নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে স্বয়ংক্রিয় ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবস্থায় সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি রোধ হবে সড়ক দুর্ঘটনা

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫



দুর্ঘটনা ঘটালে স্বয়ংক্রিভাবে চালক ধরা পড়বেন এমন উন্নত প্রযুক্তি ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম(আইটিএস) প্রথম বারের মতো রাজধানী ঢাকার চারটি গুরুত্তপূর্ণ স্থানে স্থাপন করবে বাংলাদেশ সরকার। স্থানগুলো হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান-১, মহাখালী (রেলক্রসিংয়ের ইন্টারসেকশন)। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পল্টন ইন্টারসেকশন এবং গুলস্তান(ফুলবাড়িয়া) ইন্টারসেকশন। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে এই চারটি ইন্টারসেকশনে সড়ক দুর্ঘটনার তথ্য-উপাত্ত (ট্রাফিক এক্সিডেন্ট ডাটা) এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের সংখ্যাগত তথ্য (ট্রাফিক ভলিউম ডাটা) খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা সম্ভব হবে। এবং ‘অপটিমাল কন্ট্রোল অব ট্রাফিক সিগন্যালের মাধ্যমে চারটি স্থানে যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইন্টারসেকশনগুলোতে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের পক্ষে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকি করা সম্ভব হবে। এতে করে কোনো চালক সড়ক দুর্ঘটনা ঘটালে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বেন। সড়কে লাশ ফেলে পালানোর সুযোগ থাকবে না চালকের। এতে করে একদিকে দুর্ঘটনার হার যেমন কমবে তেমনি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯

হানিফঢাকা বলেছেন: কাজটা কারা করবে জানেন কিছু?

২| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

বশর সিদ্দিকী বলেছেন: শুধু বিআরটি(বাস রেপিড ট্রানজিট) যদি বাস্তবায়ন করতে পারতো তাহলেও আর কিছুই লাগতো না। দুঃখের বিষয় বাস মালিক সমিতির অনৈতিক বাধার কারনে লক্ষাধিক মানুষ কস্ট পাচ্ছে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

ঢাকাবাসী বলেছেন: ridiculous idea. বাংলােদশে হবেনা

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: ridiculous idea. বাংলােদশে হবেনা

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: ridiculous idea. বাংলােদশে হবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.