নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

কিভাবে হবেন ভালো lyricist? (টিউটোরিয়াল পোস্ট) B-)

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৬





গান লিখতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে লিখবেন বুঝতে পারছেন না? কোন চিন্তা নেই, আপনাকে পথ দেখাতে নিয়ে এসেছি এই পোস্ট! এখানে দেয়া টিপস গুলো অনুসরণ করলেই... মানে কেল্লা ফতে আর কি!



তো আসুন দেখি কিভাবে হওয়া যায় ভালোমানের lyricist?



১। লিখতে হলে প্রথমেই যেটা করতে হবে, সেটা হল পড়া। সামনে যা পাবেন গোগ্রাসে পড়া শুরু করুন। কোন কিছুই বাদ দেবেন না। পাঠ্যবই অবশ্যি এই তালিকায় না রাখাই ভালো :P। বেশি করে পড়লে আপনার শব্দভান্ডার উন্নত হবে। আরো অনেক সুবিধা আছে। সুতরাং এখনই পড়া শুরু করুন।



২। মনে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আপনি গান লিখতে পারবেন।



৩। যে বিষয়ে গান লিখতে চাইবেন, সেটা যখনই মনে আসবে, সাথে সাথে লিখে ফেলবেন, কিংবা খুব ভালো হয় যদি পুরো গানটাই লিখে ফেলেন। কারণ ঐ মুহূর্তে আপনার মনে যে ভাবটুকু থাকবে, তা পরে আর কোনদিনই সেদিনের মত হবে না।



৪। প্রচুর পরিমাণে গান শুনুন। দেশী-বিদেশী, সব রকম।



৫। lyricist মাত্রই অনুভূতি প্রবণ মানুষ। চারপাশের প্রকৃতি, মানুষ দেখে আপনাকে উপলব্ধি করতে হবে, সেই সাথে বেচে থাকার ও লেখার উপাত্ত সংগ্রহ করতে হবে।



৬। গান তো লিখলেন (দুই একটা)। কারো মতামত নিয়েছেন কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোন অভিজ্ঞ ব্যক্তি কে আপনার লেখা দেখান যিনি গানের ভালো সমঝদার, কিন্তু উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আপনার লেখার সমালোচনা অথবা মিথ্যে প্রশংসা করবেন না। যাকে আপনার নিরপেক্ষ মনে হয়, তাকেই দেখান।



৭। সবসময় একই জাতীয় কথা বা একই ধারার কিছু লিখবেন না। একঘেয়েমিতা চলে আসবে। নতুন নতুন কিছু ভাবার চেষ্টা করুন।



৮। কেমন শব্দসম্ভার ব্যবহার করবেন? খুব দুর্বোধ্য কিছু না, যা বুঝতে অভিধান নিয়ে বসতে হয়, আবার এত সহজ ও না যে ফেলনা মনে হয়। একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে চেষ্টা করুন।



৯। লিখতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। এতে আপনার লেখাটাই বিগড়ে যাবে। সময় হাতে নিয়ে লিখতে বসুন।



১০। আপনার লেখা গান গুলো মাঝে মাঝেই বারবার পড়ুন। কোন জায়গায় যদি সংশোধন প্রয়োজন মনে হয়, অবশ্যই তা করুন। কাটাছেড়া করায় কোন বাধা নেই।



১১। ছন্দমিল। গুরুত্বপূর্ণ কিনা সেটা নির্ভর করে কি লিখছেন তার উপর। তবুও ছন্দমিলের বিষয়টি মাথায় রাখুন।



১২। কবি ও lyricist কি আলাদা সত্ত্বা? আমার তো তাই মনে হয়। একজন কবির ভেতর গভীর ভাবের স্ফুরণ ঘটে, যেটা একজন lyricist এর ভেতর না ঘটলেও চলে। মানে lyricist হতে গেলে কবি হওয়া জরুরী বোধকরি নয়। আবার lyricist কে গানের কোরাস, অন্তরা ইত্যাদি মাথায় রেখে লিখতে হয়।



যাই হোক, আপনি চান বা না চান, এই টিউটোরিয়াল এখানেই শেষ! হোপফুলি এখন আপনি মোটামুটি গান লিখতে পারছেন। আদা জল খেয়ে প্র্যাকটিস চালিয়ে যান, দেখবেন একদিন খুব সুন্দর লিখতে পারবেন। শুভকামনা।:)











