নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

দুর্জয় তারুণ্য

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব। আমি আঁধারের ব্যাক্তিগত অহংকার ।আমি বৈরাগ্যের ভ্রান্তি। অসম্পূর্ণ ছায়ামাত্র! আমি ব্যাথিত , ব্যর্থ নই। আমি রৌদ্রের মতো অভিকর্ষহীন ,অনুভূতিহীন নই।

দুর্জয় তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

পাচার রোধে ব্যবস্থা নিন

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

শান্তিতে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর প্রতিষ্ঠানের এক সমীক্ষায় বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী ও শিশুদের পরিণতি নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, যেসব নারী ও শিশু সীমান্ত পেরিয়ে পাশের দেশ ভারতে পাচার হচ্ছে তাদের বেশিরভাগই দেশটিতে যৌন কর্মে বাধ্য হচ্ছে। বলা হয়, ভারতে প্রায় ৩ হাজার ৪০০ কোটি ডলারের যৌন বাণিজ্যে প্রতি বছর প্রায় ৩০ লাখ কম বয়সী নারীকে জোরজবরদস্ত এ ঘৃণ্য ব্যবসায় নামানো হচ্ছে। কৈলাশের প্রতিষ্ঠিত 'গ্লোবাল মার্চ অ্যাগেইনস্ট চাইল্ড লেবার'র প্রকাশিত এ সমীক্ষায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে প্রদীপের নিচেকার অন্ধকার দিকটি উদ্ঘাটিত হয়েছে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী ও শিশু সম্পর্কিত সংবাদ এবং তথ্য প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ভুক্তভোগীরা উদ্ধার ও দালালরা আটক হচ্ছে। কিন্তু পাচার রোধের সব ব্যবস্থা উপেক্ষা করে দিনকে দিন পাচার বেড়েই চলছে। কৈলাশ সত্যার্থীর প্রতিষ্ঠানের 'বাধ্যতামূলক শ্রম ব্যবসার পেছনের অর্থনীতি' সমীক্ষার প্রতিবেদনে জানানো হয়, যৌন ব্যবসায় শিশুদের পাচার করার জেরে যে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়, পাচারকারী ছাড়াও তার ভাগ পায় পতিতালয়ের মালিক, মহাজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনজীবী ও বিচার ব্যবস্থায় জড়িত ব্যক্তিরাসহ অনেকে।
বিশ্বে যৌন বাণিজ্যকেন্দ্রিক একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে উঠছে। এ অপশক্তির জাল থেকে বাংলাদেশের নারী ও শিশুরাও মুক্ত নয়। তাই পাচার রোধে স্থানীয় ও আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপ জরুরি। পাশাপাশি মেয়ে শিশু ও নারীদের পরিবারের বোঝা না ভেবে, তাদের শিক্ষা এবং ক্ষমতায়নের প্রতি জোর দিতে হবে। পাচার রোধে প্রণীত আইন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা আবশ্যক। আটক পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.