| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরবীক্ষণ
আমি একজন ভবঘুরে। এদিক সেদিক ঘুরি ফিরে দিন কাটাই। যেখানে রাত সেখানে কাত।
কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল। অথচ সেই ভিন দেশী পতাকা লাগাতে গিয়ে মানুষ মরে বাংলাদেশে। বিশ্বকাপ ফুটবল যে ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে যারা এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে সেই ব্রাজিল আর আর্জেন্টিনায় কিন্তু এতো উম্মদনা নেই। বাসা-বাড়িতে এতো পতাকা নেই। আমরা এতো হুজুগে বাঙ্গালী যে পাইছে একটা বিশ্বকাপ, আর যায় কোই। যা পারি কইরা লই অবস্থা আর কি। এই বিশ্বকাপের আগেই দেশে পতাকা লাগাতে গিয়ে আজ নোয়াখালীর বেগমগঞ্জে এর আগে কুমিল্লায় এক জন করে মারা গেলো এতে তাদের কি লাভ হয়েছে আমার বড্ড জানতে ইচ্ছে করে। কবে আমাদের বিবেক বুদ্ধি হবে। কবে আমরা হুজুগে বাঙ্গালী থেকে বুজুর্গে বাঙ্গালীতে পরিণত হবো।
১২ ই জুন, ২০১৪ রাত ১২:১৩
দূরবীক্ষণ বলেছেন: ধন্যাবাদ
২|
১২ ই জুন, ২০১৪ রাত ১২:০৮
স্বাধীন কিবোর্ড বলেছেন: সহ ম
১২ ই জুন, ২০১৪ রাত ১২:১২
দূরবীক্ষণ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১২:০১
পংবাড়ী বলেছেন: ইডিয়টরা হুজুগী