নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

উন্নত দেশ গড়ার লক্ষ্যে নতুন নতুন কৃষি যন্ত্র উদ্ভাবনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া (পর্ব-৪/৫)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩



সেচকাজে ব্যবহৃত অগভীর নলকূপ ও পাওয়ার পাম্পের জন্য সকল সেন্ট্রেফিউগাল পাম্প, ধান-গম-ভুট্টা মাড়াই যন্ত্রের সরবরাহ সম্পূর্ণ দেশীয় উৎপাদনের ওপর নির্ভরশীল। যার প্রায় ৮০ শতাংশই পূরণ করে বগুড়া। বিশেষ করে সেচপাম্প, ধান-গম-ভুট্টা মাড়াই যন্ত্র ডিজেল ইঞ্জিনের পিস্টন লাইনার ইঞ্জিন ও মেশিনের খুচরা যন্ত্রাংশের বাজার দখল করে আছে বগুড়া। বর্তমানে আরডিএ-র উদ্ভাবিত কৃষিযন্ত্রপাতি ও যন্ত্রাংশ ধান গবেষণা ইনস্টিটিউটসহ কয়েকটি কৃষি কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের সঙ্গে বগুড়ার তৈরি যন্ত্রাংশের মান পরীক্ষা করে দেখা গেছে, বিদেশের চেয়ে তা কয়েকগুণ উন্নত ও টেকসই। বিশেষ করে লায়নার, গজন পিন, গজন বুশ, হেড গ্যাসকেট, হেড সেট, ভাল্ব গাইড, ফুয়েল ফিল্টার, পাম্প, ইম্পেলার, ওয়েল সিল, এয়ার ক্লিনার, সাইলেন্সার, চেইন কভার, বুশ গাইড, ওয়াশার, পিটি চেন কভার, পিটি পুলি, ডি পুলি, ফুয়েল কি, ফুয়েল পাইপ, ওয়েল ক্যাচার, গভর্নর বুশ, এসএফ পুলি টেনশন সেট, হাউজিং ফুয়েল ট্যাংক এতটাই উন্নতমানের যে এসব যন্ত্রের অর্ধেকের বেশি আর আমদানি করতে হয় না।

(চলবে............।।)


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: এগিয়ে যাক বগুড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.