নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ › বিস্তারিত পোস্টঃ

নারী পুরুষ ঢলাঢলি

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:২৩

আমি এখন কাপ্তাই কর্নফুলি কলেজের পাশের এক আত্মীয়ের বাসায় আছি। পাশের জনৈক পীরের ওরসের নামে জোরসে মাইকে চলছে গান-বাজনা। আওয়াজে ঘুম আসছে না। আমার সাড়ে ৯ মাসের মেয়েটা মাইকের আওয়াজের কারণে ক্ষনে ক্ষনে জেগে উঠছে আর কান্নাকাটি করছে। আমি মেহমান তাই কিছু বলতে পারছিনা। কিন্তু আচর্য হচ্ছি এখানকার বাসিন্ধাদের দেখে। এতো জোরে মাইক চলছে, প্রায় দেড়টা পর্যন্ত কেউ কিছুই বলছেনা। তার ছেড়ে বড় কথা হচ্ছে এখান থেকে মাত্র কোয়াটার কিলোমিটার দুরে কাপ্তাই থানা। তারা যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর আমজনতার ১২টা বাজছে। যারা এগুলো করছে তারা যেন আহাম্মক। আক্কল জ্ঞান বলতে কিছু আছে বলে মনে হয়না। সেখানে গিয়ে দেখা গেছে নারী পুরুষ ঢলাঢলি। অনেকে মাজারে সেজদা করছে। যা ইসলামে সম্পূর্ন নাজায়েজ। আল্লাহ তাদের হেদায়েত দিন। -আমিন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৩

ইমাম হাসান রনি বলেছেন: কোন মাজারে সিজদা করা কবিরা গুনাহ । আল্লাহ উনাদের হেদায়েত করুন।

২| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১০

আমি অপদার্থ বলেছেন: মাজারে সেজদা করা ইসলামে সম্পূর্ন নাজায়েজ তেমনি এই ধরণের প্রোফাইল পিকচার ব্যাবহার করাও নাজায়েজ। ;) নিজের দোষ ঠিক করে অন্যের দোষ ধরবেন। ভাল থাকেবেন।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

হেডস্যার বলেছেন:
আমি অপদার্থ বলেছেন: মাজারে সেজদা করা ইসলামে সম্পূর্ন নাজায়েজ তেমনি এই ধরণের প্রোফাইল পিকচার ব্যাবহার করাও নাজায়েজ। ;) নিজের দোষ ঠিক করে অন্যের দোষ ধরবেন। ভাল থাকেবেন।

=p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.