নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ › বিস্তারিত পোস্টঃ

আমরা কেন চেনতহীন হয়ে যাচ্ছি

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১



দেশে একের পর এক ট্র্যাজেডি, আমরা কেন যানি চেনতহীন হয়ে যাচ্ছি। এই সরকারের প্রথমেই পিলখানা ট্র্যাজেডি, নিমতলী ট্র্যাজেডি, শাখারি বাজার ট্র্যাজেডি, ফটিকছড়ি ট্র্যাজেডি, বদ্দারহাট ট্র্যাজেডি, তানজির গার্মেন্স ট্র্যাজেডি, লঞ্চ ডুবি ট্র্যজেডি সর্বশেষ বুধবার সাভার ট্র্যাজেডিসহ অশংখ্য চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অথচ আমাদের জীবণ কেন যানি অস্বাভাবিক হয়ে যাচ্ছে। কোন বড় ঘটনাই যেন আমাদের মধ্যে চেতন জাগাচ্ছেনা। একের পর এক দূর্ঘটনা ঘটে শত শত হাজার হাজার মানুষ প্রাণ হারালেও আমরা নির্বাক। দু’চার দিন খবর থাকে এরপর আর কেউ এই নিয়ে ভাবিনা। আমাদের ভবিষ্যৎ প্রজর্ম্মের জন্য চিন্তা করিনা। পিলখানা, নিমতলী, শাখারি বাজার, বদ্দারহাট, তানজির গার্মেন্সের ঘটনায় দোষিদের কোন বিচার এখনো হয়নি। ফলে দেশে একের পর এক বড় ধরণের ঘটনা, দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা চাই আর যেন কোন মায়ের বুক খালি হয়। কোন নারী ম্বামী হারায়, ম্বামী স্ত্রী হারায়, ভাই বোন হারায়। বোন ভাই হারায়। এসব ঘটনার বিরুদ্ধে এখনই কঠোর না হলে বার বার দূর্ঘটনা ঘটেই থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.