| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরবীক্ষণ
আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।
আজ বিকাল থেকেই নারায়নগঞ্জে অপহৃত প্যানেল মেয়র নজরুল ইসলামসহ একে একে ৭ জনের লাশ শিতালক্ষা নদী থেকে উদ্ধার করা হয়। সেখান বর্তমানে তান্ডব চলছে। তাদের দুই দিন আগে অপহরণ করা হয়েছিল। তারা সরকারী দলের পোষ্টধারী লোক। আইনশৃংখলা বাহিনী দুই দিনেও তাদের উদ্ধার করতে না পারায় লাশ হতে হলো তাদের। নারয়নগঞ্জ একটা গুরুত্বপূর্ন এলাকা। সেখানে এমনিতেই প্রশাসন সবর থাকে সব সময়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হল দেশের কারো নিরাপত্তা নেই। সরকারকে অপরাধীরা অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই অপরহণ ও হত্যার ঘটনাটি ঘটিয়েছে। তাহলে এখন প্রশাসন কি করতে পারে। তারা কি এই ঘটনার নেপথ্যে জামায়াত শিবির, বিএনপি বা জঙ্গীদের যোগসাজসের নাটক সাজাবেন। নাকি প্রকৃত ঘটনা উদঘাটনাসহ অপরাধীদের গ্রেফতার করবেন। সেই প্রতিক্ষায় রইলাম। আশা করি সরকার বিষয়টি গুরুত্বসহ কারে নেবে এবং অপরাধী যে দলেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
দূরবীক্ষণ বলেছেন: ঠিক কইছেন ভাই. আল্লাহ মাপ করছে মখা নাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮
মোমের মানুষ-২ বলেছেন: মখা থাকলে এতক্ষনে বলে ফেলতেন, এটা নিশ্চই জামাত-শিবিরের কাজ