![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দারিদ্র্য ও চরম দারিদ্র্যের গভীরতা কমানো, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, শিশুমৃত্যু হার কমানো, এইচআইভি/এইডস এবং অন্যান্য রোগব্যাধি দমন এবং পরিবেশগত স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের পাশাপাশি এনজিওগুলো উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে একইভাবে কাজ করছে। জনসংখ্যার চাপে পরিবারের সংখ্যা বেড়ে গিয়ে বসত বাড়ি নির্মাণে দিনে দিনে দেশের আবাদি জমি কমে যাওয়া ঠেকানো রোধে, গ্রামের মানুষকে রোজগারের ব্যবস্থা, স্বল্প খরচে বহুতল ভবনে আবাসন ব্যবস্থার লক্ষে কাজ করছে বগুড়া আরডিএর উদ্ভাবিত ‘পল্লী জনপদ’ প্রকল্পটি। উন্নত দেশের দিকে তাকালে দেখা যায় তাদের উন্নত হওয়ার ইতিহাস অনেকদিনের। কিন্ত আমাদের দেশের ইতিহাস মাত্র তাদের তুলনায় অনেক কম সময়ের। দেশের অগ্রগতিতে ধর্ম-বর্ণ-গোষ্ঠী দ্বন্দ্বের সমস্যাও মুখ্য নয়। বিশ্বের উন্নত রাষ্ট্রের সঙ্গে আমাদের মৌল পার্থক্য চেতনা ও আচরণের। আমাদের শিক্ষা ও সংস্কৃতি সেভাবে গড়ে তোলা হয়নি। ফলে নিজের দেশের সম্পদ বিনষ্টতে আমরা আনন্দ লাভ করি। মনে করি দেশের সম্পদ নিদিষ্ট একটি জনগোষ্ঠীর। আসলে এই মানসিকতার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে ব্যর্থ হবে। আজ দরকার শিক্ষিত জনগোষ্ঠীর আত্মসচেতনতা আর যুবসমাজের ইতিহাসচেতনা। বিভিন্ন অপশক্তির অতৎপরতায় অশুভ কর্মযজ্ঞ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সেই স্পৃহা ও অনুপ্রেরণা থাকতে হবে। দেশকে ভালোবাসুন আর কর্মোদ্যমী হয়ে উন্নয়নে অংশগ্রহণ করুন; চিন্তা করুন দেশের সব ইতিবাচক অগ্রগতিকে নিয়ে। তাহলেই দেশ আরো এগিয়ে যাবে।
©somewhere in net ltd.