![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অপ্রিয় সত্য কথা। এই কথাটা আমাদের শ্রদ্ধা ভাজন এক বড় ভাইয়ের ।আমারও খুব যৌক্তিক মনে হয়েছে কথাটা।
আমার দেশে কোন পাবলিক নাই!(আক্ষেপ করে) এরা কোনও কিছু বোঝেনা। এরা ঠিকমত কিছু করেনা। সবই গোলে হরিবল।
বেশ আগে বলেছিলেন।
মূল প্রসঙ্গে যাই -সেটা হল আমরা একটা পিকিউলিয়ার দেশে বাস করি। আমরা আমাদের নিজেদের সমস্যা সমাধান করতে পারিনা। ডেকে আনি পাড়া প্রতিবেশি বড় কোন শক্তিধর দেশের প্রতিনিধিদের ।তাদের কাছে আমরা বিচার দেই। কান্না কাটি করি। তাদের দেশের মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সাড়ম্বরে প্রচার করি। রেফারেন্স টেনে বলি -দেখছেন দেশে কি হচ্ছে। প্রতিটি সরকারের আমলে এই একই চিত্র। কারও কোনও মাথা ব্যথা নেই। আমরা আমজনতারাও এখন বলাবলি করছি,তারানকো,মজিনা,হেদার ক্রুডেন,পংকজ শরণ মনে হয় রাজনৈতিক অচলাবস্থা দূর করতে পারবে।
যাই হোক এই হল আমাদের মানসিকতার অবস্থা।
এক দল বলছে তাদের অবরোধে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আরেক দল বলছে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। বিভ্রান্ত হয়ে যাই। কারা সমর্থন করছে আর কারা করছেনা। কিন্তু যে জনগণের দোহাই তারা দিচ্ছেন সেই পাবলিকের তো বারটা বাজতেছে।
প্রশ্ন জাগে তাহলে বাসে পেট্রোল বোমায় নিহত হল কোন দলের কর্মী। আমার জানা মতে তারা কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তাহলে হলটা কি?
১৮দল বলছে এটা সরকারের এজেন্টরা করেছে আর ১৪দল বলছে এটা বিএনপি-জামায়াত করেছে।
রাজনৈতিক দলগুলোর কি কোন দায় নে্ই সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা বিধান করার। নাকি ক্ষমতায় থাকতে আর ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ন্যায় নীতি মানবতাবোধ বিসর্জন দিতেই উদগ্রীব?
তবে এই যে দায় না নেয়ার প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে
বিরাজ করছে তার খেসারত এখন যেমন দেশের মানুষ দিচ্ছে ভবিষ্যতে আরও তীব্রভাবে দিতে হবে তাদের । রাজনৈতিক দলগুলোকেই আস্তাকুড়ে নিক্ষেপ করবে দেশের মানুষ্।
©somewhere in net ltd.