![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অন্যান দেশের ন্যায় আমাদের দেশেও আঙ্গুর চাষ সম্ভব হচ্ছে। নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে গবেষণার মাধ্যমে বিচিবিহীন আঙ্গুর চাষে সফলতা আসছে। সারা বছর আঙ্গুর জন্মে। শুষ্ক আবহাওয়ায় আঙ্গুর ভালো জন্মে। তবে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত আঙ্গুরের ফলন ভালো হয়। আঙ্গুর গাছ সাধারণত লতা জাতীয়। চারা রোপণের দেড় বছরের মধ্যে বিচিবিহীন আঙ্গুর ধরছে শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এক সময় বৈজ্ঞানিকরা বিচিবিহীন আঙ্গুর চাষে ব্যর্থ হয়ে মনে করতেন আমাদের দেশের আবহাওয়ায় বিচিবিহীন মিষ্টি আঙ্গুর জন্মাবেনা। কিন্তু কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিলে ৫০০ হেক্টর জমিতে আঙ্গুর চাষ সম্ভব। দেশে কৃষকরা আঙ্গুর চাষে আন্তরিক হলে সহযোগিতা অব্যাহত থাকবে। সরকারের এবং দেশের আঙ্গুরের চাহিদা কোন একসময় দেশিয় আঙ্গুর সিংহভাগ পূরণ করবে। আঙ্গুর কয়েক প্রজাতির হয়ে থাকে; কালো, সবুজ, বেগুনী। কৃষি গবেষণার প্রচেষ্টায় যেভাবে মালটা, স্ট্রবেরি ইত্যাদির উন্নত বীজ কিংবা জাত কৃষকদের মাঝে বিলিয়ে দিয়ে দেশের মানুষের খাদ্য চাহিদা মিটানোর চেষ্টা করছে সরকার, তেমনি আঙ্গুরের চাহিদা মিটাতেও সাধারণ কৃষকদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করে তাদের মাঝে বীজ রিতরণ ও বিচিবিহীন আঙ্গুর চাষে উত্সাহিত অপরূপ সফলতা পাবে বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
হামিদ আহসান বলেছেন: শুনে ভাল লাগল ....।