ভাবছেন এত জ্ঞানী পাব্লিক টা কে, এত বক বক করছে? নারে ভাই, সেরকম অভিজ্ঞ কেউ নই। আর আমার অভিজ্ঞতা দিয়ে করবেন টা কি? আপনার কাজ হলেই তো হল। ;)



(সম্পুর্ণ এই লেখকের অনুর্বর মস্তিস্ক প্রসূত লেখা। অনুসরণ করে বিফল হলে লেখক কে মোটেও দায়ী করা যাবে না):P

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩১

অন্ধ আগন্তুক বলেছেন: টিউটোরিয়াল মন্দ হয় নাই ! :P :P :P

তবে , লিরিসিস্ট মাত্রই কবি ! তাই শেষ পয়েন্টে দ্বিমত থাকলো !

শুভকামনা ।

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমার একটু দ্বিমত আছে... কবি মাত্রই লিরিসিস্ট, কিন্তু লিরিসিস্ট মাত্রই বোধহয় কবি নন। ওই যে ক্ষার ও ক্ষারক টাইপের ব্যপার। পড়ার জন্য অনেক ধন্যবাদ :)

২| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩

চশমখোর বলেছেন:
অন্ধ আগন্তুক বলেছেন: টিউটোরিয়াল মন্দ হয় নাই ! :P :P :P

তবে , লিরিসিস্ট মাত্রই কবি ! তাই শেষ পয়েন্টে দ্বিমত থাকলো !

শুভকামনা ।

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাইলে কি নিজেরে কবি ভাবা শুরু কইরা দিমু নাকি ;)?

৩| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯

নষ্ট কবি বলেছেন: আমি কবিতা লিখি ৭ বছর
কিন্ত গান লিখতে পেরেছি মাত্র ১১ টা
তার মাঝে সুর দিতে পেরেছি ১০টায়
ভাল হয়েছে মাত্র ৫ টা

এত কিছুর পরেও আমি কবিতা লিখেই সুর দেবার চেষ্টা করি
এবং লিরিসিস্ট মাত্রই কবি

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাই নাকি? তাইলে কি নিজেরে কবি ভাবা শুরু কইরা দিমু নাকি ;)? ভরসা দিলে শুরু করতে পারি।

শুভকামনা রইল :)

৪| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯

সায়েম মুন বলেছেন: আয় হায় কি কথা কৈলেন। লিরিসিষ্ট নিকি কবি না /:)


বাকী কথা গুলো ভাল লাগছে। যাক এইবার যদি গান ল্যাখতে পারি :D

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ২:১৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাহলে নিজকে কবি মনে করা শুরু করে দেই :)

কি বলেন এখনো লিখেন নি? শুরু করে দিন আজই। লেখা হইলে জানায়েন :)

৫| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৫

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: দয়া কইরা আর্টসেলের লিরিসিস্ট রে এই পোস্টটা মেইল করেন।

ওগো গানগুলা শুনতে ব্যাপক লাগে, মাগার কথা গুলার কুনু আগামাথা নাই।

১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৫:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হেঃ হেঃ ওনারা বস মানুষ ভাই। ওনাদের ঘাটানো ঠিক হইবো না ;)

৬| ১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

আকাশ_পাগলা বলেছেন: কী অবস্থা মিয়া????

লিরিক্সিস্ট হতে গেলে কিছু সমস্যা আছে।
আমি প্র্যাকটিকাল চেষ্টা করে ফেইস করছি।

প্রথম ব্যাপার হল, গানের সময় আর সুর।
মানে, আমি যে গানটা লিখব, ওটা ভরে ফেলার জন্য সুর পাওয়ার যায়না।

আবার বেশি ছোট গান লিখলে নিজের কাছেই বিরক্ত লাগে।

৫ প্যারার বেশি হলে পুরা লিরিককে সুর দিয়ে সাপোর্ট দেয়া কষ্ট আছে।

বাই দ্যা ওয়ে, র‍্যাপ এর লিরিক লিখতে গেলে এসব সমস্যা নেই। কিন্তু সাধারণ গানের লিরিক লিখতে গেলে এ ব্যাপারগুলা খুব ভাবায়। এই ভাবনা গুলো ভাবতে গেলে, অস্বীকার করার কোন উপায়ই নেই যে কিছু একটা সুরও মানুষের মাথায় এসে পড়ে, তার নিজের গানের জন্য।

