![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের আদলে সোনামসজিদ স্থলবন্দরকে রূপান্তরের প্রাথমিক কাজ শুরু হয়েছে। গত মে মাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরকালীন কিছু উন্নয়নমূলক প্রকল্পের আগাম প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার অংশ হিসেবে এবার সোনামসজিদ স্থলবন্দরকে আনা হচ্ছে রেলের আওতায়। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দরের দূরত্ব মাত্র ২৫ থেকে ৩০ কিলোমিটার। রেলপথ প্রকল্প বাস্তবায়ন হলে জেলার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে বড় ধরণের সাফল্য পেলে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাবে দেশ।সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্য খুব অল্প সময়ে এক খরেচে দেশের সব জায়গায় পৌছানো সম্ভব হবে।এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশ,ভুটান এমনকি নেপাল থেকেও আমদানি করা সকল মালামাল ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছে যাবে। একইভাবে বাংলাদেশী পণ্য রপ্তানীর ক্ষেত্রেও বাড়বে গতি। এর ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে তেমনি দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
©somewhere in net ltd.