| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরবীক্ষণ
আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।
আমাদের ক্রিকেট খেলা ভালো হবে কিভাবে বলুন ?ক্রিকেট খেলা ছাড়াও আমাদের খেলোয়ারদের অনেক কাজ করতে হয়।যেমন শাকিব কে লোকজনের টয়লেটের পাশে দাঁড়িয়ে দেখতে হয় কাজ সারার পর লাইফবয় সাবান দিয়ে হাত পরিস্কার করলো কিনা !! তামিমকে আবার ফেয়ার এন্ড লাভলী মেখে মেয়ে পটাতে হয় !মুশফিককে আবার ইলেক্ট্রনিক্সের দোকান ঘুরে মাই টিভি যে সবার সেরা জনগণকে এটা বুঝাতে হয়। কোন কারণে যদিও ভালো খেলা খেলে ফেললো তার পরে যে পরিমান টাকা,গাড়ি,বাড়ি তাদের উপঢৌকন দেওয়া হয় এগুলো সামলাতেও তাদের অনেক পরিশ্রম করতে হয় !!এবার বলেন ভালো খেলাটা খেলবে কিভাবে ??একটুতেই সব কিছু বেশি বেশি পেয়ে যাওয়া মানুষের প্রতিভাকে নষ্ট করে।এটা সেটা দিয়ে বিলাসিতায় না মজিয়ে পরিশ্রমী করে তুললে আর আত্মসম্মান বোধ থাকলে কাজের প্রতি তাদের দায় থাকতো।
সূত্র-টিআই তসলিমের ফেসবুক
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৭:০৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পাপইনারে বুঝান। ঐ হালাতো ক্যামনে ফান্ড বাড়বো এই তালেই আছে।