নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ

আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।

দূরবীক্ষণ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের প্রতিবাদ করায় ধর্ষকরাই গুলি করে খুন করলো যুবককে, আমাদের প্রশাসন কোথায় ! মদদদাতা ও পুলিশেরও বিচার হওয়া উচিৎ!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

ভাবতে অভাক লাগে এই কোন সমাজে বাস করছি আমরা। কেউ ধর্ষিত হবে, খুন হবে, লুট হবে প্রতিবাদ করতে পারবোনা। প্রতিবাদ করলেই প্রকাশ্যে গুলি করে ঝাঝরা করে দেয়া হবে বুক। ঝরে যাবে তাজা প্রাণ। এ কেমন কথা। এমতো হওয়ার কথা নয়। কোম্পানীগঞ্জের ঘটনার পর কি আমাদের দেশের সরকার ও প্রশাসনের টনক নড়বে। কোম্পানীগঞ্জ একটি ভিআইপি এলাকা। বর্তমান যোগাযোগমন্ত্রীর বাড়ি সেখানে। প্রতিবাদি যুবক মারুফ কোন অন্যায় করেনি। নিহত প্রবাসী ব্যবসায়ী মারূফের অপরাধ ছিল সে তার এলাকার ধর্ষিতা এক তরুণীর সাহায্যে এগিয়ে এসেছিল। মারূফের অপরাধ ছিল সে যুবলীগ ক্যাডার কর্তৃক তার আপন বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করেছিল। এ জন্য মারূফকে তার বাড়ির সামনেই নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে যুবলীগ ক্যাডার ইয়াছিন ও তার অস্ত্রধারী সঙ্গীরা। পুলিশ ইয়াছিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্র উদ্ধার করছে। যুবলীগ ক্যাডাররা তাকে হুমকির পর পুলিশকে বলা হয়েছিল। কিন্তু পুলিশ সে কথা শুনেনি। আর তাই সন্ত্রাসীরা এমন খুনের ঘটনা ঘটিয়েছে। আমরা সন্ত্রাসী, সন্ত্রাসীদের মদদদাতা ও পুলিশের শাস্তি চাই। কোম্পানীগঞ্জের ওসি সজিদুল এখনো মজা করে বেড়ান। কোন আসামীকে গ্রেফতার করতে পারেননি। তার বিরুদ্ধেও তদন্ত করা হোক। আর বলতে চাই, মারুফ তুমি আমাদের ক্ষমা করো। হে প্রতিবাদি তোমাকে বাঁচতে দেয়নি এই নষ্ট সমাজ। তবে আমরা হাল চাড়বো না। তোমার পথেই এগিয়ে যাবে সকল প্রতিবাদি যুব সমাজ। কারণ অন্যায় অবিচার জুলুম আর ক্ষমতা বেশি দিন টিকে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭

নতুন বলেছেন: :|

২| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৫:০২

িশপু মাস্তান বলেছেন: ভাই এটা আর নতুন কি? বিগত ৫ বছর চলছে আর কতদিন চলবে তা কেবল উপর আল্লাহই জানেন???

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা, সোনার ছেলেরা খুন ধর্ষণের সেন্চুরী করবে, এ আর এমন কি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.