নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান অগ্রগতিতে বিস্মিত (পর্ব-২/৩)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

বহুভাষাবিদ প্রাচ্যবিশারদ ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বরাজনীতি অনুষদের চেয়ারম্যান, রুশ বিজ্ঞান একাডেমির প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক, মস্কোর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজের প্রেসিডেন্ট এবং প্রাচ্যবিষয়ক সাময়িকপত্র ভাস্তোক-এর প্রধান সম্পাদক। প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মবিষয়ক একটি গ্রন্থ রচনা প্রকল্পের কাজে সম্প্রতি ঢাকায় এলে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন-

আমার মনে হয়েছে, শেখ মুজিব একজন ক্যারিশমাটিক নেতা। তিনি যখন বক্তৃতা করছিলেন, তখন তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, দায়িত্ববোধ, দূরদর্শিতা ও প্রজ্ঞার প্রকাশ ঘটছিল। আর তিনি তাঁর দেশ ও মানুষের জন্য যা করেছেন, যেটা আমরা স্বাধীনতাযুদ্ধের আগে থেকে পর্যবেক্ষণ করেছি, সেটা আমাদের কাছে ছিল অত্যন্ত আবেদনময়। তিনি ছিলেন সুদর্শন। তাঁর দৈহিক উচ্চতায়, মানসিক দৃঢ়তায়, সুচিন্তিত, পরিশীলিত ও বুদ্ধিদীপ্ত কথাবার্তায় আমার মনে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে যে ছাপ পড়েছিল, তা এখনো প্রাঞ্জল হয়ে আছে। আমি মনে করি, এ রকম একজন মহান নেতাই জাতির পিতা অভিধা পাওয়ার যোগ্য। আমি অত্যন্ত বেদনাহত হই, যখন আমার মনে পড়ে যে তাঁর সেই মস্কো সফরের বছর খানেক পরেই তাঁকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি সাধনের যে বিষয়টি আমার পর্যবেক্ষণে এসেছে, তাতে আমার মনে হয়, তিনি শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে সেই মহান নেতাকেই প্রতীকায়িত করছেন। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে সমস্যাটি দীর্ঘ চার দশক ধরে অমীমাংসিত ছিল, তাঁর নেতৃত্বে সেটার সমাধান হয়েছে। এটি কিন্তু অত্যন্ত জটিল একটি সমস্যা; সমুদ্রসীমা নিয়ে নরওয়ের সঙ্গে রাশিয়ার বিরোধ ছিল অত্যন্ত জটিল। অতি সম্প্রতি আমরা সেটার সমাধান করতে পেরেছি। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাময় কূটনীতির কারণে ভারতের সঙ্গে ছিটমহল সমস্যাটিরও সমাধান হয়েছে। আমি যদি ভুল না করি, এই সমস্যার সমাধান হলো দীর্ঘ ৪৪ বছর পরে। এ ছাড়া বাংলাদেশের মতো একটা অত্যন্ত জনবহুল দেশ তার অজস্র সমস্যার মধ্যে অনেক সমস্যা যে দ্রুতগতিতে সমাধান করেছে, যেগুলোর কথা আমি আগেই বলেছি, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিরাট।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:

"বহুভাষাবিদ প্রাচ্যবিশারদ ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বরাজনীতি অনুষদের চেয়ারম্যান, রুশ বিজ্ঞান একাডেমির প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক, মস্কোর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজের প্রেসিডেন্ট এবং প্রাচ্যবিষয়ক সাময়িকপত্র ভাস্তোক-এর প্রধান সম্পাদক। প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মবিষয়ক একটি গ্রন্থ রচনা প্রকল্পের কাজে সম্প্রতি ঢাকায় এলে "

-পুতিনের ডাকাতির সহযোগী।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

গেম চেঞ্জার বলেছেন: আপনার তেলের বন্যায় পিসলাইয়া পড়িয়া যাইতেচি গা ।


আপনের আগের পর্বটা আপনার ব্লগে পাইলাম না ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

বটপাকুড় বলেছেন: দেখেন ফকির রাশিয়ানগুলো রে টাকা দিয়ে আনছে... ডক্টরেট এর বন্যা এইবার কিছু কমছে... এবার আসছে গ্রন্থ সমালোচনা।
ভোট ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো থাকবে তো ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.