নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

‘মৃতপ্রায়’ ও ‘অবহেলিত’ দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা সচলে নির্মাণ হচ্ছে খুলনা-মংলা রেললাইন

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩


বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন ঘেঁষা সমুদ্র বন্দর মংলাকে রেল নেটওয়ার্কের আওত্তায় আনতে শুরু হয়েছে খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেললাইন। অবশেষে খুলনাবাসীর সেই দাবি ও লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করেছে। প্রকল্পটির আওতায় প্রায় ৮৬ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। এর মধ্যে মেইন লাইন ৬৫ কিলোমিটার ও লুপ লাইন ২১ কিলোমিটার। এতে ২১টি ছোট সেতু এবং ১১০টি কালভার্ট নির্মাণ করা হবে। খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত লাইনে মোট ৮টি স্টেশন হবে। এগুলো হচ্ছে ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদ নগর, চুলকাটিয়া, কাচ্চিখালি, ভাঙা, দিগরাজ ও মংলা। রেললাইনটি খুলনার ফুলতলা থেকে শুরু করে বাইপাস সড়কের পশ্চিম হয়ে রূপসা সেতুর দক্ষিণ পাশ দিয়ে কাটাখালী থেকে মংলা পর্যন্ত যাবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ‘মৃতপ্রায়’ ও ‘অবহেলিত’ দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা সচল হবে। অন্যদিকে বন্দর থেকে বিভিন্ন পণ্য খুলনাসহ দেশের অন্যান্য স্থানে পরিবহন সহজ হবে। এ অঞ্চলে দেশ বিদেশের ব্যবসায়ীরা বিনিয়গেও আগ্রহী হবে, সমৃদ্ধ হবে এ অঞ্চলসহ দেশের অর্থনীতি।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২

ছাসা ডোনার বলেছেন: দেশের সব ধংস প্রায় আর অবহেলিত যোগাযোগ ব্যবস্থা এভাবে সচল করতে থাকলে , শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হতে সক্ষম হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.