নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে ছাগলে খাওয়ার হাত থেকে বাঁচানোর উপায় কি !

২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭



বাংলাদেশকে ছাগলে খাওয়ার হাত থেকে বাঁচানোর উপায় কি !

হংকংয়ের সাথে বাংলাদের হারার পর স্বভাবতই প্রশ্ন জাগতে পারে কি হয়েছে সে দিন বাংলাদেশের যে হংকংয়ের মত একটি দুর্বল দেশের সাথে হেরে গেছে। এর পর থেকেই বাংলাদেশ নিয়ে দেশেতো দুরের থাক বিদেশেও হইচই শুরু হয়েছে। আম জনতার মুখে যত টুকু শুনা গেলো তা অত্যান্ত দু:খ জনক। বাংলাদেশের খোলোয়াড়দের মধ্যে একে অপরের সাথে নাকি ঐক্য নাই। মাঠে যে যার মত খেলে। এই কথার শত ভাগ প্রমাণ মিলেছে হংকংয়ের সাথে খেলার দিন। যখন একে একে ইউকেট পড়ছে তখন খেলোয়াড়রা ধৈয্যসহকারে না খেলে যেনতেন ভাবে খেলেছে। আমার মতো যারা সেদিন খেলা দেখেছেন আশা করি তারা সবাই একমত হবেন। তো হংকংয়ের মতো ছাগল যে ভাবে বাংলাদেশের টাইগারের পা নিয়ে টানাটানি করছে এভাবে চলতে থাকলে অদুর ভবিষ্যতে চুনোপুটিও বাংলাদেশকে খাওয়ার স্বাধ মিটাবে। তাই এখনি সাবধান হওয়া উচিৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.