এখন সেই সুর অন্যকে, সুরকারকে বুঝানো আরেক ঠেলা।

সব মিলিয়ে কবিতার স্বাধীনতা নেই এখানে। অনেক প্ল্যান করা লাগে একটা মানানসই লিরিক লিখতে। তবে, মুনির চৌধুরী আর পার্থ বড়ুয়ার গানের মত প্রথম ৪ লাইন ১০০ বার প্যান প্যান করলে বা আইয়ুব বাচ্চুর টাইগার এনার্জি ড্রিংক এর বিজ্ঞাপণের মত এত্তগুলি কথা এক লাইনে বলে দিলে, লিরিক লেখা ব্যাপারই না। !!!!

১৫ ই মার্চ, ২০১১ রাত ২:৫৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অবস্থা ভালো না বস। কোন কাজে মন নাই :(

প্রথম ব্যাপার হল, গানের সময় আর সুর।
মানে, আমি যে গানটা লিখব, ওটা ভরে ফেলার জন্য সুর পাওয়ার যায়না।


হুম। এটা একটা ন্যাচারাল প্রব্লেম। মেলা কিছু মাথায় রেখে কাজ করা লাগে :(

আবার বেশি ছোট গান লিখলে নিজের কাছেই বিরক্ত লাগে।

আমার মনে হয় এভারেজ গানের দৈর্ঘ্য কমসে কম ২০ লাইন হওয়া দরকার। মুখ, অন্তরা এগুলো ধরে অবশ্য। আজ কাল একই মুখ দুবার গেয়ে গান করার রেওয়াজ চালু হয়েছে। এই গানগুলোর দৈর্ঘ্য সেজন্য খুব বেশি হয়না। যাহোক শুরুতেই এত ব্যাকরণ নিয়ে মাথা না ঘামালেও চলবে। পরে যখন লিরিক লেখা হ্যান্ডি হয়ে যাবে তখন এগুলো স্বাভাবিকভাবেই মাথায় চলে আসবে। :)

র‍্যাপ লিরিক দুইটা লিখসিলাম, যদিও নকল সুরে, তাই প্রব্লেম হয়নাই ;)

কবিতা আসলেই অনেক স্বাধীন। এত ব্যাকরণ মানতে হয়না।

মুনির চৌধুরী আর পার্থ বড়ুয়ার গানের মত প্রথম ৪ লাইন ১০০ বার প্যান প্যান করলে বা আইয়ুব বাচ্চুর টাইগার এনার্জি ড্রিংক এর বিজ্ঞাপণের মত এত্তগুলি কথা এক লাইনে বলে দিলে, লিরিক লেখা ব্যাপারই না। !!!!

ক্ষিকজ! তা যা বলস :)

৭| ১৫ ই মার্চ, ২০১১ রাত ৮:০২

জুন বলেছেন: সম্পুর্ণ এই লেখকের অনুর্বর মস্তিস্ক প্রসূত লেখা। অনুসরণ করে বিফল হলে লেখক কে মোটেও দায়ী করা যাবে না
কিন্ত আমি তো ভেবেছিলাম এবার একটা গান লিখবো, কারন অনেক কিছু লেখার মধ্যে এটাও বাকী ছিল :(

১৬ ই মার্চ, ২০১১ রাত ১:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপু, ঐটা লিখতে হয় তাই লিখেছি! আগে বিফল হন তো! ;)

লিখে ফেলেন লিখে ফেলেন! অপেক্ষায় থাকলাম :)

৮| ১৫ ই মার্চ, ২০১১ রাত ৮:১৭

ধূর্ত শিকারি বলেছেন: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: দয়া কইরা আর্টসেলের লিরিসিস্ট রে এই পোস্টটা মেইল করেন


সহমত।

১৬ ই মার্চ, ২০১১ রাত ১:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ক্ষিকজ! ওনার মেইলাইডি আসেনাকি ভাইজান? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.