নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

মিরপুরে ১৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিবেশ-বান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সরকারের পরিকল্পনায় ঢাকা ওয়াসা তেঁতুলঝোরা-ভাকুর্তা প্রকল্প গ্রহণ করেছে

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

ঢাকা ওয়াসা দৈনিক ১৫ কোটি লিটার পানি উৎপাদনের জন্য সাভারে ‘তেঁতুলঝোরা-ভাকুর্তা’ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে উৎপাদিত পানি নগরীর মিরপুর এলাকার বাসিন্দাদের জন্য সরবরাহ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে রাজধানীর জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ১০ লাখে। আর ২০৩০ সালে রাজধানীতে পানি সরবরাহের পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ৯৯০ কোটি লিটারে। এই বিপুল পরিমাণ সরবরাহের ব্যবস্থা কিভাবে হবে তা আমাদের আগে থেকেই ভাবতে হবে। বর্তমানে যে পরিমাণ পানি সরবরাহ দেয়া হচ্ছে তার ৮৭ ভাগ পানি তোলা হচ্ছে ভূগর্ভ থেকে। এটা পরিবেশের জন্য চরম হুমকি হয়ে উঠেছে। হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য। ভূগর্ভের পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি দিয়ে কিভাবে রাজধানীর চাহিদা মেটানো যায় সেই দিকে নজর দিতে হবে। ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতেই হবে। ওয়াসা বৃষ্টির পানি ধরে রেখে শীত মৌসুমে ব্যবহার করার বিষয়ে একটি সমীক্ষা চালিয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভূগর্ভস্থ পানির চাহিদা অনেকাংশে কমে যাবে। তখন পরিবেশেও নষ্ট হবে না। মেঘনা ও পদ্মা থেকে পানি সরবরাহ ব্যবস্থা করার সমীক্ষা শেষ হয়েছে। এখন এটি বাস্তবায়নের পথে রয়েছে। এই প্রকল্পটি পরিবেশবান্ধব হবে। পরিবেশের ওপর কোন বিরূপ প্রভাব পড়বে না। বরং ওই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে। ঢাকা মহানগরীকে বাসযোগ্য রাখার জন্য এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। প্রতিদিন ১৫ কোটি লিটার পানি সরবরাহ দেয়া যাবে। মূল প্রকল্পে ৪৬ উৎপাদন প্লান্টস (প্রডাকশন ওয়েলস), দুটি পানির আয়রন অপসারণ প্লান্ট, একটি অতিরিক্ত পানি ধরে রাখার জলাধার, ৫৬ ডিজেল জেনারেটর, ৭৬ গভীর নলকূপ ও ৪৮ দশমিক ৭৮ কিলোমিটার পানি সরবরাহ লাইন থাকবে। ঢাকা ওয়াসা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই রটেম কোম্পানির (এইচআরসি) মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। একটি পরিবেশ-বান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সরকারের পরিকল্পনায় ঢাকা ওয়াসা কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.