![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করাই এই দিনের মূল লক্ষ্য। গতকাল সকালে গুশ থেকে উঠে ফ্রেস হতে গিয়েই খাইরাম প্রথম ধাক্কা। কলে পানি নেই। রিজার্ভ পানি দিয়ে কোন রকম ফ্রেস হলাম, গোসল করতে পারলাম না, ভাবলাম অফিস থেকে ফিরে গোসল সেরে নিব।
অফিসে এসে ব্যস্ততায় পানির চিন্তা ভূলে গেলাম। সন্ধ্যায় বাসায় ফিরে ছুটলাম বাথরুমের উদ্দেশ্যে আমাকে এভাবে ছুটতে দেখে অপরাজিতা মিটি মিটি হাসছে, বাথরুমে ঢুকে কল ছেড়ে খাইলাম ধরা, গোসল আর করা হইল না। এই গরম তার উপর পানি নেই, নেই বিদ্যুৎ, গোসল ছাড়া অবস্থাটা বুঝুন।
সারারাত অনেকবার কল চেক করলাম, শেষে বাড়িওয়ালাকে জানাতেই বলল ওয়াসার মূল লাইন নস্ট সব বাসায় একই অবস্থা। সারারাত পানি পেলাম না, পেলাম না আজ সকালে ও। তাই অফিসে আসার সময় অতিরিক্ত কাপড় সাথে আনতে হলো এবং একটু সকাল সকাল অফিসে ঢুকে সেরে নিলাম গোসল আহ কি শান্তি!
পানির অভাবে বাসায় আজ দুদিন জরুরী কাজগুলি ও সারতে পারছি না। এমার্জেন্সি রিজার্ভ (বালতি ও ড্রাম) শেষের পথে, কিন্তু জানি না কখন আবার আসবে পানি। পানি দিবসে পানি নিয়ে ভাবনা বোধ হয় অন্তহীনই চলবে।
২৩ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৯
দূর্ভাষী বলেছেন: ভাইজান কোন পদে দোয়াপ্রার্থী!!
২| ২৩ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৬
আমিনুল ইসলাম মামুন বলেছেন: এ যন্ত্রণার অবসান হওয়া উচিত।
২৩ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৯
দূর্ভাষী বলেছেন: ক্যামনে যে অবসান হইব সেইটাই তো বুঝছি না
৩| ২৩ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৩
রাজসোহান বলেছেন:
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৪
দূর্ভাষী বলেছেন: কান্দনই আমাগো কপাল
৪| ২৩ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৯
বড় বিলাই বলেছেন: বেদুইনদের মত জীবন-যাপনের অভ্যাস করে ফেলতে হবে শিগগিরই।
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৬
দূর্ভাষী বলেছেন: সহমত
৫| ২৪ শে মার্চ, ২০১০ রাত ৩:৩৩
পাহাড়ের কান্না বলেছেন:
যেতে দেখি না মাঝে মাঝে আসে বিদ্যুৎ,
বলেন দেখি ভাই কি অদ্ভুদ!
না আছে পানি, না থাকে গ্যাস।
এই আমার সোনার বাংলাদেশ
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৮
দূর্ভাষী বলেছেন: লা জবাব
৬| ২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৬
সবার প্রিয় বলেছেন: ভাগ্যিস অফিস টা ছিল। চাকরী টা ছেড়ে দিলে কি বিপদে পড়ে যেতে তা একবার ভেবে দেখেছ?
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:১০
দূর্ভাষী বলেছেন: গাধা
৭| ২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:২২
সবার প্রিয় বলেছেন: জ্বি আব্বা বলেন...............
২৫ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৯
দূর্ভাষী বলেছেন: খপর আছে
৮| ২৫ শে মার্চ, ২০১০ সকাল ১১:৪৬
মুহিব বলেছেন: পানিছাড়া দিনগুলোর জন্য প্রস্তুতি নেন।
২৫ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৯
দূর্ভাষী বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৪
কাব্য বলেছেন:
? সরকারতো আমাগোরে স্বাধীনতা,গণতন্ত্র,মুক্তিযুদ্ধ,রাজাকারগো বিচার,১০ টাকার চাউল দিতাছেই।গরীবের এতো ঘোড়ারোগ ভালো নাহ 
"স্বাধীনতা,গণতন্ত্র,জাতীয়তাবাদের আলো
ঘরে ঘরে ঢালো"
জনগন পানি,বিদ্যুৎ,গ্যাস,নিরাপত্তা এইগুলা চায় ক্যাল্ল্যায়