![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের যারা নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারক, তাদের জন্য আমার সত্যিই করুণা হচ্ছে।
আমি নিশ্চিত বেচারারা তাদের স্ত্রীদের অত্যাচারে অতিষ্ঠ।
তাদের স্ত্রীদের চাপে পড়ে তারা ভারতীয় সিরিয়াল দেখেন।
ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।
যার ফলশ্রুতিতে নিরাপত্তা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় নাটক সমূহ ভারতীয় সিরিয়ালের দ্বারা প্রভাবিত হচ্ছে।
আমরা দেখতে বাধ্য হচ্ছি এই সকল বস্তাপচা নাটক।
আনসার আল ইসলাম নামক একটি দায়মুক্তি সংগঠনের মাধ্যমে তারা সর্বরোগের ঔষধের ন্যায় সর্বপ্রকার ধর্মসংশ্লিষ্ট নাটকের দায়ভার গ্রহণের নাটক মঞ্চস্থ করছেন।
এই তথাকথিত নামস্বর্বস্ব সংগঠনটি কোন ঘটনা ঘটার অতি অল্প সময়ের মধ্যে দায় স্বীকারের বিশ্বরেকর্ড করতে যাচ্ছে।
অবশ্য কিছু ক্ষেত্রে ঘটনা না ঘটলেও তাদের অাবির্ভাব দেখা যায়।
তেমন একটি বিরল ঘটনা ছিল টিএসসির ঘটনা পর দাঁড়িওয়ালা তত্ত্ব প্রদানকারী প্রতিবেদকের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্য আমরা ঐ পেজের পরিচালনাকারীদের পরিচয় নিশ্চিত হতে পেরেছিলাম।
তবে পরিশেষে সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই যে, তারা যেন তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের জনপ্রতি অতিরিক্ত একটি টিভি সেট কিনে দেয় এবং উক্ত টিভি সেটে যেন ভারতীয় চ্যানেল দেখা না যায় সে বিষয়টি নিশ্চিত করেন।
যাতে করে আমরা এই সকল বস্তাপচা নাটক দেখার হাত থেকে মুক্তি পেতে পারি।
©somewhere in net ltd.