![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১ হাজার ৬০১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে গত অর্থবছরের সংশোধিত ৮০৩ কোটি টাকার বাজেট আগেই অনুমোদন দেয়া হয়েছে। চলতি অর্থবছরে উন্নয়নমূলক খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৪৪ কোটি ১০ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৭১ শতাংশ। বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুত, পানি, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং মশক নিধনসহ সেবামূলক কার্যক্রমের মান বৃদ্ধির খাতে ৩১০ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে ২৪৯ কোটি টাকা, বাজার নির্মাণসহ ভৌত অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৬৮ কোটি ৭০ লাখ টাকা, কবরস্থান ও শ্মশানঘাট সংস্কার ও উন্নয়ন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের শেষকৃত্য স্থান নির্মাণ ও উন্নয়ন খাতে ১৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিবেশের উন্নয়নের জন্য পার্ক ও খেলার মাঠ উন্নয়নের মাধ্যমে নগরিকদের বিনোদন সুবিধা খাতে ৮ কোটি ৫০ লাখ টাকা, পরিবেশ উন্নয়ন খাতে ৩৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের যন্ত্রপাতি ক্রয়ে ৩৪ কোটি ৫০ লাখ টাকা ও মশক নিয়ন্ত্রণের জন্য ১৫ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে একটি সুন্দর, সবুজ, পরিবেশবান্ধব ও নিরাপদ নগরী গড়ে তোলা। আর এ লক্ষ্য বাস্তবায়নে ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগও হাতে নেয়া হয়েছে। দেশে বর্তমানের ন্যায় স্বাভাবিক পরিস্থিতি চলমান থাকলে আগামী ৫ বছরে ডিএনসিসির সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে। এই বাজেট বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পরিলক্ষিত সমস্যাগুলির শতভাগই সমাধান হবে। উল্লেখ্য বিদ্যমান সমস্যার ১০ শতাংশ ইতিমধ্যেই সমাধান করা হয়েছে এবং আগামী ৫ বছরে বাকি ৯০ শতাংশ সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।
২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮
মুসলিম বাঙালী বলেছেন: সঠিক বাস্তবানের জন্য সঠিক নজরদারির প্রয়োজন! সেটাকি আদৌ এদেশে আছে???