংলাদেশ

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

পাখির দেশ, বাংলাদেশ


বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সমস্ত পাখির মধ্যে গত দুই শতকে বাংলাদেশে ছিল (কিন্তু এখন নেই) এবং বর্তমানে আছে এমন পাখিও অন্তর্ভুক্ত। এমন পাখির সংখ্যা মোট ৬৫০টি।




Asian Koel, male ( Eudynamys scolopaceus ) - পুরুষ কোকিল

এ ৬৫০টি পাখির মধ্যে ৩০টি বাংলাদেশে বর্তমানে বিলুপ্ত, অতীতে বাংলাদেশে ছিল। ৩০টি পাখির মধ্যে ২৯টি অন্য দেশে পাওয়া গেলেও একটি- গোলাপীশির হাঁস, সম্ভবত সারা পৃথিবীতেই বিলুপ্ত। অবশিষ্ট ৬২০টি প্রজাতির পাখি সাম্প্রতিককালে এদেশে দেখা গেছে এবং এরা বাংলাদেশে থাকে বা আসে বলে নিশ্চিত হওয়া গেছে। এই ৬২০টি প্রজাতির মধ্যে ১৪৩টি প্রজাতির পাখি বাংলাদেশে 'অনিয়মিত' আখ্যায়িত হয়েছে, কারণ কালেভদ্রে এদের দেখা যায়।



Common Iora(ফটিকজল)

বাকি ৪৭৭ প্রজাতির পাখি বাংলাদেশে নিয়মিত দেখা যায়। এই ৪৭৭ প্রজাতির মধ্যে ৩০১টি বাংলাদেশের 'আবাসিক' পাখি যেগুলো স্থায়ীভাবে এ দেশে বাস করে। বাকি ১৭৬টি বাংলাদেশের 'পরিযায়ী' পাখি যেগুলো খণ্ডকালের জন্য নিয়মিতভাবে এ দেশে থাকে। এই ১৭৬ প্রজাতির নিয়মিত আগন্তুকের মধ্যে ১৬০টি শীতে এবং ৬টি গ্রীষ্মে বাংলাদেশে থাকে; বাকি ১০টি বসন্তে এদেশে থাকে যাদেরকে 'পান্থ-পরিযায়ী' নামে আখ্যায়িত করা হয়েছে।[১]



Common Kingfisher পাতি মাছরাঙা

৭৪৪টি পাখির মধ্যে বাকি রইল ১৯৪টি পাখি। বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক বাংলাদেশে এ সব পাখির অস্তিত্ব থাকতে পারে বললে অনুমান করেছেন, কিন্তু কোন অকাট্য প্রমাণ দেখাতে পারেননি বা পরবর্তীতে এদেরকে এ অঞ্চলে কখনো দেখা যায় নি। এসব পাখিকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। -


Common Moorhen পাতি পানমুরগি




Common sandpiper



Green bee eater সবুজ সুইচরা


Indian Pond Heron বক


Lineated Barbet সবুজ বসন্তবউরী দাগি বসন্ত


Little Cormorant পানকৌরি & Eastern great egret সারস



Long-tailed Shrike Juvenile ল্যাঞ্জা লাটোরা কালো মাথা কসাই


White-breasted Water hen (ডাহুক পাখী)


Rufous Treepie হাঁড়িচাচা লেজ ঝোলা ডাকাত পাখি খয়েরি হাঁড়িচাচা


জলপিপি Jacana



ধলা বুক মাছরাঙ্গা। White-Throated Kingfisher



পাতি সড়াইল Lesser Whistling-Duck



নীলকান্ত-নীলকণ্ঠ


বেনেবউ , হলদে পাখি ,কুটুম পাখি Black-hooded Oriole


শঙ্খ চিল - Brahminy kite


লাল-লতিকা হটটিটি Red-wattled lapwing



ধলাগলা লেজনাচানি ধলাগলা ছাতিঘুরুনি চাক দোয়েল White-throated Fantail (Rhipidura albicollis) 2


বর্মী কাঠঠোকরা পাতি কাঠঠোকরা নামেও পরিচিত। Common Flameback Woodpecker


বাতাবি কাঠকুড়ালি Fulvous-breasted Woodpecker


তিলা মুনিয়া - Scaly-breasted munia


শামুকখোল (বৈজ্ঞানিক নাম Anastomus oscitans) (ইংরেজি Asian Openbill)

লেখা -উইকিপিডিয়া
ছবি - নিজ

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

নূর-ই-হাফসা বলেছেন: ছবি গুলো আপনার নামের মতোই দুর্দান্ত হয়েছে ।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

ঢাকার লোক বলেছেন: দারুন সব ছবি ! পাখির কাফেলা হয়েছে সত্যি দুর্দান্ত!

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ ছবি। প্রিয়তে রাখলাম।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ পোস্ট।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

এম ডি মুসা বলেছেন: অতিথি পাখা সাড়া জাগবে । ভালো লাগল জ্ঞান সমৃদ্ধ হল।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

আরণ্যক রাখাল বলেছেন: আমি বাংলাদেশকে ভালবাসি অল্প যে কয়েকটা জিনসের জন্য তার মধ্যে অন্যতম পাখি।
পাখি সম্পর্কিত সবই ভাল লাগে।
একদিন পাখি দেখে দেখে ঘুরে বেড়াবো

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

সাখাওয়াত ইমন বলেছেন: খুবই ভালো লাগলো। অশেষ ধন্যবাদ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

santobikel বলেছেন: দুর্দান্ত পোস্ট । খুবই ভালো লাগলো। অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.